ETV Bharat / state

Panchayat Elections 2023: 'ধনকড়ের মতো ঘুরে ফিরে উপরাষ্ট্রপতি হয়ে যাবেন', রাজ্যপালকে কটাক্ষ মদনের - Central Force Panchayat Elections News

রাজ্যপাল হিংসা কবলিত এলাকা পরিদর্শন করেছেন ৷ আহতদের দেখতে গিয়েছেন ৷ ঠিক এই কারণেই তাঁকে আক্রমণ করলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র ৷ তাঁর দাবি রাজ্যে তৃণমূল ছাড়া আর কোনও দল নেই যাকে ভোট দেওয়ার যায় ৷

ETV Bharat
মদন মিত্র
author img

By

Published : Jul 4, 2023, 7:07 PM IST

Updated : Jul 4, 2023, 7:30 PM IST

জলপাইগুড়িতে পঞ্চায়েতের নির্বাচনী প্রচারে তৃণমূল নেতা মদন মিত্র

জলপাইগুড়ি, 4 জুলাই: "হিংসা ছড়াচ্ছেন রাজ্যপালই ৷ তিনি ভাবছেন ধনকড়ের মতো ঘুরে-বেড়িয়ে উপরাষ্ট্রপতি হয়ে যাবেন"। এমনই অভিযোগ করলেন মদন মিত্র ৷ মঙ্গলবার সকালে দার্জিলিং মেলে জলপাইগুড়ি পৌঁছন মদন মিত্র ৷ মঙ্গল ও বুধবার দু'দিন জলপাইগুড়িতে পঞ্চায়েত নির্বাচনের প্রচার সারবেন তিনি ৷ সেখানে ট্রেন থেকে নেমে রাজ্যপালকে কটাক্ষ করেন কামারহাটির তৃণমূল বিধায়ক ৷

পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার পর থেকে রাজ্যজুড়ে হিংসার ঘটনা ঘটছে লাগাতার ৷ সম্প্রতি পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে রাজ্যের বিভিন্ন জেলায় সন্ত্রাসের অভিযোগও উঠেছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস কোচবিহার, বাসন্তীর মতো স্পর্শকাতর এলাকাগুলি ঘুরে দেখেন ৷ মৃতদের পরিবারের সঙ্গে কথা বলেছেন ৷ অভিযোগ জানাতে রাজভবনে চালু করেছেন পিস রুম ৷ এতে রাজ্যপালের নতুন করে সংঘাতে জড়িয়েছে তৃণমূল সরকার তথা শাসকদল ৷ আর তাতেই কিছুটা ঘি ঢাললেন মদন মিত্র ৷

আরও পড়ুন: '48 ঘণ্টা সময়, এক ফোঁটা রক্ত যেন না ঝড়ে' কমিশনকে কড়াবার্তা রাজ্যপালের

এদিন সকালে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছতেই তাঁকে স্বাগত জানায় দলীয় নেতৃত্ব ৷ মঙ্গলবার সকালে সাংবাদিকদের মদন মিত্র বলেন, "রাজ্যপাল এত ঘুরে বেড়াচ্ছেন, পাশেই তো মণিপুর ৷ সেখানে রাস্তায় রাস্তায় লাশ পড়ে আছে ৷ সেখানে যান না ৷" তিনি আরও জানান, উত্তরপ্রদেশে এনকাউন্টারে মৃত্যু হচ্ছে ৷ সেখানে রাজ্যপাল কেন যেতে পারছেন না ?

সিভি আনন্দ বোসের বিরুদ্ধে মদনের অভিযোগ, রাজ্যপাল এই ঘুরে বেড়ানোর নামে নিজেই হিংসা ছড়াচ্ছেন ৷ রাজভবনকে অপবিত্র করছেন তিনি ৷ এর নিদান হিসেবে তৃণমূল নেতা উল্লেখ করেন, "নির্বাচনের ফলাফল বেরনোর পর কলকাতা কর্পোরেশনের মোটা পাইপের মাধ্যমে গঙ্গাজল দিয়ে রাজভবনকে ধোয়া উচিত ৷ কারণ রাজভবনে বসে পিস হাউজের নামে তিনি হিংসা ছড়াচ্ছেন ৷"

এরপরই রাজ্যপালের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর প্রসঙ্গও টেনে মদন মিত্র বলেন, "এই রাজ্যপাল আর কেন্দ্রীয় বাহিনী শেষ কথা বলবে না ৷ আগের বারে স্লোগান ছিল খেলা শুরু ৷ এবার স্লোগান খেলা শেষ ৷ গেম ইজ ওভার ৷"

আরও পড়ুন: 'নির্বাচনের পর স্ট্রংরুম পাহারা দেবেন', শিলিগুড়িতে প্রচারসভায় বার্তা শুভেন্দুর

বর্তমানে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল ছাড়া আর কাউকে ভোট দেওয়ার নেই ৷ তৃণমূল বিধায়ক মদন মিত্র বলেন, "ভোট দিলে সরাসরি তৃণমূলকেই দিন ৷ কেন্দ্রীয় বাহিনী কতক্ষণ, এই নির্বাচনের ফল বেরোচ্ছে না যতক্ষণ ৷" তৃণমূলের জনপ্রিয় এই নেতার দাবি, "আমরা কিন্তু থাকব এই পশ্চিমবাংলায় ৷ কেন্দ্রীয় বাহিনীকে ভোট দেওয়ার অধিকার দিয়ে দিক না ৷" তাঁর আরও দাবি, রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আনতে যে বিশাল অঙ্কের টাকা খরচ হচ্ছে, তাতে ডিএ-র কয়েকটি স্ল্যাব ছেড়ে দেওয়া যেত ৷ তিনি ভবিষ্যদ্বাণী করেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মতো লোকজনেরা 11 জুলাইয়ের পর রাস্তা দিয়ে হাঁটতে পারবে না ৷

জলপাইগুড়িতে পঞ্চায়েতের নির্বাচনী প্রচারে তৃণমূল নেতা মদন মিত্র

জলপাইগুড়ি, 4 জুলাই: "হিংসা ছড়াচ্ছেন রাজ্যপালই ৷ তিনি ভাবছেন ধনকড়ের মতো ঘুরে-বেড়িয়ে উপরাষ্ট্রপতি হয়ে যাবেন"। এমনই অভিযোগ করলেন মদন মিত্র ৷ মঙ্গলবার সকালে দার্জিলিং মেলে জলপাইগুড়ি পৌঁছন মদন মিত্র ৷ মঙ্গল ও বুধবার দু'দিন জলপাইগুড়িতে পঞ্চায়েত নির্বাচনের প্রচার সারবেন তিনি ৷ সেখানে ট্রেন থেকে নেমে রাজ্যপালকে কটাক্ষ করেন কামারহাটির তৃণমূল বিধায়ক ৷

পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার পর থেকে রাজ্যজুড়ে হিংসার ঘটনা ঘটছে লাগাতার ৷ সম্প্রতি পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে রাজ্যের বিভিন্ন জেলায় সন্ত্রাসের অভিযোগও উঠেছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস কোচবিহার, বাসন্তীর মতো স্পর্শকাতর এলাকাগুলি ঘুরে দেখেন ৷ মৃতদের পরিবারের সঙ্গে কথা বলেছেন ৷ অভিযোগ জানাতে রাজভবনে চালু করেছেন পিস রুম ৷ এতে রাজ্যপালের নতুন করে সংঘাতে জড়িয়েছে তৃণমূল সরকার তথা শাসকদল ৷ আর তাতেই কিছুটা ঘি ঢাললেন মদন মিত্র ৷

আরও পড়ুন: '48 ঘণ্টা সময়, এক ফোঁটা রক্ত যেন না ঝড়ে' কমিশনকে কড়াবার্তা রাজ্যপালের

এদিন সকালে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছতেই তাঁকে স্বাগত জানায় দলীয় নেতৃত্ব ৷ মঙ্গলবার সকালে সাংবাদিকদের মদন মিত্র বলেন, "রাজ্যপাল এত ঘুরে বেড়াচ্ছেন, পাশেই তো মণিপুর ৷ সেখানে রাস্তায় রাস্তায় লাশ পড়ে আছে ৷ সেখানে যান না ৷" তিনি আরও জানান, উত্তরপ্রদেশে এনকাউন্টারে মৃত্যু হচ্ছে ৷ সেখানে রাজ্যপাল কেন যেতে পারছেন না ?

সিভি আনন্দ বোসের বিরুদ্ধে মদনের অভিযোগ, রাজ্যপাল এই ঘুরে বেড়ানোর নামে নিজেই হিংসা ছড়াচ্ছেন ৷ রাজভবনকে অপবিত্র করছেন তিনি ৷ এর নিদান হিসেবে তৃণমূল নেতা উল্লেখ করেন, "নির্বাচনের ফলাফল বেরনোর পর কলকাতা কর্পোরেশনের মোটা পাইপের মাধ্যমে গঙ্গাজল দিয়ে রাজভবনকে ধোয়া উচিত ৷ কারণ রাজভবনে বসে পিস হাউজের নামে তিনি হিংসা ছড়াচ্ছেন ৷"

এরপরই রাজ্যপালের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর প্রসঙ্গও টেনে মদন মিত্র বলেন, "এই রাজ্যপাল আর কেন্দ্রীয় বাহিনী শেষ কথা বলবে না ৷ আগের বারে স্লোগান ছিল খেলা শুরু ৷ এবার স্লোগান খেলা শেষ ৷ গেম ইজ ওভার ৷"

আরও পড়ুন: 'নির্বাচনের পর স্ট্রংরুম পাহারা দেবেন', শিলিগুড়িতে প্রচারসভায় বার্তা শুভেন্দুর

বর্তমানে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল ছাড়া আর কাউকে ভোট দেওয়ার নেই ৷ তৃণমূল বিধায়ক মদন মিত্র বলেন, "ভোট দিলে সরাসরি তৃণমূলকেই দিন ৷ কেন্দ্রীয় বাহিনী কতক্ষণ, এই নির্বাচনের ফল বেরোচ্ছে না যতক্ষণ ৷" তৃণমূলের জনপ্রিয় এই নেতার দাবি, "আমরা কিন্তু থাকব এই পশ্চিমবাংলায় ৷ কেন্দ্রীয় বাহিনীকে ভোট দেওয়ার অধিকার দিয়ে দিক না ৷" তাঁর আরও দাবি, রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আনতে যে বিশাল অঙ্কের টাকা খরচ হচ্ছে, তাতে ডিএ-র কয়েকটি স্ল্যাব ছেড়ে দেওয়া যেত ৷ তিনি ভবিষ্যদ্বাণী করেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মতো লোকজনেরা 11 জুলাইয়ের পর রাস্তা দিয়ে হাঁটতে পারবে না ৷

Last Updated : Jul 4, 2023, 7:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.