ETV Bharat / state

Sudipta Sen: তিনটি মামলায় জামিন সারদা কর্তা সুদীপ্ত সেনের - তিনটি মামলায় জামিন সারদা কর্তা সুদীপ্ত সেন

জলপাইগুড়ি মুখ্য বিচার বিভাগীয় আদালত থেকে তিনটি মামলায় জামিন পেলেন সারদা কর্তা সুদীপ্ত সেন (Sudipta Sen) ৷ একটি মামলা স্থানান্তরিত হয়েছে কলকাতায় ৷

Sudipta Sen
সুদীপ্ত সেন
author img

By

Published : Mar 2, 2023, 8:54 PM IST

তিনটি মামলায় জামিন পেলেন সুদীপ্ত সেন

জলপাইগুড়ি, 2 মার্চ: জলপাইগুড়ি জেলার তিনটি মামলায় সারদা কর্তা সুদীপ্ত সেন (Saradha Group Owner Sudipta Sen) জামিন পেলেন। অন্যদিকে একটি মামলা জলপাইগুড়ি থেকে স্থানান্তরিত হয়ে আলিপুরে সিবিআই আদালতে গেল । বুধবার কলকাতা থেকে সড়কপথে সুদীপ্ত সেনকে জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারে নিয়ে আসা হয় । আজ জলপাইগুড়ি মুখ্য বিচার বিভাগীয় আদালতে তাঁর শুনানি হয় । জলপাইগুড়ি জেলার মোট চারটি মামলা ছিল সারদা কর্তা সুদীপ্ত সেনের বিরুদ্ধে ।

চারটি মামলার তিনটিতে জামিন পেয়েছেন ও একটি মামলা কলকাতায় স্থানান্তরিত হওয়ার ফলে জলপাইগুড়ি জেলার মামলা থেকে সাময়িক স্বস্তির নিঃশ্বাস ফেললেন তিনি । সারদা কর্তার আইনজীবী শাখ্যদ্বীপ দাসগুপ্ত জানান, জলপাইগুড়ি জেলার ভক্তিনগর থানা ও কোতয়ালি থানার চারটি মামলার মধ্যে তিনটিতে সুদীপ্ত সেনের জামিন হয়েছে । সিবিআই চার্জশিট দেওয়ায় একটি মামলা জলপাইগুড়ি আদালত থেকে আলিপুর আদালতে চলে গেল । 6 জুন ফের জলপাইগুড়িতে শুনানি রয়েছে এবং 6 এপ্রিল সিবিআই আদালতে শুনানি রয়েছে । তিনি জানান, তাঁর মক্কেল প্রায় দশ বছর ধরে জেলে রয়েছেন । এই মামলায় সাত বছরের জেল হলেও তাঁর মক্কেল দশ বছর জেলেই রয়েছেন । তদন্তের ঘাটতি ছিল । তাই জামিন হচ্ছিল না বলে অভিযোগ । এবার আস্তে আস্তে জামিন হয়ে যাবে বলে আশাবাদী শাখ্যদ্বীপ দাসগুপ্ত ।

সূত্রের খবর, ভক্তিনগর থানায় একটি মামলা 13 এপ্রিল, 2014 সালে হয়েছিল । এই মামলায় সিবিআই চার্জশিট দেয় ৷ তা দেওয়ায় মামলাটি আলিপুরে সিবিআই কোর্টে গেল । অন্যদিকে 21 এপ্রিল, 2013 সালে কোতয়ালি থানায় একটি মামলা হয় ৷ সেই সামলায় সুদীপ্ত সেনে জামিন হল এদিন । পাশাপাশি ভক্তিনগর থানার 23 এপ্রিল 2013 সালে একটি মামলা হয়েছিল । সেই মামলাতেও জামিন পেল সুদীপ্ত সেন । ভক্তিনগর থানার আরও একটি মামলা হয় 2 মে, 2013 সালে ৷ সেই মামলা থেকেও জামিন পেয়েছেন সুদীপ্ত সেন । জানা গিয়েছে, আর্থিক তছরুপের অভিযোগ ছিল সুদীপ্ত সেনের বিরুদ্ধে ।

আরও পড়ুন: কাঁথি পৌরসভার নথি চুরির মামলায় সুদীপ্ত সেনকে জেরার অনুমতি আদালতের

তিনটি মামলায় জামিন পেলেন সুদীপ্ত সেন

জলপাইগুড়ি, 2 মার্চ: জলপাইগুড়ি জেলার তিনটি মামলায় সারদা কর্তা সুদীপ্ত সেন (Saradha Group Owner Sudipta Sen) জামিন পেলেন। অন্যদিকে একটি মামলা জলপাইগুড়ি থেকে স্থানান্তরিত হয়ে আলিপুরে সিবিআই আদালতে গেল । বুধবার কলকাতা থেকে সড়কপথে সুদীপ্ত সেনকে জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারে নিয়ে আসা হয় । আজ জলপাইগুড়ি মুখ্য বিচার বিভাগীয় আদালতে তাঁর শুনানি হয় । জলপাইগুড়ি জেলার মোট চারটি মামলা ছিল সারদা কর্তা সুদীপ্ত সেনের বিরুদ্ধে ।

চারটি মামলার তিনটিতে জামিন পেয়েছেন ও একটি মামলা কলকাতায় স্থানান্তরিত হওয়ার ফলে জলপাইগুড়ি জেলার মামলা থেকে সাময়িক স্বস্তির নিঃশ্বাস ফেললেন তিনি । সারদা কর্তার আইনজীবী শাখ্যদ্বীপ দাসগুপ্ত জানান, জলপাইগুড়ি জেলার ভক্তিনগর থানা ও কোতয়ালি থানার চারটি মামলার মধ্যে তিনটিতে সুদীপ্ত সেনের জামিন হয়েছে । সিবিআই চার্জশিট দেওয়ায় একটি মামলা জলপাইগুড়ি আদালত থেকে আলিপুর আদালতে চলে গেল । 6 জুন ফের জলপাইগুড়িতে শুনানি রয়েছে এবং 6 এপ্রিল সিবিআই আদালতে শুনানি রয়েছে । তিনি জানান, তাঁর মক্কেল প্রায় দশ বছর ধরে জেলে রয়েছেন । এই মামলায় সাত বছরের জেল হলেও তাঁর মক্কেল দশ বছর জেলেই রয়েছেন । তদন্তের ঘাটতি ছিল । তাই জামিন হচ্ছিল না বলে অভিযোগ । এবার আস্তে আস্তে জামিন হয়ে যাবে বলে আশাবাদী শাখ্যদ্বীপ দাসগুপ্ত ।

সূত্রের খবর, ভক্তিনগর থানায় একটি মামলা 13 এপ্রিল, 2014 সালে হয়েছিল । এই মামলায় সিবিআই চার্জশিট দেয় ৷ তা দেওয়ায় মামলাটি আলিপুরে সিবিআই কোর্টে গেল । অন্যদিকে 21 এপ্রিল, 2013 সালে কোতয়ালি থানায় একটি মামলা হয় ৷ সেই সামলায় সুদীপ্ত সেনে জামিন হল এদিন । পাশাপাশি ভক্তিনগর থানার 23 এপ্রিল 2013 সালে একটি মামলা হয়েছিল । সেই মামলাতেও জামিন পেল সুদীপ্ত সেন । ভক্তিনগর থানার আরও একটি মামলা হয় 2 মে, 2013 সালে ৷ সেই মামলা থেকেও জামিন পেয়েছেন সুদীপ্ত সেন । জানা গিয়েছে, আর্থিক তছরুপের অভিযোগ ছিল সুদীপ্ত সেনের বিরুদ্ধে ।

আরও পড়ুন: কাঁথি পৌরসভার নথি চুরির মামলায় সুদীপ্ত সেনকে জেরার অনুমতি আদালতের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.