ETV Bharat / state

সেপটিক ট্যাঙ্কে পড়ে মৃত দুই, আহত দুই - Jalpaiguri Block

সেপটিক ট্যাঙ্কে পড়ে গিয়ে মৃত্যু হল দুজনের । আহত আরও দুই । কালিয়াগঞ্জ জোড়াকদমের ঘটনা ।

সেপটিক ট্যাঙ্কে পরে মৃত দুই, আহত দুই
সেপটিক ট্যাঙ্কে পরে মৃত দুই, আহত দুই
author img

By

Published : Jul 6, 2021, 8:35 PM IST

Updated : Jul 7, 2021, 2:11 AM IST

জলপাইগুড়ি , 6 জুলাই : সেপটিক ট্যাঙ্কের সাটারিং খুলতে গিয়ে মৃত দুই । আহত দুই জন । কালিয়াগঞ্জ জোড়াকদমে ঘটনাটি ঘটেছে । ট্যাঙ্কে পড়ে গিয়ে মৃত্যুর ঘটনায় শোকের ছায়া কালিয়াগঞ্জে । মৃতদের নাম অনন্ত রায় বয়স 20, নাথুয়া পাড়ার বাসিন্দা । আলিম মহমদ বয়স 30, কালিয়াগঞ্জের বাসিন্দা । আহতরা হলেন রহিম মহম্মদ, বিপুল রায় ।

আরও পড়ুন...কোভিড আবহে জলপাইগুড়ির চা শ্রমিকদের পাশে ক্ষুদ্র চা চাষিরা

স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা যায় জলপাইগুড়ি সদর ব্লকের লক্ষ্মী নারায়ণ রায়ের বাড়িতে সেপটিক ট্যাঙ্কের সাটারিং খোলার কাজ হচ্ছিল । সেই সাটারিং খুলতে গিয়ে বিপত্তি ।

সেপটিক ট্যাঙ্কে পড়ে মৃত দুই

আরও পড়ুন...পুনর্গণনার দাবিতে হাইকোর্টের দ্বারস্থ জলপাইগুড়ির বিজেপি প্রার্থী সৌজিত সিংহ

সাটারিং খুলতে একজন প্রথমে নামে । সে না ওঠায় তাকে উদ্ধার করতে একে একে তিনজন নামে । ভেতরের গ্যাসে চারজনই আটকে পড়ে । তার মধ্যে দুজনের মৃত্যু হয় ও দুজন আহত । আহতদের প্রথমে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয় ।

জলপাইগুড়ি , 6 জুলাই : সেপটিক ট্যাঙ্কের সাটারিং খুলতে গিয়ে মৃত দুই । আহত দুই জন । কালিয়াগঞ্জ জোড়াকদমে ঘটনাটি ঘটেছে । ট্যাঙ্কে পড়ে গিয়ে মৃত্যুর ঘটনায় শোকের ছায়া কালিয়াগঞ্জে । মৃতদের নাম অনন্ত রায় বয়স 20, নাথুয়া পাড়ার বাসিন্দা । আলিম মহমদ বয়স 30, কালিয়াগঞ্জের বাসিন্দা । আহতরা হলেন রহিম মহম্মদ, বিপুল রায় ।

আরও পড়ুন...কোভিড আবহে জলপাইগুড়ির চা শ্রমিকদের পাশে ক্ষুদ্র চা চাষিরা

স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা যায় জলপাইগুড়ি সদর ব্লকের লক্ষ্মী নারায়ণ রায়ের বাড়িতে সেপটিক ট্যাঙ্কের সাটারিং খোলার কাজ হচ্ছিল । সেই সাটারিং খুলতে গিয়ে বিপত্তি ।

সেপটিক ট্যাঙ্কে পড়ে মৃত দুই

আরও পড়ুন...পুনর্গণনার দাবিতে হাইকোর্টের দ্বারস্থ জলপাইগুড়ির বিজেপি প্রার্থী সৌজিত সিংহ

সাটারিং খুলতে একজন প্রথমে নামে । সে না ওঠায় তাকে উদ্ধার করতে একে একে তিনজন নামে । ভেতরের গ্যাসে চারজনই আটকে পড়ে । তার মধ্যে দুজনের মৃত্যু হয় ও দুজন আহত । আহতদের প্রথমে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয় ।

Last Updated : Jul 7, 2021, 2:11 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.