ETV Bharat / state

Elephant Carcasses Recovered: নাগরাকাটায় ফাঁকা মাঠে জোড়া হাতির মৃতদেহ ! বজ্রপাতে মৃ্ত্যু বলে অনুমান - বামনডাঙা চা বাগানে বজ্রপাত

জোড়া হাতির মৃতদেহ দেখতে পেল স্থানীয়রা ৷ পূর্ণবয়স্ক হাতি দু'টি মুখ থুবড়ে পড়ে ছিল ৷ গতকাল রাতে বামনডাঙা চা বাগানে বজ্রপাত হয়েছিল ৷ এলাকাবাসীর অনুমান, তাতেই হাতি দু'টি বেঘোরে প্রাণ হারিয়েছে ৷

ETV Bharat
হাতির মৃত্যু
author img

By

Published : Jun 21, 2023, 11:53 AM IST

Updated : Jun 21, 2023, 1:14 PM IST

বামনডাঙা চা বাগানের কাছে ফাঁকা মাঠে দু'টি হাতির মৃতদেহ ঘিরে চাঞ্চল্য

জলপাইগুড়ি, 21 জুন: জোড়া হাতির মৃতদেহ উদ্ধার জলপাইগুড়িতে ৷ চা বাগানের পাশে মাঠে দু'টি হাতির মৃতদেহ দু'টি দেখতে পাওয়া যায় ৷ স্বভাবতই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ বুধবার সাতসকালে জোড়া হাতির দেহ দেখতে স্থানীয়রা ভিড় করেন ৷ বুধের সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির নাগরাকাটায় ৷ নাগরাকাটা ব্লকের বামনডাঙা চা বাগানে দুটি হাতি মুখ থুবড়ে পরে থাকা মৃত অবস্থায় পাওয়া যায় ৷

এদিন বামনাডাঙা চা বাগানের 14 নম্বর সেকশনের কাছে ডায়না নদীর ধারে জোড়া হাতি দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ৷ এলাকাবাসী প্রাথমিকভাবে মনে করছে, বজ্রপাতে দুই হাতির মৃত্যু হয়েছে ৷ জোড়া হাতির মৃত্যুর ঘটনায় হতবাক বামনডাঙা চা বাগানের শ্রমিকরা ৷ তাঁরা হাতির মৃতদেহের পাশে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানিয়েছেন ৷ হাতি দু'টিকে ওই এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হবে ৷ বন দফতর সূত্রে জানা গিয়েছে, হাতি দু'টির মৃতদেহের ময়নাতদন্ত হবে ৷ তারা পূর্ণবয়স্ক হাতি ৷ ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে ৷

আরও পড়ুন: ফের বৈকুন্ঠপুর জঙ্গল থেকে উদ্ধার হাতির দেহ

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাতে ব্যাপক বজ্রপাত হচ্ছিল বামনডাঙা এলাকায় ৷ সেই বজ্রপাতের ফলেও এই ঘটনা ঘটতে পারে ৷ বুধবার ভোরে স্থানীয়রা ডায়না নদীর ধারে ফাঁকা জমিতে সামান্য দূরত্বে দু'টি হাতিকে মুখ থুবড়ে পড়ে থাকতে দেখেন ৷ হাতির মৃত্যুর খবর দেওয়া হয় বনবিভাগ ও বন্যপ্রাণী বিভাগকে ৷ ঘটনাস্থলে পৌঁছন বন দফতরের কর্মীরা ৷

বামনডাঙা চা বাগানের কাছে ফাঁকা মাঠে দু'টি হাতির মৃতদেহ ঘিরে চাঞ্চল্য

জলপাইগুড়ি, 21 জুন: জোড়া হাতির মৃতদেহ উদ্ধার জলপাইগুড়িতে ৷ চা বাগানের পাশে মাঠে দু'টি হাতির মৃতদেহ দু'টি দেখতে পাওয়া যায় ৷ স্বভাবতই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ বুধবার সাতসকালে জোড়া হাতির দেহ দেখতে স্থানীয়রা ভিড় করেন ৷ বুধের সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির নাগরাকাটায় ৷ নাগরাকাটা ব্লকের বামনডাঙা চা বাগানে দুটি হাতি মুখ থুবড়ে পরে থাকা মৃত অবস্থায় পাওয়া যায় ৷

এদিন বামনাডাঙা চা বাগানের 14 নম্বর সেকশনের কাছে ডায়না নদীর ধারে জোড়া হাতি দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ৷ এলাকাবাসী প্রাথমিকভাবে মনে করছে, বজ্রপাতে দুই হাতির মৃত্যু হয়েছে ৷ জোড়া হাতির মৃত্যুর ঘটনায় হতবাক বামনডাঙা চা বাগানের শ্রমিকরা ৷ তাঁরা হাতির মৃতদেহের পাশে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানিয়েছেন ৷ হাতি দু'টিকে ওই এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হবে ৷ বন দফতর সূত্রে জানা গিয়েছে, হাতি দু'টির মৃতদেহের ময়নাতদন্ত হবে ৷ তারা পূর্ণবয়স্ক হাতি ৷ ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে ৷

আরও পড়ুন: ফের বৈকুন্ঠপুর জঙ্গল থেকে উদ্ধার হাতির দেহ

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাতে ব্যাপক বজ্রপাত হচ্ছিল বামনডাঙা এলাকায় ৷ সেই বজ্রপাতের ফলেও এই ঘটনা ঘটতে পারে ৷ বুধবার ভোরে স্থানীয়রা ডায়না নদীর ধারে ফাঁকা জমিতে সামান্য দূরত্বে দু'টি হাতিকে মুখ থুবড়ে পড়ে থাকতে দেখেন ৷ হাতির মৃত্যুর খবর দেওয়া হয় বনবিভাগ ও বন্যপ্রাণী বিভাগকে ৷ ঘটনাস্থলে পৌঁছন বন দফতরের কর্মীরা ৷

Last Updated : Jun 21, 2023, 1:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.