ETV Bharat / state

চা পাতা চুরি করে পালাতে গিয়ে ধরা পড়ল দুষ্কৃতীরা - tea

চা পাতা চুরির অভিযোগ বারবার আসছিল । আজ পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বিশেষ অভিযান চালায়। রাজগঞ্জ থেকে ফালাকাটার দিকে যাওয়ার সময় একটি পিক আপ ভ্যান আটক করে পুলিশ। পিক আপ ভ্যানে থাকা ১৬ বস্তা চা পাতা উদ্ধার হয় । যার বাজারমূল্য 2 লাখ টাকা ।

Two miscreants were caught while stealing tea leaves
চা পাতা চুরি করে পালাতে গিয়ে ধরা পড়ল দুস্কৃতী
author img

By

Published : Mar 10, 2020, 10:41 PM IST

জলপাইগুড়ি, 10 মার্চ : চা ফ্যাক্টরি থেকে চা পাতা চুরি করে পালাতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল দুই দুষ্কৃতী। উদ্ধার লক্ষাধিক মূল্যের চোরাই চা পাতা। বাজেয়াপ্ত পিক আপ ভ্যান।

চা পাতা চুরি যাওয়ার অভিযোগ বারবার আসছিল। আজ পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বিশেষ অভিযান চালায়। আজ রাজগঞ্জের একটি ফ্যাক্টরির চা পাতা চুরি করে ফালাকাটার দিকে যাওয়ার সময় একটি পিক আপ ভ্যান আটক করে পুলিশ। পিক আপ ভ্যানে থাকা ১৬ বস্তা চা পাতা উদ্ধার হয়। এক একটি বস্তায় ৬০ কেজি করে চা পাতা ছিল। রাজগঞ্জের একটি চা পাতা ফ্যাক্টরি থেকে এই চা পাতা চুরি করা হয়েছিল ।

চা পাতা চুরি করে পালাতে গিয়ে ধরা পড়ল দুষ্কৃতীরা


জলপাইগুড়ি থানার IC বিশ্বাশ্রয় সরকার বলেন, "আজ গোপন সূত্রে খবর পেয়ে আমরা চেওড়া পাড়ার কাছে পিক আপ ভ্যানটিকে আটক করে চুরি যাওয়া 960 কেজি চা পাতা উদ্ধার করা হয়। সেই সঙ্গে গ্রেপ্তার করা হয় জমিরুদ্দিন মহম্মদ ( ৩৩),হাসিনুর আলি(২১) নামে ফালাকাটা খগেনহাটের বাসিন্দা। আগামীকাল ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হবে। জানা গেছে রাজগঞ্জের বিভিন্ন চা পাতা ফ্যাক্টরি থেকে চা পাতা চুরির সাথে যুক্ত ছিল এই দু'জন।" আগামীকাল ধৃতদের আদালতে তুলে রিমান্ডে নেওয়া হবে।

জলপাইগুড়ি, 10 মার্চ : চা ফ্যাক্টরি থেকে চা পাতা চুরি করে পালাতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল দুই দুষ্কৃতী। উদ্ধার লক্ষাধিক মূল্যের চোরাই চা পাতা। বাজেয়াপ্ত পিক আপ ভ্যান।

চা পাতা চুরি যাওয়ার অভিযোগ বারবার আসছিল। আজ পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বিশেষ অভিযান চালায়। আজ রাজগঞ্জের একটি ফ্যাক্টরির চা পাতা চুরি করে ফালাকাটার দিকে যাওয়ার সময় একটি পিক আপ ভ্যান আটক করে পুলিশ। পিক আপ ভ্যানে থাকা ১৬ বস্তা চা পাতা উদ্ধার হয়। এক একটি বস্তায় ৬০ কেজি করে চা পাতা ছিল। রাজগঞ্জের একটি চা পাতা ফ্যাক্টরি থেকে এই চা পাতা চুরি করা হয়েছিল ।

চা পাতা চুরি করে পালাতে গিয়ে ধরা পড়ল দুষ্কৃতীরা


জলপাইগুড়ি থানার IC বিশ্বাশ্রয় সরকার বলেন, "আজ গোপন সূত্রে খবর পেয়ে আমরা চেওড়া পাড়ার কাছে পিক আপ ভ্যানটিকে আটক করে চুরি যাওয়া 960 কেজি চা পাতা উদ্ধার করা হয়। সেই সঙ্গে গ্রেপ্তার করা হয় জমিরুদ্দিন মহম্মদ ( ৩৩),হাসিনুর আলি(২১) নামে ফালাকাটা খগেনহাটের বাসিন্দা। আগামীকাল ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হবে। জানা গেছে রাজগঞ্জের বিভিন্ন চা পাতা ফ্যাক্টরি থেকে চা পাতা চুরির সাথে যুক্ত ছিল এই দু'জন।" আগামীকাল ধৃতদের আদালতে তুলে রিমান্ডে নেওয়া হবে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.