ETV Bharat / state

গুজব রুখতে মাইক হাতে রাস্তায় পুলিশ, গণপিটুনি চলছেই - Thief

ছেলেধরা গুজবে একের পর এক গণধোলাইয়ের ঘটনা ঘটছে ৷ তাই সাধারণ মানুষের মধ্যে সচেতেনতা বাড়াতে এবার উদ্যোগী হল জেলা পুলিশ প্রশাসন ।

প্রচার চালাচ্ছে পুলিশ
author img

By

Published : Jul 24, 2019, 8:23 PM IST

জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার, 24 জুলাই : ছেলেধরা সন্দেহে গণধোলাইয়ের ঘটনা অব্যাহত জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে । ইতিমধ্যে গণধোলাইয়ের ফলে মৃত্যু হয়েছে একজনের, জখম অনেকে । ছেলেধরা গুজবে সচেতেনতা বাড়াতে এবার আসরে নামল জেলা পুলিশ প্রশাসন । পুলিশ-প্রশাসন থেকে শুরু করে ব্লক প্রশাসনের তরফে বিভিন্ন ভাবে সচেতন করে তোলার চেষ্টা শুরু হয়েছে ।

সম্প্রতি ডুয়ার্সের নাগরাকাটায় এক ব্যক্তিকে পাথর দিয়ে থেঁতলে খুনের অভিযোগ ওঠে । সম্প্রতি নাগরাকাটা ব্লকের জিতি চা বাগানে এক মূক-বধির মহিলাকে ছেলেধরা সন্দেহে মারধরের ঘটনা ঘটে । তবে ছেলেধরা বা বাচ্চা চুরির কোনও ঘটনা এলাকায় না ঘটলেও কেন এই গুজব? উঠছে প্রশ্ন । প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, এই ধরনের গুজব চা বাগানের খেটে খাওয়া স্বল্প শিক্ষিত মানুষের মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে । এই কাজ করছে অসামাজিক কাজের সঙ্গে যুক্ত কিছু লোক । যারা এভাবে পুলিশকে ব্যস্ত রেখে নিজেদের কাজ হাসিল করতে চাইছে । এই জাতীয় অপপ্রচার রুখতে এবার আসরে পুলিশ ।

এই সংক্রান্ত আরও খবর : ছেলেধরা সন্দেহে সাতজনকে গণপিটুনি, পরিচয়পত্র দেখিয়েও মিলল না ছাড়

তদন্ত শুরু হয়েছে গুজবের উৎস এবং তা ছড়িয়ে পড়ার মাধ্যম নিয়ে । ইতিমধ্যে জেলাজুড়ে পুলিশ ও ব্লক প্রশাসনের তরফে মাইকে ঘোষণার পাশাপাশি শিবিরের মাধ্যমে সচেতন করার চেষ্টা চালানো হচ্ছে ৷ মাল মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস চক্রবর্তী জানান, যারা এই ধরনের গুজব ছড়াচ্ছে তাদের খোঁজে পুলিশ নেমেছে । অভিযুক্তদের বিরুদ্ধে আইনত কড়া ব্যবস্থা নেওয়া হবে । পাশাপাশি সাধারণ মানুষকে অনুরোধ, কেউ অযথা এইভাবে গুজব কান দিয়ে উত্তেজনা তৈরি করবেন না । তা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে । কোনও ব্যক্তিকে ঘিরে সন্দেহ তৈরি হলে পুলিশকে জানান । কিন্তু আইন নিজের হাতে তুলে নিলে পুলিশ কড়া ব্যবস্থা নেবে ।

এই সংক্রান্ত আরও খবর : ছেলেধরা সন্দেহে গণপিটুনি; মারধর পুলিশকেও

গত কয়েকদিনে ঘটে যাওয়া গণপিটুনির ঘটনা

  • 16 জুন কালচিনির পাটকাপাড়ায় প্রহৃত হন এক ওষুধ বিক্রেতা । তাঁকে উদ্ধার করতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ
  • 19 জুন গণপিটুনির ঘটনা ঘটে কালচিনির রায়মাটাংয় । আক্রান্ত ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ
  • 8 জুলাই কালচিনির দলসিংপাড়ায় ছেলেধরা গুজবে বেধড়ক মারা হয় এক ভবঘুরেকে । উদ্ধার করতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ । চলে লাঠি ও টিয়ারগ্যাস । গ্রেপ্তার হয় আট জন
  • 13 জুলাই ছেলেধরা সন্দেহে এক মানসিক ভারসাম্যহীন যুবককে গণধোলাই দেওয়ার ঘটনা ঘটে আলিপুরদুয়ারের মাঝেরডাবরি চা বাগানে । আক্রান্ত হয় পুলিশ। গ্রেপ্তার করা হয় সাতজনকে
  • 21 জুলাই ছেলেধরা গুজবে আলিপুরদুয়ারের বাদলনগরে আক্রান্ত হন এক বৃদ্ধ
  • 22 জুলাই সকালে আলিপুরদুয়ারের ভোলারডাবরি এলাকায় এক ভিন রাজ্যের কুলিকে ছেলেধরা গুজবে মারধর করে উত্তেজিত জনতা
  • 22 জুলাই জলপাইগুড়ির নাগরাকাটা ব্লকের সুখানিবস্তী এলাকায় ছেলেধরা গুজবে পিটিয়ে মারা হয় এক বহুরূপীকে
  • 22 জুলাই আলিপুরদুয়ারের বীরপাড়ার দলগাঁও স্টেশনে ছেলেধরা গুজবে বেধড়ক পেটানোর অভিযোগ ওঠে স্থানীয়দের বিরুদ্ধে । আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে GRP
  • 23 জুলাই ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের জিতি চা বাগানের বর্ডার লাইন এলাকায় এক মূক-বধির মহিলাকে ছেলেধরা সন্দেহে মারধরের অভিযোগ ওঠে । তাকে উদ্ধার করতে গিয়ে আহত হন দুই পুলিশ অফিসার । আশঙ্কাজনক অবস্থায় ওই মহিলা মাল হাসপাতালে চিকিৎসাধীন
  • 24 জুলাই ছেলেধরা সন্দেহে গণপিটুনির শিকার সাত যুবক ৷ গৃহস্থালির সামগ্রী ফেরি করতে মাদারিহাটে যায় পূর্ব মেদিনীপুরের কাঁথির ছ'জন যুবক ৷ সঙ্গে ছিলেন গাড়ির চালক । সেখানে তাঁদের মারধর করা হয়

এই সংক্রান্ত আরও খবর : নাগরাকাটায় ছেলেধরা সন্দেহে মাথা থেঁতলে খুন

জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার, 24 জুলাই : ছেলেধরা সন্দেহে গণধোলাইয়ের ঘটনা অব্যাহত জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে । ইতিমধ্যে গণধোলাইয়ের ফলে মৃত্যু হয়েছে একজনের, জখম অনেকে । ছেলেধরা গুজবে সচেতেনতা বাড়াতে এবার আসরে নামল জেলা পুলিশ প্রশাসন । পুলিশ-প্রশাসন থেকে শুরু করে ব্লক প্রশাসনের তরফে বিভিন্ন ভাবে সচেতন করে তোলার চেষ্টা শুরু হয়েছে ।

সম্প্রতি ডুয়ার্সের নাগরাকাটায় এক ব্যক্তিকে পাথর দিয়ে থেঁতলে খুনের অভিযোগ ওঠে । সম্প্রতি নাগরাকাটা ব্লকের জিতি চা বাগানে এক মূক-বধির মহিলাকে ছেলেধরা সন্দেহে মারধরের ঘটনা ঘটে । তবে ছেলেধরা বা বাচ্চা চুরির কোনও ঘটনা এলাকায় না ঘটলেও কেন এই গুজব? উঠছে প্রশ্ন । প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, এই ধরনের গুজব চা বাগানের খেটে খাওয়া স্বল্প শিক্ষিত মানুষের মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে । এই কাজ করছে অসামাজিক কাজের সঙ্গে যুক্ত কিছু লোক । যারা এভাবে পুলিশকে ব্যস্ত রেখে নিজেদের কাজ হাসিল করতে চাইছে । এই জাতীয় অপপ্রচার রুখতে এবার আসরে পুলিশ ।

এই সংক্রান্ত আরও খবর : ছেলেধরা সন্দেহে সাতজনকে গণপিটুনি, পরিচয়পত্র দেখিয়েও মিলল না ছাড়

তদন্ত শুরু হয়েছে গুজবের উৎস এবং তা ছড়িয়ে পড়ার মাধ্যম নিয়ে । ইতিমধ্যে জেলাজুড়ে পুলিশ ও ব্লক প্রশাসনের তরফে মাইকে ঘোষণার পাশাপাশি শিবিরের মাধ্যমে সচেতন করার চেষ্টা চালানো হচ্ছে ৷ মাল মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস চক্রবর্তী জানান, যারা এই ধরনের গুজব ছড়াচ্ছে তাদের খোঁজে পুলিশ নেমেছে । অভিযুক্তদের বিরুদ্ধে আইনত কড়া ব্যবস্থা নেওয়া হবে । পাশাপাশি সাধারণ মানুষকে অনুরোধ, কেউ অযথা এইভাবে গুজব কান দিয়ে উত্তেজনা তৈরি করবেন না । তা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে । কোনও ব্যক্তিকে ঘিরে সন্দেহ তৈরি হলে পুলিশকে জানান । কিন্তু আইন নিজের হাতে তুলে নিলে পুলিশ কড়া ব্যবস্থা নেবে ।

এই সংক্রান্ত আরও খবর : ছেলেধরা সন্দেহে গণপিটুনি; মারধর পুলিশকেও

গত কয়েকদিনে ঘটে যাওয়া গণপিটুনির ঘটনা

  • 16 জুন কালচিনির পাটকাপাড়ায় প্রহৃত হন এক ওষুধ বিক্রেতা । তাঁকে উদ্ধার করতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ
  • 19 জুন গণপিটুনির ঘটনা ঘটে কালচিনির রায়মাটাংয় । আক্রান্ত ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ
  • 8 জুলাই কালচিনির দলসিংপাড়ায় ছেলেধরা গুজবে বেধড়ক মারা হয় এক ভবঘুরেকে । উদ্ধার করতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ । চলে লাঠি ও টিয়ারগ্যাস । গ্রেপ্তার হয় আট জন
  • 13 জুলাই ছেলেধরা সন্দেহে এক মানসিক ভারসাম্যহীন যুবককে গণধোলাই দেওয়ার ঘটনা ঘটে আলিপুরদুয়ারের মাঝেরডাবরি চা বাগানে । আক্রান্ত হয় পুলিশ। গ্রেপ্তার করা হয় সাতজনকে
  • 21 জুলাই ছেলেধরা গুজবে আলিপুরদুয়ারের বাদলনগরে আক্রান্ত হন এক বৃদ্ধ
  • 22 জুলাই সকালে আলিপুরদুয়ারের ভোলারডাবরি এলাকায় এক ভিন রাজ্যের কুলিকে ছেলেধরা গুজবে মারধর করে উত্তেজিত জনতা
  • 22 জুলাই জলপাইগুড়ির নাগরাকাটা ব্লকের সুখানিবস্তী এলাকায় ছেলেধরা গুজবে পিটিয়ে মারা হয় এক বহুরূপীকে
  • 22 জুলাই আলিপুরদুয়ারের বীরপাড়ার দলগাঁও স্টেশনে ছেলেধরা গুজবে বেধড়ক পেটানোর অভিযোগ ওঠে স্থানীয়দের বিরুদ্ধে । আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে GRP
  • 23 জুলাই ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের জিতি চা বাগানের বর্ডার লাইন এলাকায় এক মূক-বধির মহিলাকে ছেলেধরা সন্দেহে মারধরের অভিযোগ ওঠে । তাকে উদ্ধার করতে গিয়ে আহত হন দুই পুলিশ অফিসার । আশঙ্কাজনক অবস্থায় ওই মহিলা মাল হাসপাতালে চিকিৎসাধীন
  • 24 জুলাই ছেলেধরা সন্দেহে গণপিটুনির শিকার সাত যুবক ৷ গৃহস্থালির সামগ্রী ফেরি করতে মাদারিহাটে যায় পূর্ব মেদিনীপুরের কাঁথির ছ'জন যুবক ৷ সঙ্গে ছিলেন গাড়ির চালক । সেখানে তাঁদের মারধর করা হয়

এই সংক্রান্ত আরও খবর : নাগরাকাটায় ছেলেধরা সন্দেহে মাথা থেঁতলে খুন

Intro:nullBody:ছেলেধরা সন্দেহে গনধোলাই এর ঘটনা অব্যাহত জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়।ইতিমধ্যেই গনধোলাই এর ফলে মৃত্যু হয়েছে একজনের আহত অনেকে। ছেলে ধরা গুজবে সচেতেনতা বাড়াতে আসরে নামল জেলা পুলিশ প্রশাসন।জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় একের পর এক ছেলে ধরা সন্দেহে গণপিটুনির ঘটনা অব্যাহত।এই ঘটনা রুখতে পুলিশ প্রশাসন থেকে শুরু করে ব্লক প্রশাসনের তরফে বিভিন্ন ভাবে মানুষকে সচেতন করে তোলার চেষ্টায় ময়দানে নামা হয়েছে।সম্প্রতি ডুয়ার্সের নাগরাকাটায় এক ব্যক্তিকে পাথর দিয়ে থেতলে খুনেরও অভিযোগ ওঠে।মঙ্গলবার বিকালে নাগরাকাটা ব্লকের জিতি চাবাগানে এক মূক মহিলাকে ছেলেধরা সন্দেহে মারধরের ঘটনা ঘটে।তবে ছেলে ধরা বা বাচ্চা চুরির কোনো ঘটনা এলাকায় না ঘটলেও কেন এই গুজব? প্রশ্ন দেখা দিয়েছে। পুলিশের পক্ষ থেকে জানা গিয়েছে,এই গুজবের পেছনে কিছু শ্রেনীর মানুষের উদ্দেশ্য রয়েছে বলে অনুমান করা যাচ্ছে।যারা এই ধরনের গুজব চা বাগানের খেটে খাওয়া স্বল্প শিক্ষিত মানুষের মাথায় ঢুকিয়ে দিচ্ছে।আর ঐ শ্রেনীর মানুষেরা এই ঘটনার মাধ্যমে পুলিশকে ব্যতিব্রস্ত রেখে অসামাজিক কোনো কাজকে রুপ দিতে চাইছেন।তবে পুলিশ সেই দিক থেকেও তৎপর এবং তদন্ত শুরু করেছে এই ধরনের গুজবের উৎস এবং ছড়িয়ে পড়ার মাধ্যম নিয়ে।ইতিমধ্যে জেলা জুড়ে বিভিন্ন জনপদ থেকে শুরু করে চা বাগান গুলিতে গিয়ে পুলিশ ও ব্লক প্রশাসন মাইকিং থেকে শুরু করে শিবিরের মাধ্যমে সচেতন করার চেষ্টা চালাচ্ছেন।জিতি চা বাগানের মূক মহিলাকে ছেলেধরা সন্দেহে মারধরের ঘটনায় যারা যুক্ত ছিলেন তাদের অধিকাংশই মদ্যপ ছিলেন বলে জানা গিয়েছে।মদ্যপ অবস্থায় একজন মূক মহিলাকে মারধর করা হয়েছে শুধুমাত্র গুজবে কান দিয়ে।পুলিশের পক্ষ থেকে এলাকার মানুষের কাছে এবং সংবাদ মাধ্যমের দ্বারা বারংবার আবেদন জানানো হচ্ছে বাচ্চা চুরি বা ছেলেধরা এই ধরনের কোনো ঘটনা এই এলাকায় নেই।গুজবে কান দিয়ে কোনো অপ্রীতিকর ঘটনার অংশ হবেন না।মূলত এই ডুয়ার্স চত্বরে বিভিন্ন এলাকার মানুষের ব্যবসায়ীক সম্পর্ক রয়েছে।সেই সুবাদে কোনো অচেনা মানুষকে আটক করে ছেলেধরা সন্দেহে মারধর নিগৃহীত করা হলে কেউ এলাকায় আসতে চাইবে না।সুখানী বস্তি এলাকায় একজনের মৃত্যুর পর চাবাগান এলাকায় রাতে রোগী পরিষেবা দিতে অ্যাম্বুলেন্স চালকরাও যেতে চাইছেন না।তারাও আশঙ্কায় রয়েছেন।স্থানীয় ক্লাব গুলো থেকে শুরু করে স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় এই বিষয়ে সচেতনতার প্রচারে নামা হয়েছে।
মাল মহকুমা পুলিশ আধিকারিক দেবাশীষ চক্রবর্তীর কথায় যারা এই ধরনের গুজব ছড়াচ্ছেন তাদের খোজে পুলিশ নেমেছে। তার বিরুদ্ধে আইনত কড়া ব্যবস্থা নেওয়া হবে।পাশাপাশি মানুষকে অনুরোধ কাউকে অযথা এই ভাবে গুজবের বশে নিগ্রহ করবেন না।তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।কোনো ব্যক্তিকে ঘিরে সন্দেহ সৃষ্টি হলে পুলিশকে জানান।কিন্তু আইন নিজের হাতে তুলে নিলে পুলিশ কড়া ব্যবস্থা নেবে।
১৬জুন কালচিনির পাটকাপাড়ায় প্রহৃত হন এক ওষুধ বিক্রেতা।তাকে উদ্ধার করতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ।
১৯ জুন গনপিটুনির ঘটনা ঘটে কালচিনির রায়মাটাং এলাকায়।আক্রান্ত ব্যাক্তিকে উদ্ধার করে পুলিশ।
৮ জুলাই কালচিনির দলসিংপাড়ায় ছেলেধরা গুজবে বেধরক মারা হয় এক ভবঘুরেকে।উদ্ধার করতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। চলে লাঠি ও টিয়ারগ্যাস। গ্রেপ্তার হয় আট জন।
১৩ জুলাই ছেলেধরা সন্দেহে এক মানসিক ভারসাম্যহীন যুবককে গনধোলাই দেওয়ার ঘটনা ঘটে আলিপুরদুয়ারের মাঝেরডাবরি চা বাগানে।উদ্ধারে গিয়ে আক্রান্ত হয় পুলিশ।লাঠি ও টিয়ারগ্যাস চলে।গ্রেপ্তার হয় সাত জন।
২১ জুলাই ছেলেধরা গুজবে আলিপুরদুয়ারের বাদলনগরে আক্রান্ত হন এক বৃদ্ধ।উদ্ধার করে পুলিশ।
২২ জুলাই সকালে আলিপুরদুয়ারের ভোলারডাবরি এলাকায় এক ভিনরাজ্যের কুলিকে ছেলেধরা গুজবে পেটায় উত্তেজিত জনতা।পরে পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
২২ জুলাই জলপাইগুড়ির নাগরাকাটা ব্লকের সুখানিবস্তী এলাকায় ছেলেধরা গুজবে পিটিয়ে মারা হয় এক বহুরূপীকে।
২২ জুলাই আলিপুরদুয়ারের বীরপাড়ার দলগাঁও স্টেশনে ছেলেধরা গুজবে বেধরক পেটানোর অভিযোগ উঠেছে স্থানীয় জনতার বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যাক্তিকে উদ্ধার করেছে জিআরপি।

২৩ জুলাই ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের জিতি চা বাগানের বর্ডার লাইন এলাকায় এক মুক মহিলাকে এই ছেলেধরা সন্দেহে মারধরের অভিযোগ ওঠে।তাকে উদ্ধার করতে গিয়ে আহত হন দুই পুলিশ অফিসার।আশঙ্কাজনক অবস্থায় ঐ মহিলা মাল হাসপাতালে চিকিৎসাধীন। Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.