ETV Bharat / state

Swapna Barman Controversy: পুণ্যার্থীকে বেধড়ক মারধর, অভিযুক্ত স্বপ্না বর্মনের পরিবার - beating up devotee

পুণ্যার্থীদের গাড়ি ভাঙচুর ও চাবি ছিনিয়ে নেওয়ার অভিযোগ এশিয়াডে সোনা জয়ী স্বপ্নার পরিবারের বিরুদ্ধে ৷ অভিযোগ দায়ের হয় থানায় ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 1, 2023, 6:30 PM IST

পুণ্যার্থীদের গাড়ি ভাঙচুর ও চাবি ছিনিয়ে নেওয়ার অভিযোগ

জলপাইগুড়ি, 1 অগস্ট: প্রথমে পুণ্যার্থীদের গাড়ি ভাঙচুর তারপর গাড়ির চাবি ছিনিয়ে নেওয়ার অভিযোগ এশিয়াডে সোনা জয়ী স্বপ্নার পরিবারের বিরুদ্ধে। জল্পেশ মন্দিরে যাওয়া পুণ্যার্থীদের গাড়ির সঙ্গে একটি মোটর বাইকের সংঘর্ষ হয় রবিবার রাতে। সেই মোটর বাইকেই ছিলেন স্বপ্না বর্মনের দাদা পবিত্র বর্মন ৷ দুর্ঘটনায় তিনি আহত হন। কোতোয়ালি থানায় পুণ্যার্থীদের গাড়ি ভাঙচুর ও গাড়ির চালককে হেলমেট দিয়ে মারধোর করার অভিযোগ দায়ের হয় সোমবার। পুণ্যার্থীদের সঙ্গে ঝামেলা নিয়ে ঘটনার সূত্রপাত। অভিযোগ অস্বীকার স্বপ্না বর্মনের দাদা পবিত্র বর্মনের। স্বপ্নার দাবি, তাঁর দাদাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল।

জানা গিয়েছে, গত পরশু রাতে জলপাইগুড়ির কালিয়াগঞ্জ পেট্রল পাম্প থেকে পবিত্র বর্মন বের হওয়ার সময় একটি পুণ্যার্থী বোঝাই গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। ছিটকে পড়েন পবিত্র বর্মন। অভিযোগ, গাড়ির চালক পবিত্রকে সাহায্য করতে গেলে গাড়ির তাঁকে মারধর করে, গাড়ির চাবি ছিনিয়ে নেন। পুলিশ গেলেও চাবি দেওয়া হয় না। গাড়ির চাবি স্বপ্নার মা রেখে দেন বলে অভিযোগ। জলপাইগুড়ির পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপত বলেন, "শিলিগুড়ির ভক্তিনগর থানার ডাবগ্রামের বাসিন্দা রবীন্দ্র মণ্ডল কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করেছেন।"

আরও পড়ুন: মহারাষ্ট্রে দুটি পৃথক দুর্ঘটনায় জলে ডুবে কমপক্ষে 7 জনের মৃত্যু

তিনি বলেন, "কালিয়াগঞ্জ পেট্রল পাম্পের সামনে দিয়ে যাওয়ার রবীন্দ্র মণ্ডলকে সময় গাড়িকে সজোরে একটি মোটর বাইক ধাক্কা মারে। গাড়ি থেকে নেমে আহত বাইক চালককে সাহায্য করতে গেলে তাঁকে মারধোর করা হয়। নিজেকে স্বপ্না বর্মনের দাদা বলে দাবি করে গাড়ির চাবি ছিনিয়ে নেন বাইক চালক। ইতিমধ্যেই বেশ কয়েকজনের সঙ্গে এক মহিলা আসেন। গাড়ি আটকে দেওয়া হয়। ভাঙচুরও করা হয়। পুলিশ গাড়ির চালককে উদ্ধার করলেও গাড়িটিকে ছাড়াতে পারে না। গতকাল গাড়িটিকে কোতোয়ালি থানার পুলিশ উদ্ধার করে আনে। অভিযোগের ভিত্তিতে 279/323/325/427/34 ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানান, পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপত।

এদিকে স্বপ্না বর্মনের দাদা পবিত্র বর্মন বলেন, "আমি পেট্রল পাম্প থেকে বের হবার সময় আমাকে ধাক্কা মারে গাড়িটি। আমি প্রাণে বেঁচে গিয়েছি। আমি কাউকে মারধোর করিনি ৷ কোনও গাড়ির ভাঙচুরও করিনি। শুধু বলেছিলাম আমি চিকিৎসা করিয়ে ফিরে আসার পর কথা বলব। এর মধ্যে পুলিশ পৌঁছে যায়। গতকাল পুলিশ গিয়ে আমার মার কাছ থেকে চাবি নিয়ে গাড়িটিকে থানায় নিয়ে আসে।" এদিকে স্বপ্না বর্মন সোশাল মিডিয়ায় দাবি করেছে তাঁর দাদাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল।

আরও পড়ুন: 'বাবার প্রত্যাশা পূরণ করতে পারিনি', চিঠি লিখে নিখোঁজ হুগলির ছাত্র

পুণ্যার্থীদের গাড়ি ভাঙচুর ও চাবি ছিনিয়ে নেওয়ার অভিযোগ

জলপাইগুড়ি, 1 অগস্ট: প্রথমে পুণ্যার্থীদের গাড়ি ভাঙচুর তারপর গাড়ির চাবি ছিনিয়ে নেওয়ার অভিযোগ এশিয়াডে সোনা জয়ী স্বপ্নার পরিবারের বিরুদ্ধে। জল্পেশ মন্দিরে যাওয়া পুণ্যার্থীদের গাড়ির সঙ্গে একটি মোটর বাইকের সংঘর্ষ হয় রবিবার রাতে। সেই মোটর বাইকেই ছিলেন স্বপ্না বর্মনের দাদা পবিত্র বর্মন ৷ দুর্ঘটনায় তিনি আহত হন। কোতোয়ালি থানায় পুণ্যার্থীদের গাড়ি ভাঙচুর ও গাড়ির চালককে হেলমেট দিয়ে মারধোর করার অভিযোগ দায়ের হয় সোমবার। পুণ্যার্থীদের সঙ্গে ঝামেলা নিয়ে ঘটনার সূত্রপাত। অভিযোগ অস্বীকার স্বপ্না বর্মনের দাদা পবিত্র বর্মনের। স্বপ্নার দাবি, তাঁর দাদাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল।

জানা গিয়েছে, গত পরশু রাতে জলপাইগুড়ির কালিয়াগঞ্জ পেট্রল পাম্প থেকে পবিত্র বর্মন বের হওয়ার সময় একটি পুণ্যার্থী বোঝাই গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। ছিটকে পড়েন পবিত্র বর্মন। অভিযোগ, গাড়ির চালক পবিত্রকে সাহায্য করতে গেলে গাড়ির তাঁকে মারধর করে, গাড়ির চাবি ছিনিয়ে নেন। পুলিশ গেলেও চাবি দেওয়া হয় না। গাড়ির চাবি স্বপ্নার মা রেখে দেন বলে অভিযোগ। জলপাইগুড়ির পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপত বলেন, "শিলিগুড়ির ভক্তিনগর থানার ডাবগ্রামের বাসিন্দা রবীন্দ্র মণ্ডল কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করেছেন।"

আরও পড়ুন: মহারাষ্ট্রে দুটি পৃথক দুর্ঘটনায় জলে ডুবে কমপক্ষে 7 জনের মৃত্যু

তিনি বলেন, "কালিয়াগঞ্জ পেট্রল পাম্পের সামনে দিয়ে যাওয়ার রবীন্দ্র মণ্ডলকে সময় গাড়িকে সজোরে একটি মোটর বাইক ধাক্কা মারে। গাড়ি থেকে নেমে আহত বাইক চালককে সাহায্য করতে গেলে তাঁকে মারধোর করা হয়। নিজেকে স্বপ্না বর্মনের দাদা বলে দাবি করে গাড়ির চাবি ছিনিয়ে নেন বাইক চালক। ইতিমধ্যেই বেশ কয়েকজনের সঙ্গে এক মহিলা আসেন। গাড়ি আটকে দেওয়া হয়। ভাঙচুরও করা হয়। পুলিশ গাড়ির চালককে উদ্ধার করলেও গাড়িটিকে ছাড়াতে পারে না। গতকাল গাড়িটিকে কোতোয়ালি থানার পুলিশ উদ্ধার করে আনে। অভিযোগের ভিত্তিতে 279/323/325/427/34 ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানান, পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপত।

এদিকে স্বপ্না বর্মনের দাদা পবিত্র বর্মন বলেন, "আমি পেট্রল পাম্প থেকে বের হবার সময় আমাকে ধাক্কা মারে গাড়িটি। আমি প্রাণে বেঁচে গিয়েছি। আমি কাউকে মারধোর করিনি ৷ কোনও গাড়ির ভাঙচুরও করিনি। শুধু বলেছিলাম আমি চিকিৎসা করিয়ে ফিরে আসার পর কথা বলব। এর মধ্যে পুলিশ পৌঁছে যায়। গতকাল পুলিশ গিয়ে আমার মার কাছ থেকে চাবি নিয়ে গাড়িটিকে থানায় নিয়ে আসে।" এদিকে স্বপ্না বর্মন সোশাল মিডিয়ায় দাবি করেছে তাঁর দাদাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল।

আরও পড়ুন: 'বাবার প্রত্যাশা পূরণ করতে পারিনি', চিঠি লিখে নিখোঁজ হুগলির ছাত্র

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.