জলপাইগুড়ি, 13 জানুয়ারি : জেলা সভাপতি কৃষ্ণকুমার কল্যাণী দলকে শেষ করে দিচ্ছেন । জেলা সভাপতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে এমনই কথা বলেন রাজ্য মহিলা তৃণমূলের সহ সম্পাদিকা সাগরিকা সেন । এদিন কাঁদতে কাঁদতে তৃণমূল কংগ্রেসের অফিস থেকে বেরিয়ে যান তিনি ।
লোকসভা নির্বাচনের পর দলের সভাপতি পালটে দেওয়া হয় । 2019 সালের জুলাই মাসে কৃষ্ণকুমার কল্যাণী তৃণমূলের জেলা সভাপতি পদে বসেন । এরপর আজ প্রথম জেলা কমিটির বৈঠক হয় । যদিও জলপাইগুড়ি সমাজপাড়া জেলা কার্যালয়ে বৈঠকে গড় হাজির ছিলেন জলপাইগুড়ি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান মোহন বোস, জেলা তৃণমূলের অন্যতম নেতা তথা রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব ।
আজ জেলা কমিটির বৈঠকে দলের কথা বলতে আসেন জেলা মহিলা তৃণমূলের প্রাক্তন জেলা সভানেত্রী তথা রাজ্য সহ সম্পাদিকা সাগরিকা সেন । জেলা কমিটিতে জায়গা করে দেওয়ার আর্জি জানান তিনি । তিনি দলের জন্য কাজ করতে চান বলেও জানান । কিন্তু জেলা সভাপতি তাঁর কোনও কথাই শুনতে চাননি বলে অভিযোগ । এতেই ক্ষুব্ধ হয়ে বৈঠক ছেড়ে দলীয় কার্যালয় থেকে বাইরে বেরিয়ে আসেন সাগরিকা সেন । বাইরে বেরিয়ে এসে সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ উগরে দেন তিনি । এর সাথে আরও অভিযোগ করে বলেন, কৃষ্ণকুমার কল্যাণী দলকে শেষ করে দিচ্ছে৷
আরও পড়ুন : ময়নাগুড়িতে বাইসনের হামলায় জখম 3
এবিষয়ে কৃষ্ণকুমার কল্যাণী বলেন, দলের রাজ্য নেতৃত্ব সাগরিকা সেনকে সরিয়ে তাঁকে রাজ্য মহিলার সহ সভানেত্রী করেছেন । সেই জন্যই তাঁর কিছু করার নেই বলে জানান তিনি । এর সাথে আরও বলেন, "আমরা চাই তাঁকে দলের কাজে লাগাতে । সেই কারণেই তাঁকে বৈঠকে ডাকা হয়েছে ।" অন্যদিকে মোহন বোস বৈঠকে না আসার বিষয়ে তিনি বলেন, "উনি অসুস্থ মানুষ তাঁকে নিয়ে আমি কোনও মন্তব্য করব না । মোহন বসুকে আজ বৈঠকে ডাকা হয়েছিল তিনি আসেননি । তৃণমূল কংগ্রেস কারও দুয়ারে গিয়ে ভিক্ষা করে না ।"