ETV Bharat / state

মিম ও আইএসএফকে টক্কর দিতে আসরে নস্যশেখ - খেলা হবে

নস্যশেখদের দাবি, রাজ্যে মিম ও আইএসএফ শক্তি বৃদ্ধি করছে । এই অবস্থায় তাঁরা তৃণমূলের হাত না ধরলে প্রশ্ন উঠবে । বিধানসভায় তাঁদের প্রতিনিধি না থাকলে তাঁদের অস্বস্তি নিয়ে প্রশ্ন উঠবে ।

মিম ও আইএসএফকে টক্কর দিতে আসরে নস্যশেখ
মিম ও আইএসএফকে টক্কর দিতে আসরে নস্যশেখ
author img

By

Published : Mar 3, 2021, 7:42 PM IST

জলপাইগুড়ি, 3 মার্চ : বিধানসভা নির্বাচনে মিম এবং আইএসএফকে টেক্কা দিতে আসরে নামল নস্যশেখ উন্নয়ন পর্ষদ । তৃণমূলের হাত শক্ত করতে তাঁরা কোমড় বেঁধে নেমেছেন বলে দাবি সংগঠনের । ইতিমধ্যে উত্তরবঙ্গে পাঁচটি আসন দাবি করেছে নস্যশেখ উন্নয়ন পর্ষদ । তৃণমূলের প্রতীকে তাদের প্রার্থী দেওয়ার দাবি জানিয়েছেন ।

নস্যশেখ উন্নয়ন পরিষদের সভাপতি বজলে রহমান জানান, রাজ্য সরকার আমাদের জন্য উন্নয়ন পর্ষদ গঠন করে দিয়েছেন । আমাদের ভাষার দাবি মেনে নিয়েছেন । তাই আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ । আমরা ইতিমধ্যে তৃণমূল নেত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করে চিঠি দিয়েছি । পাশাপাশি আমরা তাঁর কাছে আবেদন করেছি উত্তরবঙ্গের 54টি আসনের মধ্যে তৃণমূলের প্রতীকে তাঁদের প্রার্থী দিতে চাই ।" তিনি আরও জানান, "আমরা উত্তরবঙ্গে প্রায় 40 লাখ মানুষ রয়েছি । আমাদের সংগঠনের সঙ্গে সবাই রয়েছেন । বর্তমানে মিম ও আব্বাস সিদ্দিকীর যেভাবে ধর্মীয় মেরুকরণ করছে সেটা আমরা চাইনা । আমরা ধর্মনিরপেক্ষভাবে কাজ করতে চাই । এখানে মিম ও আইএসএফ যাতে দাঁত ফোটাতে না পারে তার জন্য তৃণমূলের হাত শক্ত করতে চাই । ওরা সংখ্যালঘু প্রার্থী দিলে প্রশ্ন উঠতে পারে, আমাদের প্রতিনিধি নেই । তাই আমরা প্রার্থী দিতে চাইছি ।"

আরও পড়ুন : বাংলা মমতাকেই চায়, তৃণমূলে যোগ দিয়েই স্লোগান সায়ন্তিকার

সংগঠনের কার্যকরী সভাপতি মহম্মদ সারওয়ার্দি জানান, "এই রাজ্য ধর্ম নিরপেক্ষ । আমরা চাই না এখানে কোনও মিম বা আইএসএফ ধর্মীয় বিভাজন করুক । তাই 54টি বিধানভায় যাতে তারা কোনও বিভ্রান্তি না ছড়াতে পারে তার জন্য আমরা লড়াই করব । নস্যশেখ যদি প্রার্থী হয় তাহলে আইএসএফ ও মিমকে টক্কর দেবে বলে আমরা মনে করি । উত্তরবঙ্গে মূলত উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও কোচবিহার জেলায় নস্যশেখদের প্রভার সবচেয়ে বেশি ।" অন্যদিকে ভোট ঘোষণার আগে মুখ্যমন্ত্রী নস্যশেখদের দাবি মেনে তাদের জন্য আলাদা উন্নয় পর্ষদ গঠন করেছেন । কোচবিহারের জেলাশাসককে পর্ষদের চেয়ারম্যান করে বোর্ড গঠন করে দিয়েছেন । সেদিক থেকে রাজ্য সরকারের কাছে তাঁরা কৃতজ্ঞ বলে জানিয়েছেন ।

আসরে নস্যশেখ

অন্যদিকে বিজেপির জেলা সভাপতি বাপী গোস্বামী বলেন, "আমাদের দুর্ভাগ্য কমিউনিস্ট এবং কংগ্রেসের থেকে জন্ম নেওয়া দিদিভাই আবার পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর চক্রান্ত করছেন । আমরা প্রতিরোধ করব । মিম, সেকুলার ফ্রন্ট বা নস্যশেখ, এদের একটা লক্ষ্য । বাংলার মাটিতে তাদের বীজ বপন করা । তা হতে দেব না ।"

জলপাইগুড়ি, 3 মার্চ : বিধানসভা নির্বাচনে মিম এবং আইএসএফকে টেক্কা দিতে আসরে নামল নস্যশেখ উন্নয়ন পর্ষদ । তৃণমূলের হাত শক্ত করতে তাঁরা কোমড় বেঁধে নেমেছেন বলে দাবি সংগঠনের । ইতিমধ্যে উত্তরবঙ্গে পাঁচটি আসন দাবি করেছে নস্যশেখ উন্নয়ন পর্ষদ । তৃণমূলের প্রতীকে তাদের প্রার্থী দেওয়ার দাবি জানিয়েছেন ।

নস্যশেখ উন্নয়ন পরিষদের সভাপতি বজলে রহমান জানান, রাজ্য সরকার আমাদের জন্য উন্নয়ন পর্ষদ গঠন করে দিয়েছেন । আমাদের ভাষার দাবি মেনে নিয়েছেন । তাই আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ । আমরা ইতিমধ্যে তৃণমূল নেত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করে চিঠি দিয়েছি । পাশাপাশি আমরা তাঁর কাছে আবেদন করেছি উত্তরবঙ্গের 54টি আসনের মধ্যে তৃণমূলের প্রতীকে তাঁদের প্রার্থী দিতে চাই ।" তিনি আরও জানান, "আমরা উত্তরবঙ্গে প্রায় 40 লাখ মানুষ রয়েছি । আমাদের সংগঠনের সঙ্গে সবাই রয়েছেন । বর্তমানে মিম ও আব্বাস সিদ্দিকীর যেভাবে ধর্মীয় মেরুকরণ করছে সেটা আমরা চাইনা । আমরা ধর্মনিরপেক্ষভাবে কাজ করতে চাই । এখানে মিম ও আইএসএফ যাতে দাঁত ফোটাতে না পারে তার জন্য তৃণমূলের হাত শক্ত করতে চাই । ওরা সংখ্যালঘু প্রার্থী দিলে প্রশ্ন উঠতে পারে, আমাদের প্রতিনিধি নেই । তাই আমরা প্রার্থী দিতে চাইছি ।"

আরও পড়ুন : বাংলা মমতাকেই চায়, তৃণমূলে যোগ দিয়েই স্লোগান সায়ন্তিকার

সংগঠনের কার্যকরী সভাপতি মহম্মদ সারওয়ার্দি জানান, "এই রাজ্য ধর্ম নিরপেক্ষ । আমরা চাই না এখানে কোনও মিম বা আইএসএফ ধর্মীয় বিভাজন করুক । তাই 54টি বিধানভায় যাতে তারা কোনও বিভ্রান্তি না ছড়াতে পারে তার জন্য আমরা লড়াই করব । নস্যশেখ যদি প্রার্থী হয় তাহলে আইএসএফ ও মিমকে টক্কর দেবে বলে আমরা মনে করি । উত্তরবঙ্গে মূলত উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও কোচবিহার জেলায় নস্যশেখদের প্রভার সবচেয়ে বেশি ।" অন্যদিকে ভোট ঘোষণার আগে মুখ্যমন্ত্রী নস্যশেখদের দাবি মেনে তাদের জন্য আলাদা উন্নয় পর্ষদ গঠন করেছেন । কোচবিহারের জেলাশাসককে পর্ষদের চেয়ারম্যান করে বোর্ড গঠন করে দিয়েছেন । সেদিক থেকে রাজ্য সরকারের কাছে তাঁরা কৃতজ্ঞ বলে জানিয়েছেন ।

আসরে নস্যশেখ

অন্যদিকে বিজেপির জেলা সভাপতি বাপী গোস্বামী বলেন, "আমাদের দুর্ভাগ্য কমিউনিস্ট এবং কংগ্রেসের থেকে জন্ম নেওয়া দিদিভাই আবার পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর চক্রান্ত করছেন । আমরা প্রতিরোধ করব । মিম, সেকুলার ফ্রন্ট বা নস্যশেখ, এদের একটা লক্ষ্য । বাংলার মাটিতে তাদের বীজ বপন করা । তা হতে দেব না ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.