ETV Bharat / state

ছাগল চুরি সন্দেহে গণধোলাই, ভষ্মীভূত গাড়ি - হেলাপাকরির চাবাগান সংলগ্ন এলাকা

শুক্রবার ময়নাগুড়ি থানার হেলাপাকড়ির চাবাগান সংলগ্ন এলাকায় দুই যুবক ছাগল চুরি চেষ্টা করে বলে স্থানীয়দের অভিযোগ ।

two goat theft suspected
ছাগল চুরি সন্দেহে গণধোলাই
author img

By

Published : Apr 30, 2021, 4:43 PM IST

জলপাইগুড়ি, 30 এপ্রিল : ছাগল চুরির অভিযোগে দুই যুবককে গণধোলাই । পাশাপাশি স্থানীয়দের রোষে পুড়ল বিলাসবহুল গাড়িটিও । ঘটনাটি ময়নাগুড়ি থানা এলাকার হেলাপাকড়িতে । পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে । ওই দুই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ । ধৃতদের বাড়ি কোচবিহারের মেখলিগঞ্জে ।

শুক্রবার হেলাপাকড়ির চাবাগান সংলগ্ন এলাকায় ওই দুই যুবক তাঁদের বিলাসবহুল চার চাকা গাড়িটি দাঁড় করিয়ে ছাগল চুরির চেষ্টা করে বলে স্থানীয়দের অভিযোগ । স্থানীয় কয়েকজনের নজরে আসতেই আটক করে তাদের । এরপর বিষয়টি জানাজানি হতেই ঘটনাস্থলে ভিড় জমতে শুরু করেন মানুষজন । স্থানীয়রা ওই দুই যুবককে উত্তম মধ্যম দিতে থাকেন । এতেই শেষ নয় । পাশাপাশি তাঁদের গাড়িটি ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেয় । দাউ দাউ করে জ্বলতে থাকে গাড়িটি ।

আরও পড়ুন : আক্রান্ত গোটা পরিবার, হাসপাতাল থেকে মা ও ছেলের দেহ নেওয়ার লোক নেই

খবর পেয়ে চলে আসে ময়নাগুড়ি থানার পুলিশ । পুলিশ আসার পর পরিস্থিতি স্বাভাবিক হয় । ছাগল চোর সন্দেহে ওই দুই যুবককে থানায় নিয়ে যায় পুলিশ । ময়নাগুড়ি থানার আইসি ভীষণ ছেত্রী জানান, ধৃতরা মেখলিগঞ্জের বাসিন্দা ।

জলপাইগুড়ি, 30 এপ্রিল : ছাগল চুরির অভিযোগে দুই যুবককে গণধোলাই । পাশাপাশি স্থানীয়দের রোষে পুড়ল বিলাসবহুল গাড়িটিও । ঘটনাটি ময়নাগুড়ি থানা এলাকার হেলাপাকড়িতে । পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে । ওই দুই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ । ধৃতদের বাড়ি কোচবিহারের মেখলিগঞ্জে ।

শুক্রবার হেলাপাকড়ির চাবাগান সংলগ্ন এলাকায় ওই দুই যুবক তাঁদের বিলাসবহুল চার চাকা গাড়িটি দাঁড় করিয়ে ছাগল চুরির চেষ্টা করে বলে স্থানীয়দের অভিযোগ । স্থানীয় কয়েকজনের নজরে আসতেই আটক করে তাদের । এরপর বিষয়টি জানাজানি হতেই ঘটনাস্থলে ভিড় জমতে শুরু করেন মানুষজন । স্থানীয়রা ওই দুই যুবককে উত্তম মধ্যম দিতে থাকেন । এতেই শেষ নয় । পাশাপাশি তাঁদের গাড়িটি ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেয় । দাউ দাউ করে জ্বলতে থাকে গাড়িটি ।

আরও পড়ুন : আক্রান্ত গোটা পরিবার, হাসপাতাল থেকে মা ও ছেলের দেহ নেওয়ার লোক নেই

খবর পেয়ে চলে আসে ময়নাগুড়ি থানার পুলিশ । পুলিশ আসার পর পরিস্থিতি স্বাভাবিক হয় । ছাগল চোর সন্দেহে ওই দুই যুবককে থানায় নিয়ে যায় পুলিশ । ময়নাগুড়ি থানার আইসি ভীষণ ছেত্রী জানান, ধৃতরা মেখলিগঞ্জের বাসিন্দা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.