ETV Bharat / state

ভালো ফল করলেই দেওয়া হবে বাইক, ঘোষণা তৃণমূল ব্লক সভাপতির - gift

ভোট বেশি পেতে এবার পুরস্কারের টোপ দিলেন তৃণমূল ব্লক সভাপতি। ঘোষণা করলেন, যে অঞ্চলে দলের ফল ভালো হবে সেখানকার নেতাদের উপহার হিসেবে দেওয়া হবে বাইক।

নিতাই কর
author img

By

Published : Apr 2, 2019, 3:04 AM IST

Updated : Apr 2, 2019, 4:28 AM IST

জলপাইগুড়ি, ২ এপ্রিল : যে অঞ্চলে দলের ফল সবথেকে ভালো হবে, সেখানকার নেতাদের পুরস্কার হিসেবে দেওয়া হবে একটি বাইক। কর্মীসভায় এই ঘোষণা করলেন তৃণমূলের জলপাইগুড়ি সদর ব্লক ২-এর সভাপতি নিতাই কর।

জলপাইগুড়ির আসাম মোড়ের কাছে তৃণমূলের সদর ব্লক ২-এর অফিস। এই কার্যালয়েই আয়োজন করা হয়েছিল কর্মীসভার। ছিলেন জলপাইগুড়ির তৃণমূল প্রার্থী বিজয়চন্দ্র বর্মণ, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় সহ অন্য নেতা-নেত্রীরা।

কর্মীসভায় বক্তব্য রাখার সময় নিতাইবাবু বলেন, "জলপাইগুড়ি সাংগঠনিক সদর ব্লক ২-এ ছটি অঞ্চল(অরবিন্দ, বাহাদুর, বেলাকোবা, পাতকাটা, পাহাড়পুর ও বারোপোটিয়া) রয়েছে। ২০১৪ সালের লোকসভা নির্বাচন, ২০১৬-র বিধানসভা এবং পঞ্চায়েত নির্বাচনেও এই ছটি অঞ্চল ভালো ফল করেছে। কিন্তু, এবারের লোকসভা নির্বাচনে এই ছটি অঞ্চলের মধ্যে যে অঞ্চল সবচেয়ে বেশি মার্জিনে আমাদের প্রার্থীকে জেতাবে, সেই অঞ্চলকে একটি মোটরবাইক দেওয়া হবে। তা ছাড়া যে বুথ সবচেয়ে বেশি মার্জিনে প্রার্থীকে জেতাবে সেই বুথ সভাপতিকেও ভালো উপহার দেওয়া হবে।"

bijay
কর্মীসভায় বক্তব্য রাখছেন নিতাই কর

এ প্রসঙ্গে তৃণমূল প্রার্থী বিজয়চন্দ্র বর্মণ বলেন, "কর্মীদের মধ্যে উৎসাহ বাড়ানোর জন্যই এই প্রতিযোগিতা।"

জেলাশাসক তথা জলপাইগুড়ি জেলা নির্বাচন আধিকারিক শিল্পা গৌরিসারিয়া বলেন, "নির্বাচনী বিধি অনুযায়ী কেউ এই ধরনের প্রতিশ্রুতি দিতে পারেন না। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।"

ভিডিয়োয় শুনুন নিতাই কর ও বিজয়চন্দ্র বর্মণের বক্তব্য

এর আগেও দলীয় কর্মীদের উজ্জীবিত করতে পুরস্কারের কথা ঘোষণা করেছেন অনেকেই। তৃণমূল নেতা জিতেন্দ্র তিওয়ারি ঘোষণা করেছিলেন, "যে ওয়ার্ড পাঁচ হাজার লিড দিতে পারবে তারা এক কোটি টাকার অতিরিক্ত কাজ পাবে।" তাঁর এই ঘোষণাকে কেন্দ্র করে শুরু হয় বিতর্ক। তবে শুধু জিতেন্দ্র তিওয়ারি নন, এই তালিকায় রয়েছেন ফিরহাদ হাকিম, রবীন্দ্রনাথ ঘোষ ও অনুব্রত মণ্ডলও।

শুধু পশ্চিমবঙ্গই নয়, দক্ষিণের রাজ্যগুলিতে এই পুরস্কার দেওয়ার চল অনেক পুরোনো। এই সারিতে উপরের দিকে রয়েছে তামিলনাড়ু। লিড বেশি হলে বেশি হয় উপহারের বহরও।

জলপাইগুড়ি, ২ এপ্রিল : যে অঞ্চলে দলের ফল সবথেকে ভালো হবে, সেখানকার নেতাদের পুরস্কার হিসেবে দেওয়া হবে একটি বাইক। কর্মীসভায় এই ঘোষণা করলেন তৃণমূলের জলপাইগুড়ি সদর ব্লক ২-এর সভাপতি নিতাই কর।

জলপাইগুড়ির আসাম মোড়ের কাছে তৃণমূলের সদর ব্লক ২-এর অফিস। এই কার্যালয়েই আয়োজন করা হয়েছিল কর্মীসভার। ছিলেন জলপাইগুড়ির তৃণমূল প্রার্থী বিজয়চন্দ্র বর্মণ, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় সহ অন্য নেতা-নেত্রীরা।

কর্মীসভায় বক্তব্য রাখার সময় নিতাইবাবু বলেন, "জলপাইগুড়ি সাংগঠনিক সদর ব্লক ২-এ ছটি অঞ্চল(অরবিন্দ, বাহাদুর, বেলাকোবা, পাতকাটা, পাহাড়পুর ও বারোপোটিয়া) রয়েছে। ২০১৪ সালের লোকসভা নির্বাচন, ২০১৬-র বিধানসভা এবং পঞ্চায়েত নির্বাচনেও এই ছটি অঞ্চল ভালো ফল করেছে। কিন্তু, এবারের লোকসভা নির্বাচনে এই ছটি অঞ্চলের মধ্যে যে অঞ্চল সবচেয়ে বেশি মার্জিনে আমাদের প্রার্থীকে জেতাবে, সেই অঞ্চলকে একটি মোটরবাইক দেওয়া হবে। তা ছাড়া যে বুথ সবচেয়ে বেশি মার্জিনে প্রার্থীকে জেতাবে সেই বুথ সভাপতিকেও ভালো উপহার দেওয়া হবে।"

bijay
কর্মীসভায় বক্তব্য রাখছেন নিতাই কর

এ প্রসঙ্গে তৃণমূল প্রার্থী বিজয়চন্দ্র বর্মণ বলেন, "কর্মীদের মধ্যে উৎসাহ বাড়ানোর জন্যই এই প্রতিযোগিতা।"

জেলাশাসক তথা জলপাইগুড়ি জেলা নির্বাচন আধিকারিক শিল্পা গৌরিসারিয়া বলেন, "নির্বাচনী বিধি অনুযায়ী কেউ এই ধরনের প্রতিশ্রুতি দিতে পারেন না। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।"

ভিডিয়োয় শুনুন নিতাই কর ও বিজয়চন্দ্র বর্মণের বক্তব্য

এর আগেও দলীয় কর্মীদের উজ্জীবিত করতে পুরস্কারের কথা ঘোষণা করেছেন অনেকেই। তৃণমূল নেতা জিতেন্দ্র তিওয়ারি ঘোষণা করেছিলেন, "যে ওয়ার্ড পাঁচ হাজার লিড দিতে পারবে তারা এক কোটি টাকার অতিরিক্ত কাজ পাবে।" তাঁর এই ঘোষণাকে কেন্দ্র করে শুরু হয় বিতর্ক। তবে শুধু জিতেন্দ্র তিওয়ারি নন, এই তালিকায় রয়েছেন ফিরহাদ হাকিম, রবীন্দ্রনাথ ঘোষ ও অনুব্রত মণ্ডলও।

শুধু পশ্চিমবঙ্গই নয়, দক্ষিণের রাজ্যগুলিতে এই পুরস্কার দেওয়ার চল অনেক পুরোনো। এই সারিতে উপরের দিকে রয়েছে তামিলনাড়ু। লিড বেশি হলে বেশি হয় উপহারের বহরও।

Intro:জলপাইগুড়ি ঃ" জল টল খেয়ে তৃনমুলের মিছিলে সবাই হাটছে।কেউ আর ঠিক নেই "বলে জলপাইগুড়িতে কটাক্ষ করলেন রূপা গাঙ্গুলি।


রূপা গাঙ্গুলি বলেন সব জায়গায় মানুষের ঢ্ল প্রচুর।মানুষের উৎসাহ অনেক বেশি।তৃনমুলের সন্ত্রাস চলছেই। আমাদের প্রার্থীকে আজ পেটানো হয়েছে।এই ভাবে আর ভিয় দেখানো যাবে না। আজ আসার সময় তৃনমুলের মিছিল দেখলাম।দেখলাম কেউ আর বন্দেমাতরম বলতে পারছে না । যারা চলছে তাদের কারোও মুখে হাদি নেই আনন্দ নেই।জল এবং টল দিয়ে এতদিন মানুষকে পিছিয়ে রাখবে ভেবেছিল।পশ্চিমবঙ্গ সরকারের একমাত্র আয়ের মাধ্যম হল মদের দোকান।তারা কোন রকমে ঋন শোধ করার চেস্টা করছেন মদের দোকান করে।এই রাজ্যকে কোথায় নিয়ে যাচ্ছে এই সরকার তা সবাই বুঝতে পারছে।এবারের জল আর টল নিয়ে ভোট করাতে পারবে না।আগামিকাল পরশুর মধ্যে কেন্দ্রীয় বাহিনী আসবে বলে রূপা গাঙ্গুলি জানান।


তিনি এদিন সন্ধ্যায় জলপাইগুড়ি শহরে আসেন প্রার্থী জয়ন্ত রায়ের সমর্থনে রোড শো করতে। যদিও রোড শোয়ের যে টাইম ছিল তা পেরিয়ে যাওয়ায় তিনি কমিশনের নিয়মের বাইরে যান নি।তিনি মাইকে বলেন এরপর তিনি আবার আসবেন রোড শো করতে।  কমিশনের নিয়মের বাইরে এইভাবে আমি রোড শো করব না। এদিনে মহিলা মোর্চার নেত্রীরা ও সমর্থকরা ডিবিসি রোডের রূপা গাঙ্গুলির রোড শো এর জন্য ভিড় করেছিল। সবাই এগিয়ে এসেছিল রূপ গাংঙ্গলিকে দেখার জন্য।তে করে ব্যপক যানজটের সৃস্টি হয় জলপাইগুড়ি ডিবিসি রোডে। 




Body:WB_JAL_30MAR_RUPA_GANGULY_ABHIJIT_7203427


Conclusion:WB_JAL_30MAR_RUPA_GANGULY_ABHIJIT_7203427
Last Updated : Apr 2, 2019, 4:28 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.