ETV Bharat / state

7 দিন পেরোলেও আসেনি সোয়াব রিপোর্ট , চিন্তায় জলপাইগুড়ি স্বাস্থ্য বিভাগ - Swab test reports

জলপাইগুড়ি জেলা জুড়ে সোয়াব সংগ্রহ করা হচ্ছে । সোয়াব সংগ্রহেের জন্য মোবাইল ভ্যানও তৈরি করা হয়েছে । ময়নাগুড়িতেও সোয়াব সংগ্রহের সেন্টার করা হয়েছে । কিন্তু তারপরে সাত দিন হয়ে গেলেও রিপোর্ট না আসায় সমস্যায় পড়েছে স্বাস্থ্য বিভাগ ।

Jalpaiguri
জলপাইগুড়ি
author img

By

Published : May 19, 2020, 8:52 PM IST

জলপাইগুড়ি , 19 মে : ভিন রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিকদের সোয়াব টেস্ট করা হচ্ছে ৷ কিন্তু সাতদিন হয়ে গেলেও জলপাইগুড়িতে সেই রিপোর্ট আসেনি ৷ ফলে চিন্তায় পড়েছে জলপাইগুড়ি স্বাস্থ্য দপ্তর ।

জলপাইগুড়ি জেলা জুড়ে সোয়াব সংগ্রহ করা হচ্ছে । সোয়াব সংগ্রহেের জন্য মোবাইল ভ্যানও তৈরি করা হয়েছে । ময়নাগুড়িতেও সোয়াব সংগ্রহের সেন্টার করা হয়েছে । কিন্তু রিপোর্ট না আসায় সমস্যায় পড়েছে স্বাস্থ্য দপ্তর । জলপাইগুড়ি জেলায় 13 মে থেকে কোনও কোরোনা সোয়াব পরীক্ষার রিপোর্ট এসে পৌঁছায়নি ।

জলপাইগুড়ি সদর হাসপাতালের সুপার গয়ারাম নস্কর বলেন , ‘‘জলপাইগুড়ি থেকে প্রায় 300 সোয়াব সংগ্রহ করে পরীক্ষার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে ৷ আশা করি , আগামীকাল রিপোর্ট পেয়ে যাব ।’’ তিনি আরও জানান , জলপাইগুড়ি সেন্ট্রাল জেল থেকে আবাসিকদের সোয়াব নেওয়া হয়েছিল ৷ জলপাইগুড়ির কোয়ারানটিন সেন্টার , জেলা পুলিশ কর্মী সহ সারি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের সোয়াব পাঠানো হলেও রিপোর্ট আসেনি । তবে রিপোর্ট এসে যাবে বলে আশা করছি ৷ এখনও পর্যন্ত জলপাইগুড়ি জেলায় কোনও পজ়িটিভ রোগী পাওয়া যায়নি ৷

জলপাইগুড়ি , 19 মে : ভিন রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিকদের সোয়াব টেস্ট করা হচ্ছে ৷ কিন্তু সাতদিন হয়ে গেলেও জলপাইগুড়িতে সেই রিপোর্ট আসেনি ৷ ফলে চিন্তায় পড়েছে জলপাইগুড়ি স্বাস্থ্য দপ্তর ।

জলপাইগুড়ি জেলা জুড়ে সোয়াব সংগ্রহ করা হচ্ছে । সোয়াব সংগ্রহেের জন্য মোবাইল ভ্যানও তৈরি করা হয়েছে । ময়নাগুড়িতেও সোয়াব সংগ্রহের সেন্টার করা হয়েছে । কিন্তু রিপোর্ট না আসায় সমস্যায় পড়েছে স্বাস্থ্য দপ্তর । জলপাইগুড়ি জেলায় 13 মে থেকে কোনও কোরোনা সোয়াব পরীক্ষার রিপোর্ট এসে পৌঁছায়নি ।

জলপাইগুড়ি সদর হাসপাতালের সুপার গয়ারাম নস্কর বলেন , ‘‘জলপাইগুড়ি থেকে প্রায় 300 সোয়াব সংগ্রহ করে পরীক্ষার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে ৷ আশা করি , আগামীকাল রিপোর্ট পেয়ে যাব ।’’ তিনি আরও জানান , জলপাইগুড়ি সেন্ট্রাল জেল থেকে আবাসিকদের সোয়াব নেওয়া হয়েছিল ৷ জলপাইগুড়ির কোয়ারানটিন সেন্টার , জেলা পুলিশ কর্মী সহ সারি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের সোয়াব পাঠানো হলেও রিপোর্ট আসেনি । তবে রিপোর্ট এসে যাবে বলে আশা করছি ৷ এখনও পর্যন্ত জলপাইগুড়ি জেলায় কোনও পজ়িটিভ রোগী পাওয়া যায়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.