জলপাইগুড়ি, 20 মে : কোরোনা আক্রান্তের খোঁজ মিলতেই জলপাইগুড়ি সদর ব্লকের গড়ালবাড়ি গ্রামের একাধিক রাস্তা বাঁশ দিয়ে বন্ধ করে দিলেন বাসিন্দারা । এদিকে জলপাইগুড়ি জেলা প্রশাসন গড়ালবাড়ির ওই এলাকাকে ইতিমধ্যেই কনটেনমেন্ট জ়োন হিসেবে ঘোষণা করেছে । আজ বিকেলে দমকল কর্মীরা গিয়ে ওই এলাকা স্যানিটাইজ় করেন ।
কলকাতা থেকে ফিরে কোরোনায় আক্রান্ত হন জলপাইগুড়ি সদর ব্লকের গড়ালবাড়ির এক নার্সিং ছাত্রী । তারপরই আজ ওই এলাকাকে তিনটি জ়োনে ভাগ করেছে জেলা প্রশাসন । কনটেনমেন্ট জ়োন, বাফার জ়োন ও গ্রিন জ়োন । বর্তমানে ওই ছাত্রী জলপাইগুড়ির SARI হাসপাতালে চিকিৎসাধীন ।
সদর ব্লকের গড়ালবাড়ির ক্যাম্পের হাট, শোভারহাট জামুরিবাড়ি, ডাঙাপাড়া, ভাটিয়া খোলা, শোভাগঞ্জের রাস্তা বন্ধ করে দেওয়া হয় । বাসিন্দারাই নিজেদের উদ্যোগে গ্রামের সমস্ত রাস্তা বন্ধ করে দেয় । গড়ালবাড়ির খান সাহেব পাড়া, বলি পাড়া, শেরু পাড়া, তারেক বাড়ি এলাকা কনটেনমেন্ট জ়োনের মধ্যে পড়ছে ।