ETV Bharat / state

পালটা আক্রমণ করে BJP কার্যালয় দখল করা হবে, হুঁশিয়ারি তৃণমূল নেতার

বিজয় মিছিল করতে না দেওয়ার জন্য তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুর করার অভিযোগ উঠল BJP-র বিরুদ্ধে

তৃণমূলের কার্যালয়
author img

By

Published : Jun 9, 2019, 2:50 PM IST

Updated : Jun 9, 2019, 2:57 PM IST

জলপাইগুড়ি, 9 জুন : শনিবার ময়নাগুড়ির সাপ্টিবাড়িতে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালিয়ে দখল করার অভিযোগ ওঠে BJP-র বিরুদ্ধে । পরে রাতে এলাকায় গিয়ে ওই কার্যালয়ে ফের তৃণমূলের পতাকা লাগিয়ে দেন তৃণমূল যুব কংগ্রেসের জলপাইগুড়ি জেলা সভাপতি সৈকত চ্যাটার্জি । সৈকত বলেন, "লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই ওরা (BJP) আমাদের কর্মীদের উপর আক্রমণ করছে । সাপ্টিবাড়ি ও পদমতির পঞ্চায়েত প্রধানদের বন্দুক দেখিয়ে BJP-তে যোগদান করতে বাধ্য করেছে । শনিবার দুপুর 2টা নাগাদ সাপ্টিবাড়ি-1 এলাকায় বিজয় সেনের নেতৃত্বে BJP-এর পতাকা নিয়ে আমাদের কার্যালয়ে ভাঙচুর করা হয়। বিষয়টি পুলিশকে জানাই ও কার্যালয়টি উদ্ধার করি । কিন্তু যদি BJP-এর হার্মাদরা মনে করে এই ভাবে মারামারি করে কার্যালয় দখল নেবে, তখন পালটা আক্রমণ হবে ও BJP কার্যালয় দখল করা হবে।"

দেখুন ভিডিয়ো

উল্লেখ্য, সাপ্টিবাড়িতে BJP নেতা-কর্মীরা শনিবার বিজয় মিছিল ও খাওয়াদাওয়ার ব্যবস্থা করেছিল । কিন্তু বিজয় মিছিল করা যাবে না বলে প্রশাসনের তরফে জানানোর পরেই ক্ষোভে ফেটে পড়ে BJP কর্মীরা । এরপর সাপ্টিবাড়ি স্বাস্থ্যকেন্দ্রের পাশেই তৃণমূলের দখলে থাকা কার্যালয়ে হামলা চালায় বলে অভিযোগ।

যদিও, BJP-র ময়নাগুড়ি (উত্তর) ব্লক সভাপতি বীরেন্দ্রনাথ শর্মা অভিযোগ অস্বীকার করে বলেন, "আমরা কারো পার্টি অফিসের দখল নিইনি। আসলে ওটা একজনের মালিকানাধীন সম্পত্তি। স্থানীয় বাসিন্দা প্রবীর রায়ের জমি দখল করেই তৃণমূল পার্টি অফিস গড়েছিল । আমাদের কর্মীরা প্রবীরবাবুর সম্পত্তি তাঁকে ফিরিয়ে দিয়েছে । আমাদের বিজয় মিছিল করতে না দেওয়ার জন্যই কর্মীরা ক্ষিপ্ত হয়ে ওঠে ও তারপর এমন ঘটনা ঘটে।"

জলপাইগুড়ি, 9 জুন : শনিবার ময়নাগুড়ির সাপ্টিবাড়িতে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালিয়ে দখল করার অভিযোগ ওঠে BJP-র বিরুদ্ধে । পরে রাতে এলাকায় গিয়ে ওই কার্যালয়ে ফের তৃণমূলের পতাকা লাগিয়ে দেন তৃণমূল যুব কংগ্রেসের জলপাইগুড়ি জেলা সভাপতি সৈকত চ্যাটার্জি । সৈকত বলেন, "লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই ওরা (BJP) আমাদের কর্মীদের উপর আক্রমণ করছে । সাপ্টিবাড়ি ও পদমতির পঞ্চায়েত প্রধানদের বন্দুক দেখিয়ে BJP-তে যোগদান করতে বাধ্য করেছে । শনিবার দুপুর 2টা নাগাদ সাপ্টিবাড়ি-1 এলাকায় বিজয় সেনের নেতৃত্বে BJP-এর পতাকা নিয়ে আমাদের কার্যালয়ে ভাঙচুর করা হয়। বিষয়টি পুলিশকে জানাই ও কার্যালয়টি উদ্ধার করি । কিন্তু যদি BJP-এর হার্মাদরা মনে করে এই ভাবে মারামারি করে কার্যালয় দখল নেবে, তখন পালটা আক্রমণ হবে ও BJP কার্যালয় দখল করা হবে।"

দেখুন ভিডিয়ো

উল্লেখ্য, সাপ্টিবাড়িতে BJP নেতা-কর্মীরা শনিবার বিজয় মিছিল ও খাওয়াদাওয়ার ব্যবস্থা করেছিল । কিন্তু বিজয় মিছিল করা যাবে না বলে প্রশাসনের তরফে জানানোর পরেই ক্ষোভে ফেটে পড়ে BJP কর্মীরা । এরপর সাপ্টিবাড়ি স্বাস্থ্যকেন্দ্রের পাশেই তৃণমূলের দখলে থাকা কার্যালয়ে হামলা চালায় বলে অভিযোগ।

যদিও, BJP-র ময়নাগুড়ি (উত্তর) ব্লক সভাপতি বীরেন্দ্রনাথ শর্মা অভিযোগ অস্বীকার করে বলেন, "আমরা কারো পার্টি অফিসের দখল নিইনি। আসলে ওটা একজনের মালিকানাধীন সম্পত্তি। স্থানীয় বাসিন্দা প্রবীর রায়ের জমি দখল করেই তৃণমূল পার্টি অফিস গড়েছিল । আমাদের কর্মীরা প্রবীরবাবুর সম্পত্তি তাঁকে ফিরিয়ে দিয়েছে । আমাদের বিজয় মিছিল করতে না দেওয়ার জন্যই কর্মীরা ক্ষিপ্ত হয়ে ওঠে ও তারপর এমন ঘটনা ঘটে।"

Intro:জলপাইগুড়িঃঃ বিজয় মিছিল করতে না দেবার প্রতিবাদে তৃনমুলের পার্টি অফিস ভাঙচুর করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী ঘোষনা করেছেন কোন বিজয় মিছিল করা যাবে না প্রতিবাদে তৃনমুলের পার্টি অফিস ভাঙচুর করল বিজেপির কর্মি সমর্থকরা।স্থানীয় প্রাথমিক শিক্ষকের জমি দখল করে তৃনমুল পার্টি অফিস বানিয়েছিল।আজ সেই জমি দখলমুক্ত করে জমির মালিকের হাত জমি তুলে দেয় বিজেপি।

এদিন ময়নাগুড়ি ব্লকের সাপ্টিবাড়িতে বিজয় মিছিল ও খাওয়াদাওয়ার ব্যবস্থা করেছিল স্থানীয় বিজেপি নেতা কর্মিরা।সেইভাবে আয়োজনও হয়েছিল।কিন্তু বিজয় মিছিল করা যাবে তা প্রশাসন থেকে জানিয়ে দেবার পরেই ক্ষোভে ফেটে পরেন বিজেপি কর্মি সমর্থরা।সাপ্টিবাড়ি হাসপাতালের পাশেই তৃনমুলের দখলে তৃনমুলের পার্টি অফিসে হামলা চালায় বলে অভিযোগ।

বিজেপির ময়নাগুড়ি উত্তর মন্ডলের সভাপতি বিরেন্দ্রনাথ শর্মা বলেন আমরা কারো পার্টি অফিসের দখল নিই নি। আসলে ওটা একজনের মালিকানাধীন সম্পত্তি। স্থানীয় প্রবীর রায়দের সম্পত্তি দখল করেই তৃনমুল পার্টি অফিস গড়েছিল।আজ আমাদের কর্মিরা তার সম্পত্তি তাকে ফিরিয়ে দিয়েছি।আর আমাদের বিজয় মিছিল করতে না দেওয়ার জন্য আজ আমাদের কর্মিরা ক্ষিপ্ত হয়ে ওঠে তারপর এমন ঘটনা ঘটে।তৃনমুল ২০১৩ সালে পঞ্চায়েয়ে জয়ী হবার পরেই প্রবীরদের জায়গা দখল করে।তারপর থেকে দখলমুক্ত করতে পারে না জমিটা।এরজন্য থানায় অভিযোগ করা হয়েছিল কোন লাভ হয়নি। আজ বিজেপির কর্মি সমর্থকরা জায়গাটি দখলমুক্ত করে প্রবীরদের হাতে তুলে দেয়। এদিকে এমন ঘটনার পরেই ময়নাগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে যায়। এলাকায় থমথমে পরিবেশ রয়েছে।

এদিকে ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি শিবম রায় বসুনিয়া বলেন আমাদের পার্টি অফিস ভাঙচুর করে দখল করা হচ্ছে।আমরা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছি।

Body:WB_JAL_08JUNE_TMC_PARTY_OFFICE_ABHIJIT_7203427Conclusion:WB_JAL_08JUNE_TMC_PARTY_OFFICE_ABHIJIT_7203427
Last Updated : Jun 9, 2019, 2:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.