জলপাইগুড়ি, 16 অগাস্ট : ছোটোবেলায় স্বাধীনতা দিবসের দিন BSF-এর দেওয়া চকোলেটের লোভে সীমান্তে আসতাম । এখন বুঝি, BSF-এর জন্যই নিশ্চিন্তে ঘুমোতে পারি । স্বাধীনতা দিবস উপলক্ষে BSF-এর অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই বলেন তৃণমূল বিধায়ক অর্ঘ্য রায়প্রধান ।
একদিকে যখন দলীয় বিধায়ক তথা মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ BSF-এর কার্যকলাপ নিয়ে প্রশ্ন তুলেছেন, তখন বাহিনীর প্রশংসায় পঞ্চমুখ দলের অপর বিধায়ক । গতকাল বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায় স্বাধীনতা দিবস উদযাপন করে BSF । ভারত-বাংলাদেশ সীমান্তের হলদিবাড়ির খালপাড়া BOP-তে স্বাধীনতা দিবস উপলক্ষে উপস্থিত ছিলেন BSF-এর IG সুনীলকুমার ত্যাগী । এছাড়াও, উপস্থিত ছিলেন রাধাবাড়ি সেক্টরের DIG পরশুরাম এবং মেখলিগঞ্জের বিধায়ক অর্ঘ্য রায়প্রধান ।
এর আগে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষকে বারবারই BSF-এর বিরুদ্ধে কথা বলতে দেখা গিয়েছে । গতকালও তিনি BSF-এর গুলিতে নিহত এক যুবকের হয়েই সওয়াল করেছেন । ঠিক তার উলটো সুরেই কথা বললেন দলের অপর বিধায়ক ।
গতকালের অনুষ্ঠানে কোরোনা মোকাবিলায় কী করণীয়, দূরত্ব বজায় রেখে কীভাবে বাজার করতে হবে ইত্যাদি নাটকের মাধ্যমে সাধারণ মানুষকে দেখান BSF জওয়ানরা । IG সুনীলকুমার ত্যাগী জানান, “1971 সালে তিন জওয়ান শহিদ হন । সেই তিনজনের শহিদবেদীতে মাল্যদান করা হয় ।”
BSF-এর কোরোনা যোদ্ধাদের সম্মানিত করেন IG ।