জলপাইগুড়ি, 6 জুন: তিরিশ পাঠাতে হবে । শিলিগুড়ি গিয়েই দিতে হবে । কেন তিরিশ দিতে হবে, কীসের জন্য দিতে হবে ? কী এই তিরিশ ? দুই নেতার কথোপকথন ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়েছে (Viral audio of TMC leaders)। অভিযোগ, ওই কথোপকথন দুই প্রভাবশালী তৃণমূল কংগ্রেস নেতার ৷ ফোনে কথোপকথনের সেই রেকর্ডিং (ইটিভি ভারত সেই রেকর্ডিং-এর সত্যতা যাচাই করেনি) ভাইরাল হয়েছে । অডিয়ো ভাইরাল হতেই উঠেছে নানা প্রশ্ন (Jalpaiguri news)।
কয়েকদিন ধরেই একটি অডিয়ো ক্লিপ ভাইরাল হয়েছে । তাতে জেলা তৃণমূল কংগ্রেসের দুই নেতার কথোপকথন উঠে এসেছে (TMC leaders conversation audio)। সেই রেকর্ডিং এখন ভাইরাল হয়ে রাজ্য সহ জেলা নেতৃত্বের কাছেও পৌঁছেছে । অভিযোগ, অডিয়ো রেকর্ডিং-এ যে কন্ঠস্বর শোনা যাচ্ছে তা জেলা তৃণমূলের দুই প্রভাবশালী নেতার । একজন কৃষান ক্ষেতমজদুর তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা জেলাপরিষদের সহকারী সভাধিপতি দুলাল দেবনাথ । অন্যজন ST, SC, OBC সেলের প্রাক্তন জেলা সভাপতি কৃষ্ণ দাস । দুটি কন্ঠস্বরের মধ্যে একটি দুলাল দেবনাথ ও অন্যটি কৃষ্ণ দাসের বলে দাবি করা হচ্ছে ।
রেকর্ডিঙে যে কথাবার্তা শোনা যাচ্ছে...
কন্ঠস্বর 1 ( দুলাল দেবনাথের): হ্যালো
কন্ঠস্বর 2 ( কৃষ্ণ দাসের): হ্যাঁ দাদা
কন্ঠস্বর 1 ( দুলাল দেবনাথের): হুম... দেখো তো... কালকে করা যাবে ?
কন্ঠস্বর 2 ( কৃষ্ণ দাসের): কত পাঠাতে হবে ?
কন্ঠস্বর 1 ( দুলাল দেবনাথের): হুম.... যেটা লেখা আছে... দেখো...তিরিশ
কন্ঠস্বর 2 ( কৃষ্ণ দাসের): তিরিশ ?
কন্ঠস্বর 1 ( দুলাল দেবনাথের): হুঁ...করা যাবে ?
কন্ঠস্বর 2 (সন্দেহ কৃষ্ণ দাসের): হ্যাঁ যাবে । ওই যে নম্বরটা দিয়ে পাঠিয়েছেন, ওটা তো ?
কন্ঠস্বর 1 (সন্দেহ দুলাল দেবনাথের): হুঁ, গিয়ে দিয়ে এসো
কন্ঠস্বর 2 ( কৃষ্ণ দাসের): হ্যাঁ....
কন্ঠস্বর 1 ( দুলাল দেবনাথের): যদি মনে করো গিয়ে দেবে দিতে পারো ওকে, ঠিক আছে ?
কন্ঠস্বর 2 ( কৃষ্ণ দাসের): হ্যাঁ, আর কাজটা হবে তো ?
কন্ঠস্বর 1 ( দুলাল দেবনাথের): (উত্তর নেই)
কন্ঠস্বর 2 ( কৃষ্ণ দাসের): কাজটা হবে তো ?
কন্ঠস্বর 1 ( দুলাল দেবনাথের): তাই তো মনে হয়...
কন্ঠস্বর 2 ( কৃষ্ণ দাসের বলে সন্দেহ): হ্যাঁ
কন্ঠস্বর 1 ( দুলাল দেবনাথের বলে সন্দেহ): মনে তো হয়, মনে তো হয়...
কন্ঠস্বর 2 ( কৃষ্ণ দাসের): প্রেসিডেন্ট তো ? নাকি ?
কন্ঠস্বর 1 ( দুলাল দেবনাথের): দেখা যাক না ! ঠিক আছে, আমাদের তো...., বলা যায়...
কন্ঠস্বর 2 ( কৃষ্ণ দাসের): আচ্ছা ! শিলিগুড়ি গিয়ে দিয়ে আসব তো ?
কন্ঠস্বর 1 ( দুলাল দেবনাথের): শিলিগুড়িতে, শিলিগুড়িতে...
কন্ঠস্বর 2 ( কৃষ্ণ দাসের): ঠিক আছে
কন্ঠস্বর 1 ( দুলাল দেবনাথের): কালকে তাহলে কখন যাবে মোটামুটি ?
কন্ঠস্বর 2 ( কৃষ্ণ দাসের): আমি ফোন করে জানিয়ে দেব ।
কন্ঠস্বর 1 ( দুলাল দেবনাথের): ঠিক আছে, ঠিক আছে ।
জলপাইগুড়ি জেলা তৃণমূলের মুখপাত্র তথা জিলাপরিষদের সভাধিপতি দুলাল দেবনাথের দাবি, “আমার কোনও অডিয়ো ভাইরাল হয়নি । আমি কাউকে এমন কথা বলিনি ।"
আরও পড়ুন: KLO threat to Mamata: কামতাপুরে পা রাখবেন না, উত্তরবঙ্গ সফরের আগে মমতাকে হুঁশিয়ারি কেএলও'র
এ দিকে, তৃণমূলের এসসিএসটি সেলের প্রাক্তন জেলা সভাপতি তথা বারোপেটিয়া এলাকার উপপ্রধান কৃষ্ণ দাস বলেন, “আমি এ বিষয়ে কিছু বলতে পারব না ৷”
অডিয়ো রেকর্ডিং নিয়ে নানা দাবি ঘুরছে জেলা তৃণমূলের অন্দরে । কীসের জন্য কাকে টাকা দেওয়ার কথা বলা হল ? 30 লক্ষ নাকি 30 হাজার ? 30 বলতে কী বোঝানো হয়েছে ? প্রেসিডেন্ট মানে কোন সংগঠনের ? শিলিগুড়িতে গিয়ে কাকে কী দিতে হবে তা নিয়েও নানা চর্চা চলছে । জেলা তৃণমূল সভাপতি মহুয়া গোপের মন্তব্য, “এই বিষয়ে আমি কিছুই বলতে পারব না ।"