ETV Bharat / state

দুই সপ্তাহের মধ্যেই জলপাইগুড়িতে ভিআরডিএল ল্যাব ও অক্সিজেন প্ল্যান্ট চালু

বৈঠক শেষে জেলাশাসক মৌমিতা গোদারা বসু বলেন, ‘‘জলপাইগুড়িতে ভিআরডিএল ল্যাবের কাজের অগ্রগতি নিয়ে আমরা আলোচনা করলাম । ল্যাবের কাজ ভালো ভাবেই হচ্ছে । আশা করি আগামি 10-12 দিনের মধ্যেই ল্যাব চালু হয়ে যাবে । ইলেকট্রিকের কাজ চলছে ।’’

জেলাশাসক মৌমিতা গোদারা বসু
জেলাশাসক মৌমিতা গোদারা বসু
author img

By

Published : Jun 3, 2021, 4:31 PM IST

জলপাইগুড়ি, 3 জুন : ভাল খবর জলপাইগুড়িবাসীর জন্য ৷ আগামি 10-12 দিনের মধ্যে জলপাইগুড়িতে ভিআরডিএল ল্যাব ও অক্সিজেন প্ল্যান্ট চালু হয়ে যাবে ৷ আজ একথা জানান জেলাশাসক মৌমিতা গোদারা বসু । আজ জলপাইগুড়িতে ভিআরডিএল ল্যাব তৈরির অগ্রগতি নিয়ে আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি ৷

বৈঠক শেষে জেলাশাসক মৌমিতা গোদারা বসু বলেন, ‘‘জলপাইগুড়িতে ভিআরডিএল ল্যাবের কাজের অগ্রগতি নিয়ে আমরা আলোচনা করলাম । ল্যাবের কাজ ভালো ভাবেই হচ্ছে । আশা করি আগামি 10-12 দিনের মধ্যেই ল্যাব চালু হয়ে যাবে । ইলেকট্রিকের কাজ চলছে ।’’

তিনি আরও বলেন, ‘‘জলপাইগুড়িতে যে অক্সিজেন প্ল্যান্ট তৈরি হচ্ছে তাও আগামি 10-12 দিনের মধ্যে চালু হয়ে যাবে । জলপাইগুড়ি সদর হাসপাতালে একটি অক্সিজেন প্ল্যান্ট তৈরি হচ্ছে । সেখান থেকেই সুপার স্পেশালিটি হাসপাতাল ও কোভিড হাসপাতালে আপাতত অক্সিজেন পাঠানো হবে । এছড়া মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে যে অক্সিজেন প্ল্যান্টটি হওয়ার কথা ছিল সেটা জাতীয় সড়ক কর্তৃপক্ষ করতে চাইছে না । অন্য দফতরকে দিয়ে সেখানে অক্সিজেন প্ল্যান্ট করানো হচ্ছে ৷’’

আরও পড়ুন : সামনে শক্তিশালী কাতার, ফের কঠিন লড়াই ছুড়ে দিতে তৈরি সুনীলরা

মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতাল, জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল ও সদর হাসপাতালেও অক্সিজেন প্ল্যান্ট বসানো হবে বলে জানান তিনি । এদিকে জলপাইগুড়ি সদর হাসপাতালের সুপার ডাঃ গয়ারাম নস্কর বলেন, ‘‘আমাদের সদর হাসপাতালের অক্সিজেন প্ল্যান্টের কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে ।’’

জলপাইগুড়ি, 3 জুন : ভাল খবর জলপাইগুড়িবাসীর জন্য ৷ আগামি 10-12 দিনের মধ্যে জলপাইগুড়িতে ভিআরডিএল ল্যাব ও অক্সিজেন প্ল্যান্ট চালু হয়ে যাবে ৷ আজ একথা জানান জেলাশাসক মৌমিতা গোদারা বসু । আজ জলপাইগুড়িতে ভিআরডিএল ল্যাব তৈরির অগ্রগতি নিয়ে আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি ৷

বৈঠক শেষে জেলাশাসক মৌমিতা গোদারা বসু বলেন, ‘‘জলপাইগুড়িতে ভিআরডিএল ল্যাবের কাজের অগ্রগতি নিয়ে আমরা আলোচনা করলাম । ল্যাবের কাজ ভালো ভাবেই হচ্ছে । আশা করি আগামি 10-12 দিনের মধ্যেই ল্যাব চালু হয়ে যাবে । ইলেকট্রিকের কাজ চলছে ।’’

তিনি আরও বলেন, ‘‘জলপাইগুড়িতে যে অক্সিজেন প্ল্যান্ট তৈরি হচ্ছে তাও আগামি 10-12 দিনের মধ্যে চালু হয়ে যাবে । জলপাইগুড়ি সদর হাসপাতালে একটি অক্সিজেন প্ল্যান্ট তৈরি হচ্ছে । সেখান থেকেই সুপার স্পেশালিটি হাসপাতাল ও কোভিড হাসপাতালে আপাতত অক্সিজেন পাঠানো হবে । এছড়া মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে যে অক্সিজেন প্ল্যান্টটি হওয়ার কথা ছিল সেটা জাতীয় সড়ক কর্তৃপক্ষ করতে চাইছে না । অন্য দফতরকে দিয়ে সেখানে অক্সিজেন প্ল্যান্ট করানো হচ্ছে ৷’’

আরও পড়ুন : সামনে শক্তিশালী কাতার, ফের কঠিন লড়াই ছুড়ে দিতে তৈরি সুনীলরা

মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতাল, জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল ও সদর হাসপাতালেও অক্সিজেন প্ল্যান্ট বসানো হবে বলে জানান তিনি । এদিকে জলপাইগুড়ি সদর হাসপাতালের সুপার ডাঃ গয়ারাম নস্কর বলেন, ‘‘আমাদের সদর হাসপাতালের অক্সিজেন প্ল্যান্টের কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে ।’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.