জলপাইগুড়ি, 12 মার্চ: উত্তরবঙ্গে তৃণভোজী বন্যপ্রাণীর সংখ্যা কত, তা জানতে শুরু হল সমীক্ষার কাজ । সমীক্ষা চলবে তিনদিন পর্যন্ত ৷
উত্তরবঙ্গের জাতীয় উদ্যান ও অভয়ারণ্যে মোট তৃণভোজী প্রাণীর সংখ্যা কত জানতে আজ থেকে শুরু হল সমীক্ষা, চলবে 14 মার্চ অবধি ৷ এতদিন কেবল গন্ডার ও হাতির সমীক্ষাই হয়ে এসেছে ৷ তবে এবার শুধু গন্ডার বা হাতি নয়, হরিণ, বাইসন সহ জঙ্গলে বসবাসকারী সব তৃণভোজী প্রাণীদেরই শুমারি করা হবে ৷
মূলত উত্তরবঙ্গে কত তৃণভোজী প্রাণী আছে, তা জানতেই এই শুমারির সিদ্ধান্ত নিয়েছে বনবিভাগ ৷ উত্তরবঙ্গের গরুমারা, জলদাপাড়া জাতীয় অরণ্য এবং চাপড়ামারি অভয়ারণ্যে এই সমীক্ষা করা হবে ৷ কাজে সুবিধার জন্য এই তিনদিন জাতীয় উদ্যান ও অভয়ারণ্যের পর্যটকদের থাকার জন্য যে বাংলোগুলি রয়েছে,তার বুকিং বন্ধ রাখা হয়েছে ৷ শুমারি চলাকালীন অর্থাৎ এই তিন দিন জঙ্গলে ঢুকতে পারবেন না পর্যটকরা , এমনটাই জানিয়েছেন গরুমারা বন্যপ্রাণী বিভাগের DFO নীশা গোস্বামী ৷
পশ্চিমবঙ্গে এর আগে জলদাপাড়া ও গরুমারা জাতীয় উদ্যানে গণ্ডারের শুমারি হত ৷ উত্তরবঙ্গে হাতি শুমারিও হয় । তৃণভোজী বন্যপ্রাণীদের সংখ্যা কত তা অজানা হওয়ায় এবার থেকে হাতি, গন্ডারের পাশাপাশি অন্য বন্যপ্রাণীদেরও শুমারি করার সিদ্ধান্ত নিল বনবিভাগ ।