ETV Bharat / state

Panchayat Election 2023: নেই তৃণমূল, 'উৎসবের মেজাজে' মনোনয়ন জমা চলেছে বিরোধীদের - Panchayat Election

মনোনয়নকে ঘিরে উত্তাল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। ঠিক সেসময় উলটো ছবি জলপাইগুড়িতে। খোশমেজাজে একসঙ্গে মনোনয়ন দিচ্ছে বিভিন্ন দল।

Panchayat Election 2023
মনোনয়ন জমা চলেছে বিরোধীদের
author img

By

Published : Jun 14, 2023, 9:18 AM IST

Updated : Jun 14, 2023, 10:29 AM IST

মনোনয়ন জমা চলেছে বিরোধীদের

জলপাইগুড়ি, 14 জুন: দক্ষিণবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নকে কেন্দ্র করে মারমার কাট কাট অবস্থা। কিন্তু জলপাইগুড়িতে মাঠে নেই শাসকদল। উৎসবের মেজাজেই জেলায় মনোনয়ন জমা করছেন বিজেপি, সিপিএম এবং কংগ্রেস প্রার্থীরা। একে অপরের সঙ্গে হাসি, ঠাট্টায় মজেছেন। জলপাইগুড়ি সদর বিডিও অফিসে বাম, কংগ্রেস ও বিজেপি প্রার্থীরা মঙ্গলবার খোশমেজাজেই মনোনয়ন জমা করেন। শাসকদল মনোনয়ন পত্র জমা দিতে আসেনি ফলে শান্তিপূর্ণ ভাবেই মনোনয়ন জমা করেছেন বিরোধীরা । এমনটাই তাঁদের দাবি।

সিপিএম নেতা জামিনার আলি জানান, এবারের পরিবেশ খুব ভালো। নমিনেশন দিতে এসে খুব ভালো লাগছে। একটা সৌজন্যমূলক পরিবেশ লক্ষ্য করছি। এটাই জলপাইগুড়ির ঐতিহ্য। এটাই হওয়া উচিত। মাঝেমধ্যে কিছু বিচ্ছিন ঘটনা ঘটে, যা কাঙ্খিত নয়। এই পরিবেশটা যাতে ভোট ও গণনার দিন পর্যন্ত থাকে সেটাই প্রত্যাশা। আরেক সিপিএম নেতা সফিকুল আলম বলেন, "গতবারের থেকে এবার সিস্টেম খুব ভালো। মিলে মিশেই সবাই মনোনয়ন জমা দিচ্ছেন। একসঙ্গে বসেই সবাই মনোনয়ন জমা করছেন। আজ শাসকদল নেই। তৃণমূল কংগ্রেস থাকলে হয়তো এই পরিবেশ থাকত না। এবার এখনও পরিস্থিতি ভালো আছে। এটাই আমরা চাই। পুলিশ প্রশাসন এমন থাকলে ভালো হবে।"

আরও পড়ুন: অভিষেকের নির্দেশের পরও বিক্ষুব্ধদের মনোনয়ন জমা, উত্তর 24 পরগনায় অস্বস্তিতে তৃণমূল

বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী বলেন, "আজ সবাই একসঙ্গে বসে সবাই মিলে মনোনয়ন জমা দিচ্ছে। আজ সবার মধ্যে একটা মিলমিশ আছে। আজ আমাকে দেখে অন্যা দলের নেতারা খোঁজ খবরও নিলেন।" বিজেপি নেতা তপন রায় বলেন, "এবারের ভোটের যে ব্যবস্থা নিয়েছে প্রশাসন তাতে মনোনয়ন খুব ভালোভাবেই হচ্ছে। শাসকদল এখনও প্রার্থীই দিতে পারছে না। তৃণমূল থাকলে, এই পরিবেশ থাকত না। তাদের উগ্র মেজাজ ৷ এমন পরিবেশ থাকলে মনোনয়ন ভালো হবে আর ভোটটাও ভালো হবে।

মনোনয়ন জমা চলেছে বিরোধীদের

জলপাইগুড়ি, 14 জুন: দক্ষিণবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নকে কেন্দ্র করে মারমার কাট কাট অবস্থা। কিন্তু জলপাইগুড়িতে মাঠে নেই শাসকদল। উৎসবের মেজাজেই জেলায় মনোনয়ন জমা করছেন বিজেপি, সিপিএম এবং কংগ্রেস প্রার্থীরা। একে অপরের সঙ্গে হাসি, ঠাট্টায় মজেছেন। জলপাইগুড়ি সদর বিডিও অফিসে বাম, কংগ্রেস ও বিজেপি প্রার্থীরা মঙ্গলবার খোশমেজাজেই মনোনয়ন জমা করেন। শাসকদল মনোনয়ন পত্র জমা দিতে আসেনি ফলে শান্তিপূর্ণ ভাবেই মনোনয়ন জমা করেছেন বিরোধীরা । এমনটাই তাঁদের দাবি।

সিপিএম নেতা জামিনার আলি জানান, এবারের পরিবেশ খুব ভালো। নমিনেশন দিতে এসে খুব ভালো লাগছে। একটা সৌজন্যমূলক পরিবেশ লক্ষ্য করছি। এটাই জলপাইগুড়ির ঐতিহ্য। এটাই হওয়া উচিত। মাঝেমধ্যে কিছু বিচ্ছিন ঘটনা ঘটে, যা কাঙ্খিত নয়। এই পরিবেশটা যাতে ভোট ও গণনার দিন পর্যন্ত থাকে সেটাই প্রত্যাশা। আরেক সিপিএম নেতা সফিকুল আলম বলেন, "গতবারের থেকে এবার সিস্টেম খুব ভালো। মিলে মিশেই সবাই মনোনয়ন জমা দিচ্ছেন। একসঙ্গে বসেই সবাই মনোনয়ন জমা করছেন। আজ শাসকদল নেই। তৃণমূল কংগ্রেস থাকলে হয়তো এই পরিবেশ থাকত না। এবার এখনও পরিস্থিতি ভালো আছে। এটাই আমরা চাই। পুলিশ প্রশাসন এমন থাকলে ভালো হবে।"

আরও পড়ুন: অভিষেকের নির্দেশের পরও বিক্ষুব্ধদের মনোনয়ন জমা, উত্তর 24 পরগনায় অস্বস্তিতে তৃণমূল

বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী বলেন, "আজ সবাই একসঙ্গে বসে সবাই মিলে মনোনয়ন জমা দিচ্ছে। আজ সবার মধ্যে একটা মিলমিশ আছে। আজ আমাকে দেখে অন্যা দলের নেতারা খোঁজ খবরও নিলেন।" বিজেপি নেতা তপন রায় বলেন, "এবারের ভোটের যে ব্যবস্থা নিয়েছে প্রশাসন তাতে মনোনয়ন খুব ভালোভাবেই হচ্ছে। শাসকদল এখনও প্রার্থীই দিতে পারছে না। তৃণমূল থাকলে, এই পরিবেশ থাকত না। তাদের উগ্র মেজাজ ৷ এমন পরিবেশ থাকলে মনোনয়ন ভালো হবে আর ভোটটাও ভালো হবে।

Last Updated : Jun 14, 2023, 10:29 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.