ETV Bharat / state

Three Poachers Arrested: বন্দুক-সমেত চোরাশিকারী সন্দেহে গ্রেফতার তিন

বন্দুক সমেত তিন ব্যক্তিকে চোরাশিকারী সন্দেহে গ্রেফতার করল বনদফতরের আধিকারিকরা (Three Poachers Arrested) । ধৃতদের আদালতে তুলে রিমান্ডের আবেদন জানানো হয়েছে

Three persons with guns arrested on suspicion of poaching in Jalpaiguri
Three persons with guns arrested on suspicion of poaching in Jalpaiguri
author img

By

Published : Sep 28, 2022, 3:49 PM IST

Updated : Sep 28, 2022, 4:35 PM IST

জলপাইগুড়ি, 28 সেপ্টেম্বর: রাতের অন্ধকারে জঙ্গল থেকে বন্দুক-সমেত তিন ব্যক্তিকে চোরাশিকারী সন্দেহে গ্রেফতার করল বনদফতরের আধিকারিকরা (Three persons with guns arrested on suspicion of poaching) । ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুঠি বনাঞ্চল বিট এলাকার এই ঘটনায় ধৃতদের থেকে লাইসেন্স প্রাপ্ত একটি বন্ধুক ও 8টি কার্তুজ পাওয়া গিয়েছে ।

অভিযোগ, বন্যপ্রাণী শিকারের চেষ্টাতেই ওই তিনজন গধেয়ার কুঠি বিট সংলগ্ন জঙ্গলে ঢুকেছিল । এমনকী জঙ্গলে এক রাউন্ড গুলিও চালানো হয়েছে । ধৃতদের মধ্যে মোহনলাল ওরাওঁ স্বীকার করে নিয়েছেন তার লাইসেন্স প্রাপ্ত বন্দুক থেকেই গুলি চালানো হয়েছে । কিন্তু সেটা ভুলবশত হয়েছে ।

ডুয়ার্সের জঙ্গলে যে মাঝেমধ্যেই চোরাশিকারের অভিযোগ ওঠে, এদিন রাতের ঘটনা ফের তাতে সিলমোহর । বনকর্মীদের আশঙ্কা জঙ্গলে বন্যপ্রাণী বিশেষ করে হরিণ শিকারের চেষ্টাতেই ধৃতরা জঙ্গলে ঢুকে থাকতে পারে ।

আরও পড়ুন: অনুপ্রবেশের অভিযোগে 4 বাংলাদেশিকে ধরল বিএসএফ, সাহায্য করে গ্রেফতার 3 ভারতীয়

ধৃতদের আদালতে তুলে রিম্যান্ডের আবেদন জানানো হয়েছে । বনবিভাগ (Forest Department) সূত্রে খবর, লাইসেন্স প্রাপ্ত বন্দুক কেন চোরা-কারবারিতে ব্যবহার হয়েছে এবং কোন প্রজাতির জন্তু শিকারের জন্য তারা জঙ্গলে ঢুকেছিল, সবটাই তদন্ত করে দেখা হচ্ছে ।

বন্দুক-সমেত চোরাশিকারী সন্দেহে গ্রেফতার তিন

জলপাইগুড়ি, 28 সেপ্টেম্বর: রাতের অন্ধকারে জঙ্গল থেকে বন্দুক-সমেত তিন ব্যক্তিকে চোরাশিকারী সন্দেহে গ্রেফতার করল বনদফতরের আধিকারিকরা (Three persons with guns arrested on suspicion of poaching) । ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুঠি বনাঞ্চল বিট এলাকার এই ঘটনায় ধৃতদের থেকে লাইসেন্স প্রাপ্ত একটি বন্ধুক ও 8টি কার্তুজ পাওয়া গিয়েছে ।

অভিযোগ, বন্যপ্রাণী শিকারের চেষ্টাতেই ওই তিনজন গধেয়ার কুঠি বিট সংলগ্ন জঙ্গলে ঢুকেছিল । এমনকী জঙ্গলে এক রাউন্ড গুলিও চালানো হয়েছে । ধৃতদের মধ্যে মোহনলাল ওরাওঁ স্বীকার করে নিয়েছেন তার লাইসেন্স প্রাপ্ত বন্দুক থেকেই গুলি চালানো হয়েছে । কিন্তু সেটা ভুলবশত হয়েছে ।

ডুয়ার্সের জঙ্গলে যে মাঝেমধ্যেই চোরাশিকারের অভিযোগ ওঠে, এদিন রাতের ঘটনা ফের তাতে সিলমোহর । বনকর্মীদের আশঙ্কা জঙ্গলে বন্যপ্রাণী বিশেষ করে হরিণ শিকারের চেষ্টাতেই ধৃতরা জঙ্গলে ঢুকে থাকতে পারে ।

আরও পড়ুন: অনুপ্রবেশের অভিযোগে 4 বাংলাদেশিকে ধরল বিএসএফ, সাহায্য করে গ্রেফতার 3 ভারতীয়

ধৃতদের আদালতে তুলে রিম্যান্ডের আবেদন জানানো হয়েছে । বনবিভাগ (Forest Department) সূত্রে খবর, লাইসেন্স প্রাপ্ত বন্দুক কেন চোরা-কারবারিতে ব্যবহার হয়েছে এবং কোন প্রজাতির জন্তু শিকারের জন্য তারা জঙ্গলে ঢুকেছিল, সবটাই তদন্ত করে দেখা হচ্ছে ।

বন্দুক-সমেত চোরাশিকারী সন্দেহে গ্রেফতার তিন
Last Updated : Sep 28, 2022, 4:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.