ETV Bharat / state

Tourist Body Recovered: মালবাজারে রেললাইন থেকে উদ্ধার পর্যটকের ক্ষতবিক্ষত দেহ

মালবাজারের ওদলাবাড়ি ঘীস রেল ব্রিজের কাছে রেললাইন থেকে পর্যটকের দেহ উদ্ধার করেছে জিআরপি (Tourist Body Recovered from Railway Track in Malbazar) ৷ ঘটনায় পুলিশি তদন্ত শুরু করেছে ৷

Tourist Body Recovered from Railway Track in Malbazar
Tourist Body Recovered from Railway Track in Malbazar
author img

By

Published : Dec 9, 2022, 1:35 PM IST

মালবাজার (জলপাইগুড়ি), 9 ডিসেম্বর: মালবাজারে রেললাইন থেকে পর্যটকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ৷ দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ের বাসিন্দা বাবলু লস্করের দেহ বৃহস্পতিবার রাতে ওদলাবাড়ি ঘীস রেল ব্রিজের কাছে উদ্ধার করেছে মালবাজার জিআরপি (Tourist Body Recovered from Railway Track in Malbazar) ৷ জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেল থেকে বাবলুকে খুঁজে পাচ্ছিলেন না তাঁর বন্ধু সরিফুল ইসলাম ৷ নিউ মালবাজার জিআরপি বাবলুর দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে ৷

নিউ মালবাজার জিআরপি সূত্রে খবর, 4 দিন আগে দক্ষিণ 24 পরগনার ক্যানিং থেকে দুই বন্ধু বাবলু লস্কর এবং সরিফুল ইসলাম দার্জিলিং ঘুরতে আসেন ৷ দার্জিলিং ঘুরে তাঁরা জলপাইগুড়ি আসেন ৷ সেখানে মালবাজারে একটি হোটেলে ওঠেন দুই বন্ধু ৷ কিন্তু, গতকাল বিকেল থেকে সরিফুল বাবলুর কোনও খোঁজ পাচ্ছিলেন না বলে পুলিশ সূত্রে খবর ৷ তিনি এ নিয়ে পুলিশে অভিযোগও জানান ৷ গতকাল রাতে ওদলাবাড়ি ঘীস রেল ব্রিজের কাছে বাবলুর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করেছে জিআরপি ৷ খবর দেওয়া হয় বাবলুর বন্ধু সরিফুলকেও ৷

আরও পড়ুন: হস্টেলে ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার, ব়্যাগিং না আত্মহত্যা ?

তবে, বাবুল ও সরিফুলের মধ্যে ছাড়াছাড়ি কখন হল ? কেন তাঁরা আলাদা হয়েছিলেন ? এমনকী বাবলুর খোঁজে তাঁকে সরিফুল ফোন করেছিলেন কি না, এমন একাধিক প্রশ্নের জবাব খুঁজছে নিউ মালবাজার জিআরপি’র তদন্তকারী আধিকারিকরা ৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান বাবলু ট্রেনের ধাক্কাতেও মারা গিয়ে থাকতে পারেন ৷ তবে, অন্তর্ঘাতের বিষয়টিও তদন্ত করে দেখছে রেল পুলিশ ৷ বাবলু লস্করের দেহ জলপাইগুড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ময়নাতদন্তের জন্য ৷ খবর পেয়ে মালবাজারে পৌঁছেছে বাবলু লস্করের পরিবার ৷

মালবাজার (জলপাইগুড়ি), 9 ডিসেম্বর: মালবাজারে রেললাইন থেকে পর্যটকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ৷ দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ের বাসিন্দা বাবলু লস্করের দেহ বৃহস্পতিবার রাতে ওদলাবাড়ি ঘীস রেল ব্রিজের কাছে উদ্ধার করেছে মালবাজার জিআরপি (Tourist Body Recovered from Railway Track in Malbazar) ৷ জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেল থেকে বাবলুকে খুঁজে পাচ্ছিলেন না তাঁর বন্ধু সরিফুল ইসলাম ৷ নিউ মালবাজার জিআরপি বাবলুর দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে ৷

নিউ মালবাজার জিআরপি সূত্রে খবর, 4 দিন আগে দক্ষিণ 24 পরগনার ক্যানিং থেকে দুই বন্ধু বাবলু লস্কর এবং সরিফুল ইসলাম দার্জিলিং ঘুরতে আসেন ৷ দার্জিলিং ঘুরে তাঁরা জলপাইগুড়ি আসেন ৷ সেখানে মালবাজারে একটি হোটেলে ওঠেন দুই বন্ধু ৷ কিন্তু, গতকাল বিকেল থেকে সরিফুল বাবলুর কোনও খোঁজ পাচ্ছিলেন না বলে পুলিশ সূত্রে খবর ৷ তিনি এ নিয়ে পুলিশে অভিযোগও জানান ৷ গতকাল রাতে ওদলাবাড়ি ঘীস রেল ব্রিজের কাছে বাবলুর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করেছে জিআরপি ৷ খবর দেওয়া হয় বাবলুর বন্ধু সরিফুলকেও ৷

আরও পড়ুন: হস্টেলে ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার, ব়্যাগিং না আত্মহত্যা ?

তবে, বাবুল ও সরিফুলের মধ্যে ছাড়াছাড়ি কখন হল ? কেন তাঁরা আলাদা হয়েছিলেন ? এমনকী বাবলুর খোঁজে তাঁকে সরিফুল ফোন করেছিলেন কি না, এমন একাধিক প্রশ্নের জবাব খুঁজছে নিউ মালবাজার জিআরপি’র তদন্তকারী আধিকারিকরা ৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান বাবলু ট্রেনের ধাক্কাতেও মারা গিয়ে থাকতে পারেন ৷ তবে, অন্তর্ঘাতের বিষয়টিও তদন্ত করে দেখছে রেল পুলিশ ৷ বাবলু লস্করের দেহ জলপাইগুড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ময়নাতদন্তের জন্য ৷ খবর পেয়ে মালবাজারে পৌঁছেছে বাবলু লস্করের পরিবার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.