ETV Bharat / state

দলের জেলা সভাপতির বিরুদ্ধে পোস্টার, জলপাইগুড়িতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে - জলপাইগুড়ির জেলা সভাপতির বিরুদ্ধে পোস্টার

জলপাইগুড়ির তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতির বিরুদ্ধে পোস্টার পড়ল ওদলাবাড়িতে ৷ তবে দলের মধ্যে কোনও ক্ষোভ নেই বলে মন্তব্য করেছেন জেলা সভাপতি ৷

জলপাইগুড়ি
author img

By

Published : Sep 17, 2019, 10:49 AM IST

Updated : Sep 17, 2019, 2:34 PM IST

জলপাইগুড়ি, 17 সেপ্টেম্বর : ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ৷ এবার ঘটনাস্থান জলপাইগুড়ির মালবাজারের ওদলাবাড়ি এলাকা ৷ তৃণমূলের জেলা সভাপতি কিষাণ কল্যাণীর বিরুদ্ধে পোস্টার লাগিয়ে ক্ষোভপ্রকাশ করলেন দলের অন্য নেতা-কর্মীরা ৷

কিষাণ কল্যাণী দলের জেলা সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর গতকাল জলপাইগুড়িতে একটি বৈঠক করেন তিনি ৷ অভিযোগ, সেখানে শুধু পুরোনো কয়েকজন তৃণমূল নেতা-কর্মীকে ডাকা হয়েছিল । এর প্রতিবাদে গতকাল ওদলাবাড়িতে "কিষাণ কল্যাণী গো ব্যাক" পোস্টার লাগানো হয় ৷ সেখানে দীর্ঘদিনের তৃণমূল সদস্য, অঞ্চল সভাপতি ও গ্রাম পঞ্চায়েত প্রধানকে নিয়ে বৈঠক করেন মালবাজার তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি তমাল ঘোষ এবং চা শ্রমিক ইউনিয়নের নেতা তথা মালবাজার পৌরসভার কাউন্সিলর পুলিন গোলদার।

পুলিনবাবু বলেন , "কিষাণ কল্যাণী চা বাগানের মালিক ৷ অথচ চা বাগানের শ্রমিকরা আজ তাঁর চা বাগানের সামনে বোনাসের দাবিতে বিক্ষোভ দেখাছে ৷ ওরাই জীবনের ঝুঁকি নিয়ে বামপন্থীদের সঙ্গে লড়াই করে তৃণমূলের ভিত মজবুত করেছেন ৷ তিনি তাঁদেরই ঠকাচ্ছেন । এটা হতে পারে না । পাশাপাশি তিনি যাঁদের নিয়ে আজ বৈঠক করছেন তাঁরা একসময় BJP-র হয়ে কাজ করত । তিনি তাঁদেরকে নিয়ে চলতে চাইছেন ৷

তমাল ঘোষ বলেন, "জেলা সভাপতি নিজের পুরোনো লোকদের নিয়ে বৈঠক করছেন । অথচ যাঁরা এখানে দলকে মজবুত করেছেন তাঁদের আমন্ত্রণ জানাননি । আমরা এই ঘটনার প্রতিবাদ করছি । আগামী 15 দিনের মধ্যে ওনাকে এই এলাকায় এসে দলের নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করতে হবে । তা না হলে আগামী দিনে আমরা দলকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি সেভাবেই এগিয়ে নিয়ে যাব কিন্তু কোনও সভাপতিকে মানব না । "

এই নিয়ে কিষাণ কল্যাণী বলেন, "দলের মধ্যে কোনও ক্ষোভ নেই । সবাই আমাকে পছন্দ করে না ।"

জলপাইগুড়ি, 17 সেপ্টেম্বর : ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ৷ এবার ঘটনাস্থান জলপাইগুড়ির মালবাজারের ওদলাবাড়ি এলাকা ৷ তৃণমূলের জেলা সভাপতি কিষাণ কল্যাণীর বিরুদ্ধে পোস্টার লাগিয়ে ক্ষোভপ্রকাশ করলেন দলের অন্য নেতা-কর্মীরা ৷

কিষাণ কল্যাণী দলের জেলা সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর গতকাল জলপাইগুড়িতে একটি বৈঠক করেন তিনি ৷ অভিযোগ, সেখানে শুধু পুরোনো কয়েকজন তৃণমূল নেতা-কর্মীকে ডাকা হয়েছিল । এর প্রতিবাদে গতকাল ওদলাবাড়িতে "কিষাণ কল্যাণী গো ব্যাক" পোস্টার লাগানো হয় ৷ সেখানে দীর্ঘদিনের তৃণমূল সদস্য, অঞ্চল সভাপতি ও গ্রাম পঞ্চায়েত প্রধানকে নিয়ে বৈঠক করেন মালবাজার তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি তমাল ঘোষ এবং চা শ্রমিক ইউনিয়নের নেতা তথা মালবাজার পৌরসভার কাউন্সিলর পুলিন গোলদার।

পুলিনবাবু বলেন , "কিষাণ কল্যাণী চা বাগানের মালিক ৷ অথচ চা বাগানের শ্রমিকরা আজ তাঁর চা বাগানের সামনে বোনাসের দাবিতে বিক্ষোভ দেখাছে ৷ ওরাই জীবনের ঝুঁকি নিয়ে বামপন্থীদের সঙ্গে লড়াই করে তৃণমূলের ভিত মজবুত করেছেন ৷ তিনি তাঁদেরই ঠকাচ্ছেন । এটা হতে পারে না । পাশাপাশি তিনি যাঁদের নিয়ে আজ বৈঠক করছেন তাঁরা একসময় BJP-র হয়ে কাজ করত । তিনি তাঁদেরকে নিয়ে চলতে চাইছেন ৷

তমাল ঘোষ বলেন, "জেলা সভাপতি নিজের পুরোনো লোকদের নিয়ে বৈঠক করছেন । অথচ যাঁরা এখানে দলকে মজবুত করেছেন তাঁদের আমন্ত্রণ জানাননি । আমরা এই ঘটনার প্রতিবাদ করছি । আগামী 15 দিনের মধ্যে ওনাকে এই এলাকায় এসে দলের নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করতে হবে । তা না হলে আগামী দিনে আমরা দলকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি সেভাবেই এগিয়ে নিয়ে যাব কিন্তু কোনও সভাপতিকে মানব না । "

এই নিয়ে কিষাণ কল্যাণী বলেন, "দলের মধ্যে কোনও ক্ষোভ নেই । সবাই আমাকে পছন্দ করে না ।"

Intro:nullBody:এই প্রথম জেলা সভাপতির বিরুদ্ধে পোষ্টার দিয়ে বৈঠক করে ক্ষোভ প্রকাশ।জেলা সভাপতি নির্বাচনের পর দলের অন্দরের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটল সোমবার ডুয়ার্সের মালবাজারের ওদলাবাড়ি এলাকায়।অভিযোগ নিজের পচ্ছন্দের লোকদের নিয়ে প্যানেল করে বৈঠক করছেন জেলা সভাপতি।ঘটনায় বিষয়ে প্রতিবাদে মুখর কিষান কল্যানী গো ব্যাক পোস্টারে বৈঠক ডুয়ার্সের মালবাজারের একাংশ তৃণমূল নেতা কর্মীদের। অভিযোগ,কিষান কল্যানী জলপাইগুড়ি জেলা তৃণমূল সভাপতি হিসেবে দায়িত্ব নেবার পর সোমবার জলপাইগুড়িতে একটি বৈঠক ডাকেন।যেখানে পুরোনো কিছু তৃণমূল কর্মী নেতাকে শুধুমাত্র ডেকেছেন।বাকি যারা এই এলাকায় দীর্ঘদিন থেকে লড়াই চালিয়ে তৃণমূলকে একটি জায়গায় দাড় করিয়েছে,তাদের ডাকেননি।তাই এলাকার কর্মঠ তৃণমূল কর্মীদের তিনি অবঞ্জা করেছেন।এরই প্রতিবাদ জানিয়ে সোমবার ওদলাবাড়িতে কিষান কল্যানী দুরহাটো পোস্টারে এলাকার অঞ্চল সভাপতি, গ্রাম পঞ্চায়েত প্রধান ও সদস্যদের নিয়ে বৈঠক করলেন মালবাজার প্রাক্তন ব্লক সভাপতি তমাল ঘোষ এবং চা শ্রমিক ইউনিয়নের নেতা তথা মালবাজার পুরসভার কাউন্সিলার পুলিন গোলদার।আরো অভিযোগ, জেলা সভাপতি কিষান কল্যানী চা বাগানের মালিক।তারই চা বাগানে ২০ % বোনাসের দাবিতে শ্রমিকরা আজকে গেট মিটিং করেছেন।যেই শ্রমিক গুলো বাগানে জীবনের ঝুকি নিয়ে বামপন্থীদের সঙ্গে লড়াই করে তৃণমূল দলটা করে চলেছে, তিনি তাদেরই ঠকাচ্ছেন।এটা হতে পারে না।পাশাপাশি তিনি যাদেরকে নিয়ে আজকে বৈঠক করছেন তারা একসময় বিজেপির হয়ে কাজ করত। তাদেরকে নিয়ে চলতে চাইছেন বলে সাংবাদিকদের সামনে তুলে ধরেন শ্রমিক নেতা তথা মাল পুরসভার কাউন্সিলার পুলিন গোলদার।
এদিনের বৈঠক থেকে তমাল ঘোষ বলেন, কিষান কল্যানী তার নিজের পুরোনো লোকদের নিয়ে প্যানেল তৈরি করে আজকে বৈঠক করছেন।অথচ যারা এখানে দলকে দাড় করিয়েছে তাদের আমন্ত্রন জানাননি।আমরা এই ঘটনার প্রতিবাদ করছি।আগামী ১৫ দিন সময় দেওয়া হল জেলা সভাপতিকে, যার মধ্যে ওনাকে এই এলাকায় এসে দলের নেতা কর্মীদের সঙ্গে বৈঠক করতে হবে।তা না হলে আগামী দিনে আমরা দলকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি সেভাবেই এগিয়ে নিয়ে যাব কিন্তু কোনো সভাপতিকে মানব না।
এদিন মালবাজারের বৈঠকের কথা উড়িয়ে দিয়ে কিষান কল্যানী বলেন,দলের মধ্যে কোনো ক্ষোভ নেই।তবে গনতন্ত্রে এগুলো হয়ে থাকে।সবাই আমাকে পছন্দ করেন।গান্ধীজীকে বিরোধিতা দেখতে হয়েছে।আর যারা মিটিং করেছে তারা অন্য দলের কাজ।কিষান কল্যানী জেলা সভাপতি হবার পর বিজেপি দলটা ভেঙ্গে তৃণমূলে আসছে তাই তারা ভয় পেয়ে এগুলো করছে।

Conclusion:null
Last Updated : Sep 17, 2019, 2:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.