ETV Bharat / state

Durga Idol Immersion Accident: জলপাইগুড়ির ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর, দুর্ঘটনার দায় কার ? উঠছে প্রশ্ন - জলপাইগুড়ি

গতকাল দশমীর দিন জলপাইগুড়ির মাল নদীতে প্রতিমা বিসর্জন চলছিল ৷ এমন সময় নদীতে বান আসে ৷ তাতে ভেসে গিয়েছেন অনেকে (Jalpaiguri Mal River drowing accident) ৷

Jalpaiguri Mal River Idol Immersion
ETV Bharat
author img

By

Published : Oct 6, 2022, 7:20 AM IST

Updated : Oct 6, 2022, 8:12 AM IST

জলপাইগুড়ি, 6 অক্টোবর: দশমীর দিন দুর্গা প্রতিমা বিসর্জন দিতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা ৷ জলপাইগুড়ির মাল নদীতে দেবী বিসর্জন চলছিল ৷ হঠাৎ হড়পা বান আসে এবং জলের স্রোতে তলিয়ে মৃত্যু হয় 8 জনের ৷ এই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (PM Narendra Modi Tweets over idol immersion incident in Jalpaiguri) ৷

প্রধানমন্ত্রী মোদি টুইট করে লেখেন, "দুর্গাপুজোর উৎসবে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির দুর্ঘটনায় আমি শোকাহত ৷ যাঁরা তাঁদের প্রিয়জনেদের হারিয়েছেন, তাঁদের প্রতি আমার সমবেদনা রইল ৷"

পাশাপাশি রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইট করে নদীর তোড়ে ভেসে যাওয়ার ভিডিয়ো পোস্ট করে লেখেন, "দুর্গাপুজোয় প্রতিমা বিসর্জনে জলপাইগুড়িপর মাল নদীতে হড়পা বান আসে ৷ তাতে বহু মানুষ ভেসে গিয়েছেন ৷ এখনও পর্যন্ত কয়েকজনের মৃত্যুর খবর মিলেছে ৷ এটা খুবই দুঃখজনক ঘটনা ৷ আমি জলপাইগুড়ির জেলাশাসক এবং রাজ্যের মুখ্য়সচিবকে অনুরোধ করছি, যত দ্রুত সম্ভব বিপন্নদের জন্য ব্যবস্থা নিন ৷"

  • Anguished by the mishap during Durga Puja festivities in Jalpaiguri, West Bengal. Condolences to those who lost their loved ones: PM @narendramodi

    — PMO India (@PMOIndia) October 5, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: প্রতিমা বিসর্জনে গিয়ে মাল নদীতে হড়পা বানে তলিয়ে গিয়ে

এই ঘটনার দায় নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । মাল নদীর গতিপ্রকৃতি প্রায় সবার জানা । এই পাহাড়ি নদীতে হড়পা বানে বড় বড় ট্রাক ভেসে যাওয়ার ঘটনা প্রায়শই ঘটে ৷ গত মাসে নদীতে নেমে ট্রাক ধুতে গিয়ে হড়পা বানের কবলে পড়ে ট্রাকচালক ও খালাসি ।

  • Saddening news coming from Jalpaiguri as flash flood in Mal river during Durga Puja immersion swept away many people. Few deaths have been reported till now.
    I request the DM of Jalpaiguri & @chief_west to urgently step up rescue efforts & provide assistance to those in distress. pic.twitter.com/4dZdm2WlLO

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) October 5, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এবারও দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় বৃষ্টি হওয়া নিয়ে আবহাওয়া দফতরের আগাম সতর্কতা ছিল । পাহাড়ে বৃষ্টি হলে এই নদীতে আচমকা জল নেমে আসে এবং জলস্তর বৃদ্ধি পায় । তা সত্ত্বেও নদীতে নেমে এভাবে বিসর্জনের আয়োজন কেন ?

নদীবক্ষে প্রতিমা বিসর্জনের অনুষ্ঠান আয়োজন করেছিল মালবাজার প্রশাসন । নদীর মধ্যে নেমে প্রতিমা নিরঞ্জন করতে গিয়ে হঠাৎ মালনদীর জল বেড়ে যায় ৷ তখন নিজেদের প্রাণ বাঁচাতে নদী থেকে উঠে আসার চেষ্টা করেন তাঁরা ৷ কিন্তু খরস্রোতা নদীর গতিতে অনেকেই বেসামাল হয়ে নদীতে আছাড় খেয়ে পড়ে গিয়ে জলের তোড়ে ভেসে যান । নদীতে জলের স্রোত এতটাই ছিল যে, কেউ দাঁড়িয়ে থাকতে পারেননি । সে সময় প্রশাসনের পক্ষ থেকে হুড়োহুড়ি না করার আবেদন জানালেও কিছু হয়নি ৷

জেলাশাসক মৌমিতা গোদারা বলেন, "প্রাথমিকভাবে সিভিল ডিফেন্স ও এসডিআরএফ উদ্ধার কাজ চালাচ্ছে । এনডিআরএফকেও নামানো হয়েছে । বহু মানুষ নদীর মাঝে আটকে ছিলেন ৷ তাঁদের উদ্ধার করা গিয়েছে ।" পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানান, সাত জনের মৃত্যু হয়েছে জলের তোড়ে ভেসে গিয়ে । তল্লাশি অভিযান চলছে ।

আরও পড়ুন: বিসর্জন দেখতে গিয়ে তলিয়ে গেল যুবক

জলপাইগুড়ি, 6 অক্টোবর: দশমীর দিন দুর্গা প্রতিমা বিসর্জন দিতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা ৷ জলপাইগুড়ির মাল নদীতে দেবী বিসর্জন চলছিল ৷ হঠাৎ হড়পা বান আসে এবং জলের স্রোতে তলিয়ে মৃত্যু হয় 8 জনের ৷ এই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (PM Narendra Modi Tweets over idol immersion incident in Jalpaiguri) ৷

প্রধানমন্ত্রী মোদি টুইট করে লেখেন, "দুর্গাপুজোর উৎসবে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির দুর্ঘটনায় আমি শোকাহত ৷ যাঁরা তাঁদের প্রিয়জনেদের হারিয়েছেন, তাঁদের প্রতি আমার সমবেদনা রইল ৷"

পাশাপাশি রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইট করে নদীর তোড়ে ভেসে যাওয়ার ভিডিয়ো পোস্ট করে লেখেন, "দুর্গাপুজোয় প্রতিমা বিসর্জনে জলপাইগুড়িপর মাল নদীতে হড়পা বান আসে ৷ তাতে বহু মানুষ ভেসে গিয়েছেন ৷ এখনও পর্যন্ত কয়েকজনের মৃত্যুর খবর মিলেছে ৷ এটা খুবই দুঃখজনক ঘটনা ৷ আমি জলপাইগুড়ির জেলাশাসক এবং রাজ্যের মুখ্য়সচিবকে অনুরোধ করছি, যত দ্রুত সম্ভব বিপন্নদের জন্য ব্যবস্থা নিন ৷"

  • Anguished by the mishap during Durga Puja festivities in Jalpaiguri, West Bengal. Condolences to those who lost their loved ones: PM @narendramodi

    — PMO India (@PMOIndia) October 5, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: প্রতিমা বিসর্জনে গিয়ে মাল নদীতে হড়পা বানে তলিয়ে গিয়ে

এই ঘটনার দায় নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । মাল নদীর গতিপ্রকৃতি প্রায় সবার জানা । এই পাহাড়ি নদীতে হড়পা বানে বড় বড় ট্রাক ভেসে যাওয়ার ঘটনা প্রায়শই ঘটে ৷ গত মাসে নদীতে নেমে ট্রাক ধুতে গিয়ে হড়পা বানের কবলে পড়ে ট্রাকচালক ও খালাসি ।

  • Saddening news coming from Jalpaiguri as flash flood in Mal river during Durga Puja immersion swept away many people. Few deaths have been reported till now.
    I request the DM of Jalpaiguri & @chief_west to urgently step up rescue efforts & provide assistance to those in distress. pic.twitter.com/4dZdm2WlLO

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) October 5, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এবারও দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় বৃষ্টি হওয়া নিয়ে আবহাওয়া দফতরের আগাম সতর্কতা ছিল । পাহাড়ে বৃষ্টি হলে এই নদীতে আচমকা জল নেমে আসে এবং জলস্তর বৃদ্ধি পায় । তা সত্ত্বেও নদীতে নেমে এভাবে বিসর্জনের আয়োজন কেন ?

নদীবক্ষে প্রতিমা বিসর্জনের অনুষ্ঠান আয়োজন করেছিল মালবাজার প্রশাসন । নদীর মধ্যে নেমে প্রতিমা নিরঞ্জন করতে গিয়ে হঠাৎ মালনদীর জল বেড়ে যায় ৷ তখন নিজেদের প্রাণ বাঁচাতে নদী থেকে উঠে আসার চেষ্টা করেন তাঁরা ৷ কিন্তু খরস্রোতা নদীর গতিতে অনেকেই বেসামাল হয়ে নদীতে আছাড় খেয়ে পড়ে গিয়ে জলের তোড়ে ভেসে যান । নদীতে জলের স্রোত এতটাই ছিল যে, কেউ দাঁড়িয়ে থাকতে পারেননি । সে সময় প্রশাসনের পক্ষ থেকে হুড়োহুড়ি না করার আবেদন জানালেও কিছু হয়নি ৷

জেলাশাসক মৌমিতা গোদারা বলেন, "প্রাথমিকভাবে সিভিল ডিফেন্স ও এসডিআরএফ উদ্ধার কাজ চালাচ্ছে । এনডিআরএফকেও নামানো হয়েছে । বহু মানুষ নদীর মাঝে আটকে ছিলেন ৷ তাঁদের উদ্ধার করা গিয়েছে ।" পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানান, সাত জনের মৃত্যু হয়েছে জলের তোড়ে ভেসে গিয়ে । তল্লাশি অভিযান চলছে ।

আরও পড়ুন: বিসর্জন দেখতে গিয়ে তলিয়ে গেল যুবক

Last Updated : Oct 6, 2022, 8:12 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.