জলপাইগুড়ি, 27 এপ্রিল : জলপাইগুড়ি শহরে করোনা সংক্রমণ রুখতে জলপাইগুড়ির তিস্তা নদীর বেডে অবৈধ নির্মাণ, ভাঙার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ । এদিন এই রায় দিলেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ ।
এদিন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের অতিরিক্ত সরকারি আইনজীবী অদিতিশঙ্কর চক্রবর্তী জানান, সার্কিট বেঞ্চের বিচারক রাজর্ষি ভরদ্বাজ একটি স্বতঃপ্রণোদিত ভাবে একটি মামলা রুজু করেছিলেন । তাতে আজ রায়দান হয় । বিচারপতি বলেছেন, জুবলি পার্ক সংলগ্ন তিস্তা নদীর বেডে অবৈধ নির্মাণে প্রতিদিন প্রায় 500 যুবক-যুবতীর ভিড় হচ্ছে । করোনা সংক্রমণ রুখতে এই নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন তিনি এবং যাতে ভিড় কম হয়, তা দেখার জন্য জলপাইগুড়ির জেলাশাসক ও পুলিশ সুপারকে নির্দেশও দিয়েছেন বিচারপতি । পাশাপাশি একটি পূর্ণাঙ্গ রিপোর্ট আগামিকালের মধ্যে আদালতে জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে বলে জানান অদিতিশঙ্কর ।
আরও পড়ুন : শেষ দফাতে কমিশনকে করোনাবিধি কঠোরভাবে মানার নির্দেশ দিল হাইকোর্ট
অদিতিশঙ্কর চক্রবর্তী আরও জানান, জেলাশাসকের দপ্তর সংলগ্ন জুবলি পার্কে বিচারপতিদের আবাসন রয়েছে । প্রতিদিন সন্ধ্যায় এই জুবলি পার্ক সংলগ্ন তিস্তার বাঁধে ও তিস্তার রিভার বেডে অবৈধ ক্যাফেটেরিয়া, রেস্টুরেন্টে প্রচুর ভিড় হচ্ছে । বিচারপতিদের আবাসনের চারপাশে প্রচুর মানুষজন বসেন । এর ফলে করোনা সংক্রমণ হতে পারে ৷ তাই অবৈধ নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দেন বিচারপতি ।