নাগরাকাটা, 20 ফেব্রুয়ারি : বিধানসভা নির্বাচনের প্রচারে জলপাইগুড়ির নাগরাকাটায় সভা করলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সভা মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানান অভিষেক ৷ অভিযোগ করেন, বিজেপি বাংলার ঐতিহ্যকে নষ্ট করার চেষ্টা করছে ৷ তাই তাদের বাংলায় কোনও জায়গা নেই ৷
অভিষেক বলেন, ‘‘ যাঁরা বাংলাকে চেনেন না তাঁদের বিদায় দিন ৷’’ ভোটের আগে বিজেপির সোনার বাংলা গড়ার স্লোগানকে কটাক্ষ করেন অভিষেক ৷ বলেন, ‘‘ 2014 ও 2019 সালে দেশ তোমাদের নির্বাচিত করেছিল ৷ এতদিন সোনার ভারত গড়নি কেন ?’’ প্রশ্ন তোলেন, বিজেপি শাসিত রাজ্যগুলি এখনও সোনার রাজ্য হয়নি কেন ? আগে সোনার দেশ গড়ুন, তারপর সোনার বাংলা গড়তে আসবেন ৷
সম্প্রতি বিজেপি অভিযোগ তুলেছে, তৃণমূল ‘‘জয় বাংলা’’ স্লোগান বাংলাদেশ থেকে নিয়েছে ৷ তার উত্তরে অভিষেক বলেন, ‘‘ জয় বাংলা এসেছে বাংলাদেশ থেকে, আর সোনার বাংলা স্লোগান কোথা থেকে এসেছে ? তোমরা বললে চমৎকার আর আমরা বললে বলাৎকার ! তোমরা করলে রামলীলা আর আমরা করলে ক্যারেকটার ঢিলা !’’
সভামঞ্চ থেকে অভিষেক আরও বলেন, ‘‘ মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সমস্ত প্রতিশ্রুতি পালন করেছেন ৷ কিন্তু নরেন্দ্র মোদি এখনও পর্যন্ত কোনও প্রতিশ্রুতি পালন করেননি ৷ এমনকী 15 লাখ টাকা করে অ্যাকাউন্টে দেওয়ার কথা বললেও এখনও পর্যন্ত কেউ এক টাকাও পায়নি ৷ শুধু রেল, এয়ার ইন্ডিয়া ও বিএসএনএলকে বিক্রি করেছে কেন্দ্রীয় সরকার ৷’’
তাঁর দাবি, বিজেপি সর্বশক্তি দিয়ে চেষ্টা করলেও মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারবে না ৷ বলেন, ‘‘সাত জন্ম ধরে চেষ্টা করলেও দিদিকে হারাতে পারবে না ৷ জলপাইগুড়ি থেকে সাতে সাত করুন ৷ আমরা 250-এর বেশি আসনে জিতব ৷ বাংলা ঘরের মেয়েকেই মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চায় ৷ এখানে বহিরাগতদের কোনও জায়গা নেই ৷’’
আরও পড়ুন : ভোটের ঝড় তুলতে ময়দানে টুম্পা...
দলত্যাগীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘‘ পোকামাকড়রা আমাদের খেত ছেড়ে চলে গেছে ৷ তাই এতে তৃণমূলেরই ভালো ৷’’