ETV Bharat / state

মদ বিক্রেতার সঙ্গে হাতাতাতিতে দুই পুলিশ কর্মীর, অস্ত্রের কোপ সিভিক ভলেন্টিয়ার - অস্ত্রের কোপ

মদ বিক্রেতার সঙ্গে হাতাহাতি দুই পুলিশ কর্মীর ৷ ঝগড়া থামাতে গিয়ে আক্রান্ত হয় এক সিভিক ভলেন্টিয়ার ৷ সিভিক ভলেন্টিয়ারের উপর ধারালো অস্ত্রের কোপ মারা হয় ৷ গুরুতর আহত অবস্থায় তাদেরকে হাসপাতালে ভরতি করা হয়েছে ৷

clash
সিভিক ভলেন্টিয়ারের উপর ধারালো অস্ত্রের কোপ
author img

By

Published : Jul 2, 2020, 9:09 PM IST

জলপাইগুড়ি, 2 জুলাই : মদ বিক্রেতার সঙ্গে হাতাতাতিদুই পুলিশ কর্মীর। পুলিশকর্মীদের বাঁচাতে গিয়ে ধারালো অস্ত্রের কোপ খেল সিভিকভলেন্টিয়ার। দুই জন পুলিশ আহত,গুরুতর অবস্থায় শিলিগুড়ির এক নার্সিংহোমে চিকিৎসাধীন সিভিক কর্মী।আহত তিন জনের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। আহত পুলিশ কর্মীর নাম অনুকুল রায়,তাপস রায়,সিভিক ভলেন্টিয়ার সুজিত বরুয়া। গতকালরাতে এই ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ গুলিও চালায় বলে দাবি স্থানীয়বাসিন্দাদের। এদিকে গুলি চালানোর বিষয়টি অস্বীকার করেছে পুলিশ। ঘটনার পর থেকেঅভিযুক্ত মদ ব্যবসায়ী পলাতক। আজ সকাল থেকেই থমথমে পরিবেশ রাজগঞ্জ ব্লকের চাউলহাটিএলাকা। ঘটনাস্থানে বিরাট পুলিশ বাহিনী। পুলিশ সুত্রে খবর গতকাল রাতে রাজগঞ্জব্লকের চাউলহাটি এলাকার বেআইনিভাবে মদ বিক্রেতা সদয় দে-র বাড়িতে যান দুই পুলিশকর্মী।

স্থানীয় বাসিন্দাদের দাবি দুই পুলিশ কর্মী এই বাড়িতে ঢোকার পর হটাৎচিৎকার শুরু হয় পুলিশ কর্মী ও মদ বিক্রেতা সদয় দের মধ্যে। বচসার মাঝেই ধারালোঅস্ত্র নিয়ে দুই পুলিশ কর্মীকে আক্রমণ করা হয় বলে অভিযোগ ।ঘটনার খবর পেয়ে এলাকায়জড়ো হয় স্থানীয় বাসিন্দারা। অভিযুক্ত মদ বিক্রেতা মদ্যপ অবস্থায় দুই পুলিশ কর্মীকেআঘাত করে ৷ তাদের বাঁচাতে গিয়ে এক সিভিক ভলেন্টিয়ারও গুরুতর আহত হয় ৷ তিনিবর্তমানে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। আহত দুই পুলিশ কর্মী ও এক সিভিকভলেন্টিয়ারকে উদ্ধার করতে যায় পুলিশ।

স্থানীয় বাসিন্দাদের দাবি, পুলিশ এসে আহতদের উদ্ধার করতে চেষ্টা করলে ধারালো অস্ত্র নিয়ে তেরে আসেঅভিযুক্ত সদয় দে। বাধ্য হয়ে পুলিশ গুলি চালায় বলে দাবি স্থানীয় বাসিন্দাদের।এরপরেইপালিয়ে যায় সজয় দে।আহত পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ারকে আহত অবস্থায় উদ্ধার করেপ্রথমে রাজগঞ্জ মগরাডাঙ্গি গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায়সিভিক ভলেন্টিয়ারকে শিলিগুড়ির একটি বেসকারি হাসপাতালের ভরতি করা হয়েছে। এদিন পুলিশসুপার অভিষেক মোদি জানান, ঘটনার তদন্ত করা হচ্ছে। আহতদের চিকিৎসা হচ্ছে । অভিযুক্তেরখোঁজে তল্লাশি শুরু করা হয়েছে ৷

মদ বিক্রেতার সঙ্গে হাতাতাতিতে দুই পুলিশকর্মীর, অস্ত্রের কোপ সিভিক ভলেন্টিয়ার

জলপাইগুড়ি, 2 জুলাই : মদ বিক্রেতার সঙ্গে হাতাতাতিদুই পুলিশ কর্মীর। পুলিশকর্মীদের বাঁচাতে গিয়ে ধারালো অস্ত্রের কোপ খেল সিভিকভলেন্টিয়ার। দুই জন পুলিশ আহত,গুরুতর অবস্থায় শিলিগুড়ির এক নার্সিংহোমে চিকিৎসাধীন সিভিক কর্মী।আহত তিন জনের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। আহত পুলিশ কর্মীর নাম অনুকুল রায়,তাপস রায়,সিভিক ভলেন্টিয়ার সুজিত বরুয়া। গতকালরাতে এই ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ গুলিও চালায় বলে দাবি স্থানীয়বাসিন্দাদের। এদিকে গুলি চালানোর বিষয়টি অস্বীকার করেছে পুলিশ। ঘটনার পর থেকেঅভিযুক্ত মদ ব্যবসায়ী পলাতক। আজ সকাল থেকেই থমথমে পরিবেশ রাজগঞ্জ ব্লকের চাউলহাটিএলাকা। ঘটনাস্থানে বিরাট পুলিশ বাহিনী। পুলিশ সুত্রে খবর গতকাল রাতে রাজগঞ্জব্লকের চাউলহাটি এলাকার বেআইনিভাবে মদ বিক্রেতা সদয় দে-র বাড়িতে যান দুই পুলিশকর্মী।

স্থানীয় বাসিন্দাদের দাবি দুই পুলিশ কর্মী এই বাড়িতে ঢোকার পর হটাৎচিৎকার শুরু হয় পুলিশ কর্মী ও মদ বিক্রেতা সদয় দের মধ্যে। বচসার মাঝেই ধারালোঅস্ত্র নিয়ে দুই পুলিশ কর্মীকে আক্রমণ করা হয় বলে অভিযোগ ।ঘটনার খবর পেয়ে এলাকায়জড়ো হয় স্থানীয় বাসিন্দারা। অভিযুক্ত মদ বিক্রেতা মদ্যপ অবস্থায় দুই পুলিশ কর্মীকেআঘাত করে ৷ তাদের বাঁচাতে গিয়ে এক সিভিক ভলেন্টিয়ারও গুরুতর আহত হয় ৷ তিনিবর্তমানে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। আহত দুই পুলিশ কর্মী ও এক সিভিকভলেন্টিয়ারকে উদ্ধার করতে যায় পুলিশ।

স্থানীয় বাসিন্দাদের দাবি, পুলিশ এসে আহতদের উদ্ধার করতে চেষ্টা করলে ধারালো অস্ত্র নিয়ে তেরে আসেঅভিযুক্ত সদয় দে। বাধ্য হয়ে পুলিশ গুলি চালায় বলে দাবি স্থানীয় বাসিন্দাদের।এরপরেইপালিয়ে যায় সজয় দে।আহত পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ারকে আহত অবস্থায় উদ্ধার করেপ্রথমে রাজগঞ্জ মগরাডাঙ্গি গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায়সিভিক ভলেন্টিয়ারকে শিলিগুড়ির একটি বেসকারি হাসপাতালের ভরতি করা হয়েছে। এদিন পুলিশসুপার অভিষেক মোদি জানান, ঘটনার তদন্ত করা হচ্ছে। আহতদের চিকিৎসা হচ্ছে । অভিযুক্তেরখোঁজে তল্লাশি শুরু করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.