জলপাইগুড়ি, ১ মার্চ : একাধিক অভিযোগ তুলে দলীয় বিধায়কের বাড়ি ঘেরাও করলেন তৃণমূল কর্মীরা ৷ ময়নাগুড়ির বিধায়ক অনন্ত দেব অধিকারীর বাড়ি ঘেরাও করে তাঁর পদত্যাগ দাবি করেন তাঁরা। এমনকী বিধায়কের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগও উঠেছে।
ময়নাগুড়ির তৃণমূল কর্মীদের একাংশের বক্তব্য, ধুপগুড়ি-মালবাজারের বিধায়ক তাঁদের এলাকার জন্য যথেষ্ট উন্নয়ন করেছেন ৷ কিন্তু, ময়নাগুড়ির বিধায়ক অনন্ত দেব অধিকারী এলাকার উন্নয়নে কিছুই করছেন না, উপরন্তু দলবিরোধী কাজ করছেন বলে তাঁদের অভিযোগ। স্থানীয় তৃণমূল কর্মী সত্য সাহা অভিযোগ করে বলেন, অনন্ত দেব অধিকারী কাটমানির সঙ্গে যুক্ত ৷ তাঁর কাছে কোনও সার্টিফিকেট নিতে গেলে দুর্ব্যবহার করেন ৷ দলনেত্রী ও দলের বিরুদ্ধে কথা বলছেন ৷ আদৌ উনি দলে থাকতে চান কি না তা নিয়ে প্রশ্ন রয়েছে ৷ তাই দলের মধ্যে স্বচ্ছতা আনতে বিধায়কের পদত্যাগ দাবি করছি ৷ এইসব অভিযোগের ভিত্তিতে আজ বিধায়কের বাড়ির সামনে বিক্ষোভ দেখানো হয়।
যদিও সব অভিযোগ অস্বীকার করে বিধায়ক বলেন, ‘‘জেলা সভাপতি পরিবর্তনের ফলেই এই সমস্যা হয়েছে ৷ কাটমানি নিয়ে থাকলে প্রমাণ করুন ৷ আমি সঠিক জায়গায় আমার বক্তব্য তুলে ধরব ৷’’
অন্যদিকে ময়নাগুড়ির প্রাক্তন ব্লক তৃণমূল সভাপতি মনোজ রায় বলেন, ‘‘দলে যদি কেউ গুরুত্ব না পায় সেটা বললেই পারে ৷ কিন্তু বিধায়কের বাড়ির সামনে বিক্ষোভ দেখানো ঠিক নয় ৷’’