ETV Bharat / state

Jalpaiguri Suicide Attempt: বিডিও অফিসে বকেয়া লক্ষ লক্ষ টাকা, আত্মহত্যার চেষ্টা দোকানির

জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার ময়নাগুড়ি বিডিও অফিস (Maynaguri BDO Office) চত্বরে আত্মহত্যার চেষ্টা (Suicide Attempt) করলেন এক দোকানদার ৷ কী কারণে এমন পদক্ষেপ করলেন তিনি ?

Suicide Attempt by a man at Maynaguri BDO Office of Jalpaiguri
হাসপাতালে ভর্তি রয়েছেন ওই ব্যক্তি ৷
author img

By

Published : Jan 4, 2023, 8:44 PM IST

জলপাইগুড়ি, 4 জানুয়ারি: স্থানীয় বিডিও এবং তাঁর কার্যালয়ের এক আধিকারিককে দায়ী করে লেখা সুইসাইড নোট ! আর তারপরই আত্মহত্যার চেষ্টা (Suicide Attempt) ! বুধবার জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার ময়নাগুড়ি বিডিও অফিস (Maynaguri BDO Office) চত্বরেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি ৷ তিনি একটি খাবারের দাকানের মালিক ৷ অভিযোগ, খাবারের দাম বাবদ বিডিও অফিসের কাছে মোটা টাকা পাওনা রয়েছে তাঁর ৷ সেই টাকা না পেয়ে বেজায় বিপাকে পড়েছেন ওই ব্যবসায়ী ৷ আর তার জেরেই এদিন এই পদক্ষেপ করতে বাধ্য হন তিনি ! তাঁর পরিবারের সদস্যরা অন্তত এমনটাই দাবি করেছেন ৷

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, যে প্রৌঢ় এদিন আত্মহত্যার চেষ্টা করেন, ময়নাগুড়ি বিডিও অফিসের কাছেই তাঁর একটি খাবারের দোকান আছে ৷ প্রাতঃরাশ এবং বিভিন্ন সময় টিফিনের জন্য তাঁর দোকান থেকেই বিডিও অফিসে খাবার অর্ডার করা হয় ৷ কিন্তু, সবটাই চলে ধার, বাকিতে ! এই করে করে ধারের পরিমাণ হয়েছে পাহাড়প্রমাণ ৷ বিডিও অফিসের কাছে ওই ব্যক্তির পাওনা রয়েছে 4 লক্ষ 31 হাজার টাকা !

আরও পড়ুন: পরীক্ষা শেষ হতেই স্কুলের বারান্দা থেকে ঝাঁপ ছাত্রীর! বারাসতে চাঞ্চল্য

অভিযোগ, বারবার আবেদন, অনুরোধ জানালেও বকেয়া টাকা দিতে রাজি হয়নি ময়নাগুড়ি বিডিও অফিসের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ৷ আর সেই কারণেই বিডিও অফিস চত্বরে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেন তিনি ৷ তার আগে একটি সুইসাইড নোট লেখেন ওই ব্যক্তি ৷ সেই সুইসাইড নোটে নিজের মৃত্যুর জন্য ময়নাগুড়ির বিডিও ও তাঁর কার্যালয়ের বড়বাবুকে দায়ী করেছেন ওই ব্যক্তি ৷ তবে, শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়েছে ৷ গুরুতর অসুস্থ অবস্থায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছেন ওই ব্যক্তি ৷ সেখানেই তাঁর চিকিৎসা চলছে ৷

এই প্রসঙ্গে ময়নাগুড়ির বিডিও শুভ্র নন্দীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "স্থানীয় এক ব্যক্তি আমাদের অফিসের খাবার সরবরাহ করেন ৷ পঞ্চায়েত সমিতির খুকশিয়া উদ্যানে একটি ফুডপার্ক চালান তিনি ৷ আমি 2020 সালে ময়নাগুড়ির বিডিও পদে দায়িত্ব নেওয়ার আগেই বিডিও অফিসের কাছে তাঁর বিরাট অঙ্কের খাবারের দাম বকেয়া ছিল ৷ এরই প্রেক্ষিতে তাঁর কাছ থেকে আমি খাবারের সরকারি অর্ডারের নথি চেয়েছিলাম ৷ কিন্তু, তিনি আমাকে পুরনো কোনও অর্ডার দেখাতে পারেননি ৷ আমি তাঁকে জানিয়েছি, ওই নথি ছাড়া আমার পক্ষে বকেয়া মেটানো সম্ভব নয় ৷ তিনি প্রায় প্রতিদিনই আমার কাছে আসতেন বকেয়া বিল মেটানোর দাবিতে ৷ কিন্তু, নির্দিষ্ট নথি ছাড়া আমার পক্ষে টাকা দেওয়া সম্ভব নয় ৷ তবে, আমি আসার পর খাবার বাবদ যত টাকা হয়েছিল, সব মিটিয়ে দিয়েছি ৷ আমি শুনলাম, বিডিও অফিস চত্বরেই তিনি কিছু খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন ৷ শুনেই আমি অফিসে এসে তাঁকে হাসপাতালে পাঠিয়েছি ৷ ময়নাগুড়ি থানার পুলিশ ঘটনার তদন্ত করছে ৷"

জলপাইগুড়ি, 4 জানুয়ারি: স্থানীয় বিডিও এবং তাঁর কার্যালয়ের এক আধিকারিককে দায়ী করে লেখা সুইসাইড নোট ! আর তারপরই আত্মহত্যার চেষ্টা (Suicide Attempt) ! বুধবার জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার ময়নাগুড়ি বিডিও অফিস (Maynaguri BDO Office) চত্বরেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি ৷ তিনি একটি খাবারের দাকানের মালিক ৷ অভিযোগ, খাবারের দাম বাবদ বিডিও অফিসের কাছে মোটা টাকা পাওনা রয়েছে তাঁর ৷ সেই টাকা না পেয়ে বেজায় বিপাকে পড়েছেন ওই ব্যবসায়ী ৷ আর তার জেরেই এদিন এই পদক্ষেপ করতে বাধ্য হন তিনি ! তাঁর পরিবারের সদস্যরা অন্তত এমনটাই দাবি করেছেন ৷

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, যে প্রৌঢ় এদিন আত্মহত্যার চেষ্টা করেন, ময়নাগুড়ি বিডিও অফিসের কাছেই তাঁর একটি খাবারের দোকান আছে ৷ প্রাতঃরাশ এবং বিভিন্ন সময় টিফিনের জন্য তাঁর দোকান থেকেই বিডিও অফিসে খাবার অর্ডার করা হয় ৷ কিন্তু, সবটাই চলে ধার, বাকিতে ! এই করে করে ধারের পরিমাণ হয়েছে পাহাড়প্রমাণ ৷ বিডিও অফিসের কাছে ওই ব্যক্তির পাওনা রয়েছে 4 লক্ষ 31 হাজার টাকা !

আরও পড়ুন: পরীক্ষা শেষ হতেই স্কুলের বারান্দা থেকে ঝাঁপ ছাত্রীর! বারাসতে চাঞ্চল্য

অভিযোগ, বারবার আবেদন, অনুরোধ জানালেও বকেয়া টাকা দিতে রাজি হয়নি ময়নাগুড়ি বিডিও অফিসের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ৷ আর সেই কারণেই বিডিও অফিস চত্বরে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেন তিনি ৷ তার আগে একটি সুইসাইড নোট লেখেন ওই ব্যক্তি ৷ সেই সুইসাইড নোটে নিজের মৃত্যুর জন্য ময়নাগুড়ির বিডিও ও তাঁর কার্যালয়ের বড়বাবুকে দায়ী করেছেন ওই ব্যক্তি ৷ তবে, শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়েছে ৷ গুরুতর অসুস্থ অবস্থায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছেন ওই ব্যক্তি ৷ সেখানেই তাঁর চিকিৎসা চলছে ৷

এই প্রসঙ্গে ময়নাগুড়ির বিডিও শুভ্র নন্দীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "স্থানীয় এক ব্যক্তি আমাদের অফিসের খাবার সরবরাহ করেন ৷ পঞ্চায়েত সমিতির খুকশিয়া উদ্যানে একটি ফুডপার্ক চালান তিনি ৷ আমি 2020 সালে ময়নাগুড়ির বিডিও পদে দায়িত্ব নেওয়ার আগেই বিডিও অফিসের কাছে তাঁর বিরাট অঙ্কের খাবারের দাম বকেয়া ছিল ৷ এরই প্রেক্ষিতে তাঁর কাছ থেকে আমি খাবারের সরকারি অর্ডারের নথি চেয়েছিলাম ৷ কিন্তু, তিনি আমাকে পুরনো কোনও অর্ডার দেখাতে পারেননি ৷ আমি তাঁকে জানিয়েছি, ওই নথি ছাড়া আমার পক্ষে বকেয়া মেটানো সম্ভব নয় ৷ তিনি প্রায় প্রতিদিনই আমার কাছে আসতেন বকেয়া বিল মেটানোর দাবিতে ৷ কিন্তু, নির্দিষ্ট নথি ছাড়া আমার পক্ষে টাকা দেওয়া সম্ভব নয় ৷ তবে, আমি আসার পর খাবার বাবদ যত টাকা হয়েছিল, সব মিটিয়ে দিয়েছি ৷ আমি শুনলাম, বিডিও অফিস চত্বরেই তিনি কিছু খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন ৷ শুনেই আমি অফিসে এসে তাঁকে হাসপাতালে পাঠিয়েছি ৷ ময়নাগুড়ি থানার পুলিশ ঘটনার তদন্ত করছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.