ETV Bharat / state

Suvendu Adhikari: 1 কোটি টাকার মানহানির মামলা করব ! শুভেন্দুকে হুঁশিয়ারি তৃণমূল নেতার - দুলাল দেবনাথ

রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে 1 কোটি টাকার মানহানির মামলা (Defamation Case) রুজু করার হুঁশিয়ারি দিলেন জলপাইগুড়ির তৃণমূল নেতা দুলাল দেবনাথ (Dulal Debnath) ৷ কেন এমন সিদ্ধান্ত নিলেন তিনি ?

TMC Leader Dulal Debnath warns he will file Defamation Case against Suvendu Adhikari
Suvendu Adhikari: 1 কোটি টাকার মানহানির মামলা করব ! শুভেন্দুকে হুঁশিয়ারি তৃণমূল নেতার
author img

By

Published : Sep 15, 2022, 6:41 PM IST

Updated : Sep 15, 2022, 9:08 PM IST

জলপাইগুড়ি, 15 সেপ্টেম্বর: রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) তাঁর মন্তব্য়ের জন্য সাতদিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা না চাইলে তাঁর বিরুদ্ধে 1 কোটি টাকার মানহানির মামলা (Defamation Case) করব ! সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা জানিয়েছেন জলপাইগুড়ির তৃণমূল নেতা দুলাল দেবনাথ (Dulal Debnath) ৷

প্রসঙ্গত, দুলাল দেবনাথ শুধুমাত্র তৃণমূলের জেলা নেতা নন, তিনি জলপাইগুড়ি জেলাপরিষদের সহকারী সভাধিপতিও ৷ গত 9 সেপ্টেম্বর জলপাইগুড়িতে আয়োজিত একটি কর্মসূচিতে দুলাল-সহ তৃণমূলের বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তোলেন শুভেন্দু ৷ সেই ঘটনার পর, গত 11 সেপ্টেম্বর সংবাদমাধ্যমের প্রতিনিধিদের দুলাল বলেছিলেন, "এক পয়সার দুর্নীতি প্রমাণ করতে পারলে রাজনীতি থেকে সন্ন্য়াস নেব ৷ শুভেন্দুর জুতো কপালে নেব ৷"

আরও পড়ুন: শাসকদলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে নয়া নথি পেশ শুভেন্দুর

ঠিক কী বলেছিলেন শুভেন্দু অধিকারী ? তিনি বলেছিলেন, "আপনারা আমাকে বলুন, পৌরসভায় কেউ ভোট দিতে পেরেছিলেন ? এখানে ভাইপোর যে টেনিয়াগুলো আছে ৷ মাল তোলে ৷ আগে ফাটা প্যান্ট পরে ঘুরত ৷ ভাঙা সাইকেল ছিল ৷ এখন তাদের চারটে স্করপিও ! এই পার্টি আপনাদের ভোট দিতে দেয়নি ৷ জলপাইগুড়িতে যদি এজেন্সি চলে আসে, মোস্তাক হুসেন কোথায় যাবেন আপনি ? অনেক লম্বা লিস্ট করে তো টাকা তুলেছিলেন !" এই প্রসঙ্গেই দুলাল দেবনাথ-সহ আরও কয়েকজনের নাম করেন শুভেন্দু ৷ তাঁদের সকলের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তোলেন ৷

শুভেন্দু অধিকারীকে আইনজীবীর চিঠি পাঠালেন দুলাল দেবনাথ ৷

বৃহস্পতিবার জলপাইগুড়ি প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেন দুলাল ৷ সেখানে তিনি জানান, "আমি আগেই বলেছিলাম, আমার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলেছেন শুভেন্দু ৷ নিঃশর্ত ক্ষমা না চাইলে তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করব ৷ তাই আজ আমার আইনজীবী সেলিনা বেগম তাঁকে তাঁর পোস্টাল ঠিকানায় চিঠি পাঠিয়েছেন ৷ সাত দিনের মধ্যে তিনি যদি নিঃশর্ত ক্ষমা না চান, তাহলে তাঁর বিরুদ্ধে আমি 1 কোটি টাকার মানহানির মামলা করব ৷"

প্রসঙ্গত, শুভেন্দু অধিকারীর জলপাইগুড়ি সফর নিয়ে আগেও হাওয়া গরম হয়েছিল ৷ শুভেন্দুর সফরের ঠিক আগেই একাধিক জায়গায় তাঁর ছবি ও নাম দেওয়া ফ্লেক্স এবং ব্য়ানার ছেঁড়ার অভিযোগ উঠেছিল শাসকদলের বিরুদ্ধে ৷ তৃণমূল অবশ্য সেই অভিযোগ উড়িয়ে দিয়েছিল ৷

জলপাইগুড়ি, 15 সেপ্টেম্বর: রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) তাঁর মন্তব্য়ের জন্য সাতদিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা না চাইলে তাঁর বিরুদ্ধে 1 কোটি টাকার মানহানির মামলা (Defamation Case) করব ! সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা জানিয়েছেন জলপাইগুড়ির তৃণমূল নেতা দুলাল দেবনাথ (Dulal Debnath) ৷

প্রসঙ্গত, দুলাল দেবনাথ শুধুমাত্র তৃণমূলের জেলা নেতা নন, তিনি জলপাইগুড়ি জেলাপরিষদের সহকারী সভাধিপতিও ৷ গত 9 সেপ্টেম্বর জলপাইগুড়িতে আয়োজিত একটি কর্মসূচিতে দুলাল-সহ তৃণমূলের বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তোলেন শুভেন্দু ৷ সেই ঘটনার পর, গত 11 সেপ্টেম্বর সংবাদমাধ্যমের প্রতিনিধিদের দুলাল বলেছিলেন, "এক পয়সার দুর্নীতি প্রমাণ করতে পারলে রাজনীতি থেকে সন্ন্য়াস নেব ৷ শুভেন্দুর জুতো কপালে নেব ৷"

আরও পড়ুন: শাসকদলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে নয়া নথি পেশ শুভেন্দুর

ঠিক কী বলেছিলেন শুভেন্দু অধিকারী ? তিনি বলেছিলেন, "আপনারা আমাকে বলুন, পৌরসভায় কেউ ভোট দিতে পেরেছিলেন ? এখানে ভাইপোর যে টেনিয়াগুলো আছে ৷ মাল তোলে ৷ আগে ফাটা প্যান্ট পরে ঘুরত ৷ ভাঙা সাইকেল ছিল ৷ এখন তাদের চারটে স্করপিও ! এই পার্টি আপনাদের ভোট দিতে দেয়নি ৷ জলপাইগুড়িতে যদি এজেন্সি চলে আসে, মোস্তাক হুসেন কোথায় যাবেন আপনি ? অনেক লম্বা লিস্ট করে তো টাকা তুলেছিলেন !" এই প্রসঙ্গেই দুলাল দেবনাথ-সহ আরও কয়েকজনের নাম করেন শুভেন্দু ৷ তাঁদের সকলের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তোলেন ৷

শুভেন্দু অধিকারীকে আইনজীবীর চিঠি পাঠালেন দুলাল দেবনাথ ৷

বৃহস্পতিবার জলপাইগুড়ি প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেন দুলাল ৷ সেখানে তিনি জানান, "আমি আগেই বলেছিলাম, আমার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলেছেন শুভেন্দু ৷ নিঃশর্ত ক্ষমা না চাইলে তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করব ৷ তাই আজ আমার আইনজীবী সেলিনা বেগম তাঁকে তাঁর পোস্টাল ঠিকানায় চিঠি পাঠিয়েছেন ৷ সাত দিনের মধ্যে তিনি যদি নিঃশর্ত ক্ষমা না চান, তাহলে তাঁর বিরুদ্ধে আমি 1 কোটি টাকার মানহানির মামলা করব ৷"

প্রসঙ্গত, শুভেন্দু অধিকারীর জলপাইগুড়ি সফর নিয়ে আগেও হাওয়া গরম হয়েছিল ৷ শুভেন্দুর সফরের ঠিক আগেই একাধিক জায়গায় তাঁর ছবি ও নাম দেওয়া ফ্লেক্স এবং ব্য়ানার ছেঁড়ার অভিযোগ উঠেছিল শাসকদলের বিরুদ্ধে ৷ তৃণমূল অবশ্য সেই অভিযোগ উড়িয়ে দিয়েছিল ৷

Last Updated : Sep 15, 2022, 9:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.