জলপাইগুড়ি, 24 অগস্ট: গরু পাচারের সঙ্গে বিএসএফ যুক্ত (BSF Involves in Cattle Smuggling) ৷ গরু চোর সন্দেহে রাজগঞ্জ থানার কুকুরযান বড়ুয়াপাড়ায় বাংলাদেশি যুবকে পিটিয়ে মারার ঘটনা ঘটে ৷ সেই ঘটনায় বিএসএফ-এর বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha) ৷ এ দিন তিনি দাবি করেন, বিএসএফ-এর মদত ছাড়া গরুপাচার কখনও হতে পারে না ৷
প্রসঙ্গত, গরু চোর সন্দেহে এক বাংলাদেশি যুবককে মারধর করেন স্থানীয়রা ৷ অভিযোগ, ঘটনাটি ঘটেছে সীমান্তের 500 মিটারের মধ্যে ৷ এ নিয়েই উদয় গুহ বিএসএফকে নিশানা করেছেন ৷ অভিযোগ করেন, এই ঘটনার দায় বিএসএফ-এর ৷ তাঁর যুক্তি, গরু পাচার করতে কোনও বাংলাদেশি এ পারে আসবে না কাঁটাতারের বেরা পেরিয়ে ৷ ফলে যে যুবক ভারতে প্রবেশ করেছিলেন, তিনি গরু নিয়ে যেতে এসেছিলেন ৷ তাঁর প্রশ্ন, সেই সময় বিএসএফ কী করছিল ? কটাক্ষের সুরে বলেন, ‘‘বিএসএফ সীমান্তে 50 কিলোমিটার এলাকা ‘দখল’ করে বসে আছে ৷ আর সেখানে সীমান্তের 500 মিটারের মধ্যে কোনও বাংলাদেশি ঢুকে পড়ল তাদের নজর এড়িয়ে ৷ বিএসএফ কেন কোনও ব্যবস্থা নেয়নি ?’’
আরও পড়ুন: জলপাইগুড়িতে গরু চোর সন্দেহে গণধোলাইয়ে মৃত ব্যক্তি
তবে, গণপিটুনির ঘটনা কখনওই কাম্য নয় বলে জানান উদয়ন গুহ ৷ জানা গিয়েছে, গতকাল ভোররাতে একদল বাংলাদেশি সরুরুবালা রায়ের বাড়িতে গরু চুরি করতে যায় ৷ সেই সময় কয়েকজন গ্রামবাসী তাঁদের পিছনে ধাওয়া করেন ৷ বিষয়টি বুঝতে পেরে তাঁদের মধ্যে 2 জন পালিয়ে যান ৷ কিন্তু, একজন ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার একটি চা বাগানে লুকিয়ে পড়েন ৷ স্থানীয়রা চা বাগান ঘিরে ফেলে ওই বাংলাদেশিকে ধরে ফেলেন এবং মারধর করেন বলে অভিযোগ ৷ এর পর রাজগঞ্জ থানার পুলিশ ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন ৷