ETV Bharat / state

Children's Day: শিশু দিবসে আগ্রহ নেই, খাবারের টোটো এলেই থালা হাতে দৌড়ে বটগাছের নীচে লাইন দেয় ওরা

টোটো আসছে দেখেই ওরা থালা-বাটি হাতে ছুটতে থাকে ৷ সোজা লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ে সামনের বটতলায় ৷ চোখে মুখে অনাবিল আনন্দ ৷ এই আনন্দ যেন শিশু দিবসকেও ছাপিয়ে যায় ৷ ওদের এই শিশু দিবস প্রতিদিনের ৷ পড়ুন সেই কাহিনি ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 14, 2023, 2:54 PM IST

Updated : Nov 14, 2023, 6:51 PM IST

Etv Bharat
থালা হাতে বটগাছের তলায় শিশুদের দল
ওদের কাছে রোজই শিশু দিবস

জলপাইগুড়ি, 14 নভেম্বর: শিশুদিবস কবে ও কী সেটা ওরা জানে না। তা নিয়ে মাথাব্যথাও নেই ৷ কিন্তু কখন ওদের জন্য ভালো-মন্দ খাবার নিয়ে দাদা দিদিরা আসবে সেটা ওরা ভালো মতো জানে । কারণ ভুখা পেটে একটু ভালো-মন্দ খেতে পেলেই হাসি ফোটে চা বাগানের এই শিশুগুলির মুখে । প্রতিবছর 14 নভেম্বর জওহরলাল নেহরুর জন্মদিনে শিশু দিবস পালিত হয় ৷ প্রধানমন্ত্রী হলেও তিনি শিশুদের কাছে ভীষণ জনপ্রিয় ছিলেন নেহরু ৷ শিশুরা তাঁকে 'চাচা' বলে ডাকত ৷ বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে ভালোবাসতেন নেহরু ৷ সর্বদা ওদের কীসে ভালো হবে তা ভাবতেন ৷ তাই তাঁর জন্মদিনটি শিশু দিবস হিসেবে পালিত হয় ৷ ডেঙ্গুয়াঝার চা বাগানের শিশুরা ওদের দিন বলতে বোঝে খাবার আসার দিন ৷ আর শিশুদের ভালোর কথা ভেবে এগিয়ে এসেছে জলপাইগুড়ির গ্রিনভ্যালি স্বেচ্ছাসেবী সংগঠন । বছরের আর পাঁচটা দিনের মতো প্রতিদিনই এই চা বাগানের শিশুদের কথা ভাবেন গ্রিনভ্যালির প্রশান্ত- সুমিত্রা-অতীন্দ্ররা ।

জলপাইগুড়ি সদর ব্লকের ডেঙ্গুয়াঝার চা বাগানের পশ্চিমলাইন স্কুলের মাঠে সপ্তাহে চারদিন খাবারের ব্যবস্থা করে গ্রিনভ্যালি ওয়েলফেয়ার অর্গানাইজেশন । চা বাগানের দু:স্থ শিশুদের জন্য একবেলা ভালো-মন্দ খাবারের ব্যবস্থা করা হয় ।কেউ বিবাহবার্ষিকী, জন্মদিন বা বাবা মায়ের স্মৃতির উদ্দেশ্যে গ্রিনভ্যালির মাধ্যমে চা বাগানের শিশুদের খাইয়ে থাকেন । দুপুরবেলায় চা বাগানে ই-রিক্সা করে খাবার নিয়ে আসেন গ্রিনভ্যালির সদস্যরা । বাগানে ঢোকার সঙ্গে সঙ্গে হর্ন বাজাতে শুরু করেন । আর তাতেই বাচ্চারা থালা হাতে ছুটতে ছুটতে হাজির হয় বটগাছের তলায় ৷

Children's Day
স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে কালীপুজোয় মণ্ডপ পরিদর্শনে শিশুরা

তবে শুধু ওরা নয়, ওদের বাবা-মায়েরাও অপেক্ষা করে থাকে বাচ্চাদের জন্য তাদেরও ভালো-মন্দ খাবার জুটবে আজ । খাবার দেওয়ার পাশাপাশি এই সকল বাচ্চাদের জন্য পুজোর সময় জামাকাপড়ের ব্যবস্থা করা, শিশুদের বিভিন্ন পুজো মণ্ডপে ঘোরানোর ব্যবস্থাও করা হয় বলে জানান জলপাইগুড়ি গ্রিনভ্যালি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি প্রশান্ত সরকার ।

Jalpaiguri News
শিশুদের থালা নিয়ে খাবার দিচ্ছেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা


এই বিষয়ে জলপাইগুড়ি গ্রিনভ্যালি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের অন্যতম সদস্য সুমিত্রা হেমব্রম পাল বলেন, " জন আহারের চা বাগানের দু:স্থ শিশুদের আমরা খাইয়ে থাকি । প্রতিদিন কারও স্পেশাল দিন থাকে ৷ যেমন কারও জন্মদিন, বিবাহবার্ষিকী বা মা-বাবার স্মৃতির উদ্দেশ্যে যে যেমন ফান্ড দেন আমরা সেইভাবে শিশুদের আমরা খাইয়ে থাকি । পুজোর সময় জামাকাপড়, বর্ষায় ছাতা, রেনকোট ও মশারি দেওয়া হয় । শিশু দিবস বলে আলাদা কিছু নেই । আমাদের প্রতিটা দিনই শিশু দিবস ।"

Children's Day
স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে চা বাগানের শিশুদের দীপাবলি উদযাপন

বাবা-মায়ের স্মৃতির উদ্দেশ্যে একদিন চা বাগানের শিশুদের খাবারের দায়িত্ব নিয়েছেন রচনা চৌধুরী ৷ তাঁর কথায়, "আমার বাবা ও মা গত হয়েছেন কয়েকবছর আগে । তাই বাবা মায়ের স্মৃতির উদ্দেশ্যে এই একদিন শিশুদের একবেলার খাবারের ব্যবস্থা করেছি । এখানে না এলে বাচ্চাদের খাবার নেওয়ার যে কী আনন্দ সেটা বুঝতে পারতাম না । ওদের মুখে আজ যে হাসি দেখলাম সেটা বিরাট প্রাপ্তি । রোজ যদি এমন ব্যবস্থা করতে পারতাম খুব ভালো হত ।"

Childrens Day
থালা হাতে বটগাছের তলায় শিশুদের দল


ডেঙ্গুয়াঝার চা বাগানের বাসিন্দা বাসন্তী ওঁরাও, ভাগবতী ভুইঞারা বলেন, "এখানে ভাত, ডাল, মাছ, মাংস, পনির সবই খাওয়ায় । বাচ্চাদের সঙ্গে আমরাও আসি, খেয়ে যাই । বাচ্চাদের খেয়াল রাখে ওরা ৷ জামাকাপড় দেয় । বাড়িতে তো আমরা এমন খাবার বাড়িতে খেতে পারি না । ওরা নিয়ে আসে খুব ভালো লাগে ৷"

আরও পড়ুন :

1 শিশু দিবসে জলপাইগুড়ির চা বাগানে 'বিনে পয়সায় বাজার'

2 আতসবাজির ধোঁয়া থেকে শিশুর শ্বাসকষ্ট-অ্যালার্জি ! মেনে চলুন বিশেষজ্ঞদের পরামর্শ

3 শিশুকন্যাকে অবহেলা-নারী নির্যাতনের প্রতিবাদ, নিজের মেয়েকে লক্ষ্মীরূপে পুজো দম্পতির

ওদের কাছে রোজই শিশু দিবস

জলপাইগুড়ি, 14 নভেম্বর: শিশুদিবস কবে ও কী সেটা ওরা জানে না। তা নিয়ে মাথাব্যথাও নেই ৷ কিন্তু কখন ওদের জন্য ভালো-মন্দ খাবার নিয়ে দাদা দিদিরা আসবে সেটা ওরা ভালো মতো জানে । কারণ ভুখা পেটে একটু ভালো-মন্দ খেতে পেলেই হাসি ফোটে চা বাগানের এই শিশুগুলির মুখে । প্রতিবছর 14 নভেম্বর জওহরলাল নেহরুর জন্মদিনে শিশু দিবস পালিত হয় ৷ প্রধানমন্ত্রী হলেও তিনি শিশুদের কাছে ভীষণ জনপ্রিয় ছিলেন নেহরু ৷ শিশুরা তাঁকে 'চাচা' বলে ডাকত ৷ বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে ভালোবাসতেন নেহরু ৷ সর্বদা ওদের কীসে ভালো হবে তা ভাবতেন ৷ তাই তাঁর জন্মদিনটি শিশু দিবস হিসেবে পালিত হয় ৷ ডেঙ্গুয়াঝার চা বাগানের শিশুরা ওদের দিন বলতে বোঝে খাবার আসার দিন ৷ আর শিশুদের ভালোর কথা ভেবে এগিয়ে এসেছে জলপাইগুড়ির গ্রিনভ্যালি স্বেচ্ছাসেবী সংগঠন । বছরের আর পাঁচটা দিনের মতো প্রতিদিনই এই চা বাগানের শিশুদের কথা ভাবেন গ্রিনভ্যালির প্রশান্ত- সুমিত্রা-অতীন্দ্ররা ।

জলপাইগুড়ি সদর ব্লকের ডেঙ্গুয়াঝার চা বাগানের পশ্চিমলাইন স্কুলের মাঠে সপ্তাহে চারদিন খাবারের ব্যবস্থা করে গ্রিনভ্যালি ওয়েলফেয়ার অর্গানাইজেশন । চা বাগানের দু:স্থ শিশুদের জন্য একবেলা ভালো-মন্দ খাবারের ব্যবস্থা করা হয় ।কেউ বিবাহবার্ষিকী, জন্মদিন বা বাবা মায়ের স্মৃতির উদ্দেশ্যে গ্রিনভ্যালির মাধ্যমে চা বাগানের শিশুদের খাইয়ে থাকেন । দুপুরবেলায় চা বাগানে ই-রিক্সা করে খাবার নিয়ে আসেন গ্রিনভ্যালির সদস্যরা । বাগানে ঢোকার সঙ্গে সঙ্গে হর্ন বাজাতে শুরু করেন । আর তাতেই বাচ্চারা থালা হাতে ছুটতে ছুটতে হাজির হয় বটগাছের তলায় ৷

Children's Day
স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে কালীপুজোয় মণ্ডপ পরিদর্শনে শিশুরা

তবে শুধু ওরা নয়, ওদের বাবা-মায়েরাও অপেক্ষা করে থাকে বাচ্চাদের জন্য তাদেরও ভালো-মন্দ খাবার জুটবে আজ । খাবার দেওয়ার পাশাপাশি এই সকল বাচ্চাদের জন্য পুজোর সময় জামাকাপড়ের ব্যবস্থা করা, শিশুদের বিভিন্ন পুজো মণ্ডপে ঘোরানোর ব্যবস্থাও করা হয় বলে জানান জলপাইগুড়ি গ্রিনভ্যালি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি প্রশান্ত সরকার ।

Jalpaiguri News
শিশুদের থালা নিয়ে খাবার দিচ্ছেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা


এই বিষয়ে জলপাইগুড়ি গ্রিনভ্যালি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের অন্যতম সদস্য সুমিত্রা হেমব্রম পাল বলেন, " জন আহারের চা বাগানের দু:স্থ শিশুদের আমরা খাইয়ে থাকি । প্রতিদিন কারও স্পেশাল দিন থাকে ৷ যেমন কারও জন্মদিন, বিবাহবার্ষিকী বা মা-বাবার স্মৃতির উদ্দেশ্যে যে যেমন ফান্ড দেন আমরা সেইভাবে শিশুদের আমরা খাইয়ে থাকি । পুজোর সময় জামাকাপড়, বর্ষায় ছাতা, রেনকোট ও মশারি দেওয়া হয় । শিশু দিবস বলে আলাদা কিছু নেই । আমাদের প্রতিটা দিনই শিশু দিবস ।"

Children's Day
স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে চা বাগানের শিশুদের দীপাবলি উদযাপন

বাবা-মায়ের স্মৃতির উদ্দেশ্যে একদিন চা বাগানের শিশুদের খাবারের দায়িত্ব নিয়েছেন রচনা চৌধুরী ৷ তাঁর কথায়, "আমার বাবা ও মা গত হয়েছেন কয়েকবছর আগে । তাই বাবা মায়ের স্মৃতির উদ্দেশ্যে এই একদিন শিশুদের একবেলার খাবারের ব্যবস্থা করেছি । এখানে না এলে বাচ্চাদের খাবার নেওয়ার যে কী আনন্দ সেটা বুঝতে পারতাম না । ওদের মুখে আজ যে হাসি দেখলাম সেটা বিরাট প্রাপ্তি । রোজ যদি এমন ব্যবস্থা করতে পারতাম খুব ভালো হত ।"

Childrens Day
থালা হাতে বটগাছের তলায় শিশুদের দল


ডেঙ্গুয়াঝার চা বাগানের বাসিন্দা বাসন্তী ওঁরাও, ভাগবতী ভুইঞারা বলেন, "এখানে ভাত, ডাল, মাছ, মাংস, পনির সবই খাওয়ায় । বাচ্চাদের সঙ্গে আমরাও আসি, খেয়ে যাই । বাচ্চাদের খেয়াল রাখে ওরা ৷ জামাকাপড় দেয় । বাড়িতে তো আমরা এমন খাবার বাড়িতে খেতে পারি না । ওরা নিয়ে আসে খুব ভালো লাগে ৷"

আরও পড়ুন :

1 শিশু দিবসে জলপাইগুড়ির চা বাগানে 'বিনে পয়সায় বাজার'

2 আতসবাজির ধোঁয়া থেকে শিশুর শ্বাসকষ্ট-অ্যালার্জি ! মেনে চলুন বিশেষজ্ঞদের পরামর্শ

3 শিশুকন্যাকে অবহেলা-নারী নির্যাতনের প্রতিবাদ, নিজের মেয়েকে লক্ষ্মীরূপে পুজো দম্পতির

Last Updated : Nov 14, 2023, 6:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.