মেখলিগঞ্জ, 18 এপ্রিল : মেখলিগঞ্জের একটি বুথে EVM মেশিনে BJP-র প্রতীক চিহ্ন ঢেকে ছাপ্পার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। সেই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল ও BJP কর্মীরা বচসায় জড়িয়ে পড়ে।
জামালদহের 56 নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়নি। রাজ্যের সশস্ত্র বাহিনী নিরাপত্তার দায়িত্বে রয়েছে। BJP-র অভিযোগ, সেই সুযোগে EVM মেশিনে BJP-র প্রতীক চিহ্ন ঢেকে দিয়ে ছাপ্পা মারা হচ্ছিল। বেশ কিছুক্ষণ পর এভাবেই ভোট প্রক্রিয়া চলার পর বিষয়টি নজরে আসে। তা নিয়ে তৃণমূল ও BJP কর্মীরা বচসায় জড়িয়ে পড়ে। BJP-র অভিযোগ, বিষয়টি নিয়ে প্রিজ়াইডিং অফিসার কোনও ব্যবস্থা নেননি।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এখন স্বাভাবিকভাবেই ভোটগ্রহণ হচ্ছে। তবে বিষয়টি নিয়ে মুখ খোলেননি প্রিজ়াইডিং অফিসার।