জলপাইগুড়ি, 9জুন : দলের কেউ ব্রাত্য নয় । দলে সবাইকে নিয়েই চলতে হবে । সবাইকে দরকার আছে । কোর কমিটির বৈঠকে জেলা সভাপতিকে কড়া হুশিয়ারি দিলেন তৃণমূলের উত্তরবঙ্গের কোর কমিটির চেয়ারম্যান গৌতম দেব । আজ জলপাইগুড়ি সার্কিট হাউজ়ে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার জেলা সভাপতি ও নির্দিষ্ট কয়েকজন নেতাদের সঙ্গে বৈঠক করে পর্যটন মন্ত্রী গৌতম দেব ।
জলপাইগুড়ি সার্কিট হাউজ়ে বৈঠকে ছিলেন জলপাইগুড়ি জেলার তৃণমূলের প্রাক্তন সভাপতি সৌরভ চক্রবর্তী, বর্তমান সভাপতি কিষাণ কল্যাণী এবং আলিপুরদুয়ারের সভাপতি মৃদুল গোস্বামী, মোহন শর্মাসহ অন্যান্যরাও ।
গৌতম দেব বলেন, “আজ আমরা দুই জেলার সভাপতিদের আলোচনা করলাম । আলিপুরদুয়ারে কো-অর্ডিনেশনের কোনও সমস্যা নেই । সেখানে মোহন শর্মা, সৌরভ চক্রবর্তী এবং মৃদুল গোস্বামী একে অপরের সঙ্গে মিল রেখেই কাজ করছে । কিন্তু জলপাইগুড়িতে সমস্যা আছে । আমরা জলপাইগুড়ির বিষয় নিয়ে আবার আলোচনা করব । এখানে বেশ কিছু সমস্যা আছে । আমি আজ বৈঠকের একটা রিপোর্ট মুখ্যমন্ত্রীকে পাঠাব । জলপাইগুড়িতে এখনও কোনও জেলা কমিটি নেই । বুথ কমিটি জেলা থেকেই হয়ে থাকে । কিন্তু ব্লক সভাপতিদের বিষয়টি কলকাতার সঙ্গে কথা বলেই করতে হয় ।”
জলপাইগুড়ির প্রাক্তন সভাপতির অনুগামী এবং যাঁরা আগে জেলা কমিটি বা ব্লক কমিটিতে ছিলেন । সভাপতি বদল হওয়ার পরে তাঁদের কোনও সভা সমিতি বা বৈঠকের ডাকা হয় না বলে অভিযোগ অনেকবারই এসেছে । গৌতম দেব এই বিষয় নিয়ে প্রাক্তন সভাপতি, পুরনো ব্লক সভাপতিদের এবং কিষাণ কল্যাণীকে নিয়ে বৈঠক করেন । কিন্তু সমস্যা এখনও মেটেনি ।
আজ তৃণমূলের জেলা প্রাক্তন সভাপতি সৌরভ চক্রবর্তী বলেন, “আগের ব্লক কমিটির কোনও সদস্যকে নিয়ে কাজ করা হচ্ছে না । এই বিষয়ে আমি আজ বেশ কিছু প্রস্তাব দিয়েছি ।” আলিপুরদুয়ারের মোহন শর্মা বলেন, “আমি গৌতম দেবকে আরও বেশি সক্রিয় হওয়ার অনুরোধ করেছি । কারণ আমাদের স্থানীয় কোনও অভিভাবক নেই ।”
গৌতম দেব বলেন, “তবে আমি বলেছি কাউকে বাদ দিয়ে কিছু করা যাবে না । সবার শ্রম আছে । তাই দলে সবাইকেই দরকার ।”
জলপাইগুড়ি জেলার তৃণমূল সভাপতি কিষাণ কল্যাণী এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি । যা বলার গৌতম দেবই বলবেন বলে জানান তিনি ।