ETV Bharat / state

বাড়ি গিয়ে প্রাপকের হাতে পাট্টা মন্ত্রীর; বললেন, গণতন্ত্রে মানুষই দেবতা

আসন্ন পৌর নির্বাচনের আগে শিলিগুড়িতে বাড়ি বাড়ি গিয়ে পাট্টা বিলি করলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব ৷ তাঁর বক্তব্য "আমরা লাটসাহেব নই ৷ গণতন্ত্রে মানুষই দেবতা ৷ তাই মানুষের চাহিদামতো পাট্টা বিলি করছি ৷" যদিও ভোটের মুখে এভাবে পাট্টা বিলি নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বামেরা ৷

Minister Gautam Dev
পর্যটন মন্ত্রী গৌতম দেব
author img

By

Published : Mar 13, 2020, 3:27 PM IST

শিলিগুড়ি, 13 মার্চ :আসন্ন পৌর নির্বাচনের আগে শিলিগুড়িতে বেশকিছু ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে প্রাপকদের হাতে পাট্টা তুলে দিলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব । গতকাল শিলিগুড়ি পৌরনিগমের সংযোজিত বেশ কয়েকটি ওয়ার্ডে একাধিক কর্মসূচিতে যোগ দিয়ে এভাবে বাড়ি বাড়ি গিয়ে প্রাপকদের পাট্টা দেন পর্যটনমন্ত্রী ।

পর্যটন মন্ত্রী গৌতম দেব বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি ব্লকে ব্লকে গিয়ে প্রশাসনিক সভা করতে পারেন তাহলে আমরা কোন লাটসাহেব । তাছাড়া গণতন্ত্রে মানুষই দেবতা । তাই তাঁদের প্রয়োজন এবং চাহিদামতো তাঁদের বাড়িতে গিয়েই আমরা পাট্টা বিলি করছি । এলাকায় সংযোজিত ওয়ার্ডগুলিতে প্রচুর পাট্টা বিলি করা হচ্ছে । এই পাট্টা বা দলিল হচ্ছে পায়ের তলার মাটি ৷ যা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ৷ আর আমাদের দলের মূল মন্ত্র হচ্ছে মা,মাটি, মানুষ ৷ মাটির অধিকার দেওয়া হচ্ছে খুব পূর্ণ কাজ ৷ এরপর আমরা ডাবগ্রামে দলিল বা পাট্টা বিলি করব ৷’’

যদিও ভোটের মুখে এভাবে পাট্টা বিলি নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বামেরা । মেয়র অশোক ভট্টাচার্য বলেন, "ভোটে পরাজয় আটকাতে এসব করছেন মন্ত্রী । দেখা যাক এতে ওদের ফল ভাল হয় কি না ।"

শিলিগুড়ি, 13 মার্চ :আসন্ন পৌর নির্বাচনের আগে শিলিগুড়িতে বেশকিছু ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে প্রাপকদের হাতে পাট্টা তুলে দিলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব । গতকাল শিলিগুড়ি পৌরনিগমের সংযোজিত বেশ কয়েকটি ওয়ার্ডে একাধিক কর্মসূচিতে যোগ দিয়ে এভাবে বাড়ি বাড়ি গিয়ে প্রাপকদের পাট্টা দেন পর্যটনমন্ত্রী ।

পর্যটন মন্ত্রী গৌতম দেব বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি ব্লকে ব্লকে গিয়ে প্রশাসনিক সভা করতে পারেন তাহলে আমরা কোন লাটসাহেব । তাছাড়া গণতন্ত্রে মানুষই দেবতা । তাই তাঁদের প্রয়োজন এবং চাহিদামতো তাঁদের বাড়িতে গিয়েই আমরা পাট্টা বিলি করছি । এলাকায় সংযোজিত ওয়ার্ডগুলিতে প্রচুর পাট্টা বিলি করা হচ্ছে । এই পাট্টা বা দলিল হচ্ছে পায়ের তলার মাটি ৷ যা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ৷ আর আমাদের দলের মূল মন্ত্র হচ্ছে মা,মাটি, মানুষ ৷ মাটির অধিকার দেওয়া হচ্ছে খুব পূর্ণ কাজ ৷ এরপর আমরা ডাবগ্রামে দলিল বা পাট্টা বিলি করব ৷’’

যদিও ভোটের মুখে এভাবে পাট্টা বিলি নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বামেরা । মেয়র অশোক ভট্টাচার্য বলেন, "ভোটে পরাজয় আটকাতে এসব করছেন মন্ত্রী । দেখা যাক এতে ওদের ফল ভাল হয় কি না ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.