ETV Bharat / state

Jalpaiguri Rape Case: ভাইঝিকে ধর্ষণের অপরাধে দশ বছরের কারাদণ্ড কাকার - ভাইঝিকে ধর্ষণকাণ্ডে কাকার দশ বছরের সাজা

ভাইঝিকে ধর্ষণের অভিযোগে দশ বছরের সশ্রম কারাদণ্ড হল কাকার (Uncle raped Niece)। এই সাজা দিয়েছে জলপাইগুড়ি জেলা আদালত ৷ চার বছর আগে সাগর কানসারি নামে এক ব্যক্তি বাজারে পৌছে দেওয়ার কথা বলে ধর্ষণ করে নাবালিকা ভাইঝিকে (Jalpaiguri Rape Case) ৷

Uncle gets 10 years imprisonment for raping niece in Jalpaiguri
Jalpaiguri Rape Case
author img

By

Published : Aug 31, 2022, 9:16 PM IST

জলপাইগুড়ি, 31 অগস্ট: বাজারে পৌছে দেওয়ার নাম করে ভাইঝিকে মন্দিরের পিছনে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে কাকার বিরুদ্ধে । সেই ঘটনায় দশ বছরের সশ্রম কারাদণ্ড হল অভিযুক্তের (Uncle gets 10 years imprisonment for raping niece)। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির কোতায়ালি থানা এলাকায়।

সরকারি আইনজীবী দেবাশিস দত্ত জানান, নাবালিকা ধর্ষণের দোষীকে জলপাইগুড়ি আদালতের অ্যাডিশনাল সেকেন্ড জজ স্পেশাল কোর্ট পকসোর ইন্দোয়ার ত্রিপাঠি দশ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন । 12 জানুয়ারি 2018 সালে ধর্ষণের ঘটনাটি ঘটেছিল। ঘটনার দিন নাবালিকার বাবা তার বাড়িতে খবর পাঠায় মেয়েকে ব্যাগ নিয়ে স্থানীয় বাজারে আসার জন্য । সেইমতোই ব্যাগ নিয়ে বাজারে যাচ্ছিল নাবালিকা । বাজারে আসার আগেই নাবালিকার সঙ্গে দেখা হয় বাবার খুড়তুতো ভাইয়ের । সে তাকে সাইকেলে করে বাজারে পৌঁছে দেওয়ার কথা বলে । কিন্তু পরে নাবালিকাকে বাজারে না-নিয়ে গিয়ে দূরে মন্দিরের পিছনে জঙ্গলে নিয়ে চলে যায় সাগর (Uncle raped Niece) ৷ এরপর তাকে ধর্ষণ করে ।

ভাইঝিকে ধর্ষণের অভিযোগে দশ বছরের সশ্রম কারাদণ্ড পেল কাকা

আরও পড়ুন: নাবালিকাকে 'ডিজিটাল ধর্ষণ', যাবজ্জীবন সাজা প্রৌঢ়ের

মেয়েটি পরবর্তীকালে বাড়ি এসে তার মাকে সব কথা খুলে বলে । এরপরেই মেয়েটির বাবা জলপাইগুড়ি মহিলা থানায় অভিযোগ দায়ের করেন । জলপাইগুড়ি আদালতে এসে আসামী আত্মসমর্পণ করে । তার পক্ষ থেকেও মামলাটি চলে । মামলা চলাকালীন 9 জনের সাক্ষী গ্রহণ করা হয় । অভিযুক্ত সাগর কানসারিকে দশ বছরের সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে (Jalpaiguri Rape Case) ৷ অনাদায়ে আরও একবছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বলে দেবাশিষ দত্ত জানান । সাগর কানসারির আইনজীবী সর্বলেন্দু ভট্টাচার্য জানান, নাবালিকাকে ধর্ষণের অভিযোগে তাঁর মক্কেলকে দশ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত ।

জলপাইগুড়ি, 31 অগস্ট: বাজারে পৌছে দেওয়ার নাম করে ভাইঝিকে মন্দিরের পিছনে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে কাকার বিরুদ্ধে । সেই ঘটনায় দশ বছরের সশ্রম কারাদণ্ড হল অভিযুক্তের (Uncle gets 10 years imprisonment for raping niece)। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির কোতায়ালি থানা এলাকায়।

সরকারি আইনজীবী দেবাশিস দত্ত জানান, নাবালিকা ধর্ষণের দোষীকে জলপাইগুড়ি আদালতের অ্যাডিশনাল সেকেন্ড জজ স্পেশাল কোর্ট পকসোর ইন্দোয়ার ত্রিপাঠি দশ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন । 12 জানুয়ারি 2018 সালে ধর্ষণের ঘটনাটি ঘটেছিল। ঘটনার দিন নাবালিকার বাবা তার বাড়িতে খবর পাঠায় মেয়েকে ব্যাগ নিয়ে স্থানীয় বাজারে আসার জন্য । সেইমতোই ব্যাগ নিয়ে বাজারে যাচ্ছিল নাবালিকা । বাজারে আসার আগেই নাবালিকার সঙ্গে দেখা হয় বাবার খুড়তুতো ভাইয়ের । সে তাকে সাইকেলে করে বাজারে পৌঁছে দেওয়ার কথা বলে । কিন্তু পরে নাবালিকাকে বাজারে না-নিয়ে গিয়ে দূরে মন্দিরের পিছনে জঙ্গলে নিয়ে চলে যায় সাগর (Uncle raped Niece) ৷ এরপর তাকে ধর্ষণ করে ।

ভাইঝিকে ধর্ষণের অভিযোগে দশ বছরের সশ্রম কারাদণ্ড পেল কাকা

আরও পড়ুন: নাবালিকাকে 'ডিজিটাল ধর্ষণ', যাবজ্জীবন সাজা প্রৌঢ়ের

মেয়েটি পরবর্তীকালে বাড়ি এসে তার মাকে সব কথা খুলে বলে । এরপরেই মেয়েটির বাবা জলপাইগুড়ি মহিলা থানায় অভিযোগ দায়ের করেন । জলপাইগুড়ি আদালতে এসে আসামী আত্মসমর্পণ করে । তার পক্ষ থেকেও মামলাটি চলে । মামলা চলাকালীন 9 জনের সাক্ষী গ্রহণ করা হয় । অভিযুক্ত সাগর কানসারিকে দশ বছরের সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে (Jalpaiguri Rape Case) ৷ অনাদায়ে আরও একবছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বলে দেবাশিষ দত্ত জানান । সাগর কানসারির আইনজীবী সর্বলেন্দু ভট্টাচার্য জানান, নাবালিকাকে ধর্ষণের অভিযোগে তাঁর মক্কেলকে দশ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.