ETV Bharat / state

2 মাস স্কুল বন্ধ কেন ? মুখ্যমন্ত্রীর কাছে জবাব চাইছে ছাত্রছাত্রীরা - summer vacation

একটানা 2 মাস গরমের ছুটির জন্য স্কুল বন্ধ । এর প্রতিবাদে রাস্তায় নামল ছাত্রছাত্রীরা ।

প্রতিবাদী ছাত্রছাত্রী
author img

By

Published : May 17, 2019, 8:43 AM IST

জলপাইগুড়ি, 17 মে : একটানা 2 মাস স্কুল বন্ধ । এর প্রতিবাদে রাস্তায় নামল ছাত্রছাত্রীরা । স্কুল খোলার দাবিতে জলপাইগুড়ির ঝাঝাঙ্গিতে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করল তারা ।

এর আগেও ছুটি বাতিলের দাবিতে রাস্তায় নামে একদল স্কুলপড়ুয়া । স্কুল এতদিন বন্ধ থাকলে সিলেবাস কীভাবে শেষ হবে সেই বিষয়ে আশঙ্কিত তারা । অথচ স্কুল খুললে পরীক্ষা আরম্ভ । অনেক পড়ুয়ারই গৃহশিক্ষক নেই । স্কুলই ভরসা । এই অবস্থায় স্কুল বন্ধ থাকলে পড়াশোনার সমূহ ক্ষতি । তাই, স্কুল খোলার দাবিতে গতকাল বেলা 12টা থেকে ঝাঝাঙ্গিতে 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রামভোলা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা । কিছুক্ষণ পর অবরোধ তুলে নেওয়া হয় ।

পথ অবরোধে সামিল ছাত্রছাত্রীরা সরাসরি স্লোগান তোলে রাজ্য সরকারের বিরুদ্ধে। ক্লাস টুয়েলভের ছাত্র বীজন রায় বলে, "কেন টানা দু'মাস স্কুল ছুটি দেওয়া হল ? মুখ্যমন্ত্রীকে এর জবাব দিতে হবে । সরকারের এই নীতি মানছি না ।" বেশ কয়েকজনের দাবি ছিল, বেসরকারি স্কুলগুলিকে সুবিধা করে দিতেই সরকারি স্কুল 2 মাস বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে ।

জলপাইগুড়ি, 17 মে : একটানা 2 মাস স্কুল বন্ধ । এর প্রতিবাদে রাস্তায় নামল ছাত্রছাত্রীরা । স্কুল খোলার দাবিতে জলপাইগুড়ির ঝাঝাঙ্গিতে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করল তারা ।

এর আগেও ছুটি বাতিলের দাবিতে রাস্তায় নামে একদল স্কুলপড়ুয়া । স্কুল এতদিন বন্ধ থাকলে সিলেবাস কীভাবে শেষ হবে সেই বিষয়ে আশঙ্কিত তারা । অথচ স্কুল খুললে পরীক্ষা আরম্ভ । অনেক পড়ুয়ারই গৃহশিক্ষক নেই । স্কুলই ভরসা । এই অবস্থায় স্কুল বন্ধ থাকলে পড়াশোনার সমূহ ক্ষতি । তাই, স্কুল খোলার দাবিতে গতকাল বেলা 12টা থেকে ঝাঝাঙ্গিতে 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রামভোলা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা । কিছুক্ষণ পর অবরোধ তুলে নেওয়া হয় ।

পথ অবরোধে সামিল ছাত্রছাত্রীরা সরাসরি স্লোগান তোলে রাজ্য সরকারের বিরুদ্ধে। ক্লাস টুয়েলভের ছাত্র বীজন রায় বলে, "কেন টানা দু'মাস স্কুল ছুটি দেওয়া হল ? মুখ্যমন্ত্রীকে এর জবাব দিতে হবে । সরকারের এই নীতি মানছি না ।" বেশ কয়েকজনের দাবি ছিল, বেসরকারি স্কুলগুলিকে সুবিধা করে দিতেই সরকারি স্কুল 2 মাস বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে ।

Intro:জলপাইগুড়িঃঃ প্রথম রাউন্ডের গোনা ও রিটার্নিং অফিসারের স্বাক্ষর না হওয়া পর্যন্ত দ্বিতীয় রাউন্ডের গননা শুরু করা যাবে না।নির্বাচন কমিশনের এমন নির্দেশিকার বিপাকে পরেছেন লোকসভা নির্বাচনের প্রার্থী থেকে শুরু করে খোদ রিটার্নিং অফিসারও।

প্রথম রাউন্ডের গননা শেষ হবার পর রিটার্নিং অফিসার ও পর্যবেক্ষকের স্বাক্ষর না হওয়া পর্যন্ত দ্বিতীয় রাউন্ডের গননা শুরুওই করা যাবে না।ফলে গননার ক্ষেত্রে অনেক দেরি হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন রিটার্নিং অফিসার সহ প্রার্থীরা।এছাড়া ইভিএম গোনা শেষ হবার পর ভিভিপ্যাড গোনা হবে।অর্থাৎ জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভার জন্য ৩৫ টি ভিভিপ্যাড গননা করে দেখা হবে ইভিএমের সাথে ভিভিপ্যাডের ভোট সংখ্যা মিলছে কিনা। যদি না মেলে তাহলে কমপক্ষে তিনিবার ভিভিপ্যাডের ভোট গননা করা হবে।

ফলাফল ঘোষনা করার আগে সুবিধা পোর্টালে আগে রাউন্ডের ফলাফল আপলোড করতে হবে তারপর রিটার্নিং অফিসার সেই শিটে স্বাক্ষর করবেন।এছাড়া ইভিএমের গননা শেষ হবার পরেই ৩৫ টি ভিভিপ্যাড গননা করা হবে।

জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের ফলাফল প্রকাশকে কেন্দ্র করে বিচলিত সব প্রার্থীই।কারন অন্যান্য বছরের মত এবার আর ফলাফল তাড়াতাড়ি জানা যাবে না।তার জন্য অনেক সময় অপেক্ষা করতে হবে।

জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে ১৪ রাউন্ড গননা হবে।১৫৮ টি টেবিলে গননা হবে।৮০০ এর অধিক কাউন্টিং স্টাফ থাকছে বলে জানান জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের রিটার্নিংং অফিসার শিল্পা গৌরীসারিয়া।

এদিন তৃনমুল প্রার্থী বিজয় চন্দ্র বর্মন, বিজেপি প্রার্থী ডাঃজয়ন্ত রায় একই সুরে বলেন এবার আমাদের ফাইনাল রেজাল্ট পেতে অনেক দেরি হবে। আজ আমাদের কিভাবে গননা হবে তা জানিয়েদিয়েছে রিটার্নিবগ অফিসার।Body:জলপাইগুড়িঃঃ প্রথম রাউন্ডের গোনা ও রিটার্নিং অফিসারের স্বাক্ষর না হওয়া পর্যন্ত দ্বিতীয় রাউন্ডের গননা শুরু করা যাবে না।নির্বাচন কমিশনের এমন নির্দেশিকার বিপাকে পরেছেন লোকসভা নির্বাচনের প্রার্থী থেকে শুরু করে খোদ রিটার্নিং অফিসারও।

প্রথম রাউন্ডের গননা শেষ হবার পর রিটার্নিং অফিসার ও পর্যবেক্ষকের স্বাক্ষর না হওয়া পর্যন্ত দ্বিতীয় রাউন্ডের গননা শুরুওই করা যাবে না।ফলে গননার ক্ষেত্রে অনেক দেরি হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন রিটার্নিং অফিসার সহ প্রার্থীরা।এছাড়া ইভিএম গোনা শেষ হবার পর ভিভিপ্যাড গোনা হবে।অর্থাৎ জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভার জন্য ৩৫ টি ভিভিপ্যাড গননা করে দেখা হবে ইভিএমের সাথে ভিভিপ্যাডের ভোট সংখ্যা মিলছে কিনা। যদি না মেলে তাহলে কমপক্ষে তিনিবার ভিভিপ্যাডের ভোট গননা করা হবে।

ফলাফল ঘোষনা করার আগে সুবিধা পোর্টালে আগে রাউন্ডের ফলাফল আপলোড করতে হবে তারপর রিটার্নিং অফিসার সেই শিটে স্বাক্ষর করবেন।এছাড়া ইভিএমের গননা শেষ হবার পরেই ৩৫ টি ভিভিপ্যাড গননা করা হবে।

জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের ফলাফল প্রকাশকে কেন্দ্র করে বিচলিত সব প্রার্থীই।কারন অন্যান্য বছরের মত এবার আর ফলাফল তাড়াতাড়ি জানা যাবে না।তার জন্য অনেক সময় অপেক্ষা করতে হবে।

জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে ১৪ রাউন্ড গননা হবে।১৫৮ টি টেবিলে গননা হবে।৮০০ এর অধিক কাউন্টিং স্টাফ থাকছে বলে জানান জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের রিটার্নিংং অফিসার শিল্পা গৌরীসারিয়া।

এদিন তৃনমুল প্রার্থী বিজয় চন্দ্র বর্মন, বিজেপি প্রার্থী ডাঃজয়ন্ত রায় একই সুরে বলেন এবার আমাদের ফাইনাল রেজাল্ট পেতে অনেক দেরি হবে। আজ আমাদের কিভাবে গননা হবে তা জানিয়েদিয়েছে রিটার্নিবগ অফিসার।Conclusion:জলপাইগুড়িঃঃ প্রথম রাউন্ডের গোনা ও রিটার্নিং অফিসারের স্বাক্ষর না হওয়া পর্যন্ত দ্বিতীয় রাউন্ডের গননা শুরু করা যাবে না।নির্বাচন কমিশনের এমন নির্দেশিকার বিপাকে পরেছেন লোকসভা নির্বাচনের প্রার্থী থেকে শুরু করে খোদ রিটার্নিং অফিসারও।

প্রথম রাউন্ডের গননা শেষ হবার পর রিটার্নিং অফিসার ও পর্যবেক্ষকের স্বাক্ষর না হওয়া পর্যন্ত দ্বিতীয় রাউন্ডের গননা শুরুওই করা যাবে না।ফলে গননার ক্ষেত্রে অনেক দেরি হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন রিটার্নিং অফিসার সহ প্রার্থীরা।এছাড়া ইভিএম গোনা শেষ হবার পর ভিভিপ্যাড গোনা হবে।অর্থাৎ জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভার জন্য ৩৫ টি ভিভিপ্যাড গননা করে দেখা হবে ইভিএমের সাথে ভিভিপ্যাডের ভোট সংখ্যা মিলছে কিনা। যদি না মেলে তাহলে কমপক্ষে তিনিবার ভিভিপ্যাডের ভোট গননা করা হবে।

ফলাফল ঘোষনা করার আগে সুবিধা পোর্টালে আগে রাউন্ডের ফলাফল আপলোড করতে হবে তারপর রিটার্নিং অফিসার সেই শিটে স্বাক্ষর করবেন।এছাড়া ইভিএমের গননা শেষ হবার পরেই ৩৫ টি ভিভিপ্যাড গননা করা হবে।

জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের ফলাফল প্রকাশকে কেন্দ্র করে বিচলিত সব প্রার্থীই।কারন অন্যান্য বছরের মত এবার আর ফলাফল তাড়াতাড়ি জানা যাবে না।তার জন্য অনেক সময় অপেক্ষা করতে হবে।

জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে ১৪ রাউন্ড গননা হবে।১৫৮ টি টেবিলে গননা হবে।৮০০ এর অধিক কাউন্টিং স্টাফ থাকছে বলে জানান জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের রিটার্নিংং অফিসার শিল্পা গৌরীসারিয়া।

এদিন তৃনমুল প্রার্থী বিজয় চন্দ্র বর্মন, বিজেপি প্রার্থী ডাঃজয়ন্ত রায় একই সুরে বলেন এবার আমাদের ফাইনাল রেজাল্ট পেতে অনেক দেরি হবে। আজ আমাদের কিভাবে গননা হবে তা জানিয়েদিয়েছে রিটার্নিবগ অফিসার।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.