ETV Bharat / state

সাধ্য নেই নতুন জুতো কেনার, ছাত্রকে স্কুল থেকে বের করে দেওয়ার অভিযোগ - Fanindradev School

বাবা পেশায় টোটোচালক ৷ অন্যের টোটো চালিয়ে রুটি-রুজির জোগাড় করেন ৷ এই পরিস্থিতিতে ছেলেকে জুতো কিনে দিতে পারেননি ৷ তাই পুজোয় বাবার কিনে দেওয়া অন্য একটি জুতো পরে স্কুলে এসেছিল ওই ছাত্র ৷ আর তাতেই ওই তাকে স্কুল থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল হেডমাস্টারের বিরুদ্ধে ৷

Student suspended by headmaster for not wearing proper shoe
জলপাইগুড়ির স্কুলের ছাত্র
author img

By

Published : Feb 5, 2020, 7:16 PM IST

Updated : Feb 5, 2020, 7:54 PM IST

জলপাইগুড়ি, 5 ফেব্রুয়ারি : স্কুলের নিয়ম অনুযায়ী সঠিক জুতো পরেনি। তাই এক ছাত্রকে বের করে দেওয়ার অভিযোগ উঠল জলপাইগুড়ির ফণীন্দ্রদেব স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৷ যদিও অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক জানিয়েছেন, প্রয়োজনে ওই ছাত্রকে জুতো কিনে দেওয়া হবে ৷

স্কুল মানেই কঠোর নিয়মের বেড়াজাল ৷ রোজ ইউনিফর্ম পরে, কাঁধে ব্যাগ নিয়ে স্কুলের পথে ছুটতে হয় পড়ুয়াদের ৷ সবার জন্য এক নিয়ম৷ তাতে ফাঁকি দেওয়ার জো নেই ৷ কিন্তু, নিয়ম পালনে একটু ভুল হয়েছিল জলপাইগুড়ির ফণীন্দ্রদেব স্কুলের ক্লাস সেভেনের এক ছাত্রের৷ স্কুলে অন্য জুতো পরে গিয়েছিল সে। বাবা পেশায় টোটোচালক ৷ অন্যের টোটো চালিয়ে রুজি-রুটি জোগাড় করেন ৷ এই পরিস্থিতিতে ছেলেকে স্কুলের জুতো কিনে দিতে পারেননি ৷ তাই পুজোয় বাবার কিনে দেওয়া অন্য একটি জুতো পরে স্কুলে গিয়েছিল ওই ছাত্র ৷ আর তাতেই তাকে স্কুল থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৷ দু’দিন পরপর এভাবে তাকে বের করে দেওয়ায়, ছাত্রের মা ও এক পরিচিত স্কুলে যান ৷ প্রধান শিক্ষককে বুঝিয়ে বলেন তাঁদের আর্থিক পরিস্থিতির কথা ৷ এমনকী মাসখানেক সময় চেয়ে নেন ছেলের নতুন জুতো কিনে দেওয়ার জন্য ৷

Fanindradev school of Jalpaiguri
জলপাইগুড়ির সেই স্কুল

জলপাইগুড়ির একটি স্বেচ্ছাসেবী সংগঠন সভাপতি নব্যেন্দু মৌলিক অভিযোগ করেন, ওদের আর্থিক অবস্থা খুবই খারাপ ৷ তা জেনেও কেন বের করে দেওয়া হচ্ছে জানি না ৷ সরকার থেকে যেখানে বলা হচ্ছে স্কুলছুটের সংখ্যা কমাতে, সেখানে ওই ছাত্রকে পরপর দু’দিন বের করে দেওয়া হল স্কুল থেকে ৷ এভাবে চলতে থাকলে ও এরপর স্কুলে যেতেই চাইবে না ৷

যদিও প্রধান শিক্ষক প্রকাশ কুণ্ডু বলেন, ‘‘ ক্লাস সেভেনের ওই ছাত্রের বিষয়টি আমার প্রথমে জানা ছিল না ৷ তার মা আমার সঙ্গে এসে কথা বলার পর তাঁকে দরখাস্ত দিতে বলেছি ৷ আমরা চাই, স্কুলের সব পড়ুয়া একই নিয়মের মধ্যে চলুক ৷ কিন্তু কেউ জুতো কিনতে না পারলে আমরা তাকে স্কুল থেকে বের করে দেব না ৷ অনেকের স্কুল ফি আমরা মকুব করে দিই ৷ তারাও তো স্কুলে পড়াশোনা করছে ৷ কাউকে স্কুল থেকে বের করে দেওয়ার ঘটনা সম্পূর্ণ ভিত্তিহীন এবং ভুয়ো খবর ৷’’

দেখুন ভিডিও

জলপাইগুড়ি, 5 ফেব্রুয়ারি : স্কুলের নিয়ম অনুযায়ী সঠিক জুতো পরেনি। তাই এক ছাত্রকে বের করে দেওয়ার অভিযোগ উঠল জলপাইগুড়ির ফণীন্দ্রদেব স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৷ যদিও অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক জানিয়েছেন, প্রয়োজনে ওই ছাত্রকে জুতো কিনে দেওয়া হবে ৷

স্কুল মানেই কঠোর নিয়মের বেড়াজাল ৷ রোজ ইউনিফর্ম পরে, কাঁধে ব্যাগ নিয়ে স্কুলের পথে ছুটতে হয় পড়ুয়াদের ৷ সবার জন্য এক নিয়ম৷ তাতে ফাঁকি দেওয়ার জো নেই ৷ কিন্তু, নিয়ম পালনে একটু ভুল হয়েছিল জলপাইগুড়ির ফণীন্দ্রদেব স্কুলের ক্লাস সেভেনের এক ছাত্রের৷ স্কুলে অন্য জুতো পরে গিয়েছিল সে। বাবা পেশায় টোটোচালক ৷ অন্যের টোটো চালিয়ে রুজি-রুটি জোগাড় করেন ৷ এই পরিস্থিতিতে ছেলেকে স্কুলের জুতো কিনে দিতে পারেননি ৷ তাই পুজোয় বাবার কিনে দেওয়া অন্য একটি জুতো পরে স্কুলে গিয়েছিল ওই ছাত্র ৷ আর তাতেই তাকে স্কুল থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৷ দু’দিন পরপর এভাবে তাকে বের করে দেওয়ায়, ছাত্রের মা ও এক পরিচিত স্কুলে যান ৷ প্রধান শিক্ষককে বুঝিয়ে বলেন তাঁদের আর্থিক পরিস্থিতির কথা ৷ এমনকী মাসখানেক সময় চেয়ে নেন ছেলের নতুন জুতো কিনে দেওয়ার জন্য ৷

Fanindradev school of Jalpaiguri
জলপাইগুড়ির সেই স্কুল

জলপাইগুড়ির একটি স্বেচ্ছাসেবী সংগঠন সভাপতি নব্যেন্দু মৌলিক অভিযোগ করেন, ওদের আর্থিক অবস্থা খুবই খারাপ ৷ তা জেনেও কেন বের করে দেওয়া হচ্ছে জানি না ৷ সরকার থেকে যেখানে বলা হচ্ছে স্কুলছুটের সংখ্যা কমাতে, সেখানে ওই ছাত্রকে পরপর দু’দিন বের করে দেওয়া হল স্কুল থেকে ৷ এভাবে চলতে থাকলে ও এরপর স্কুলে যেতেই চাইবে না ৷

যদিও প্রধান শিক্ষক প্রকাশ কুণ্ডু বলেন, ‘‘ ক্লাস সেভেনের ওই ছাত্রের বিষয়টি আমার প্রথমে জানা ছিল না ৷ তার মা আমার সঙ্গে এসে কথা বলার পর তাঁকে দরখাস্ত দিতে বলেছি ৷ আমরা চাই, স্কুলের সব পড়ুয়া একই নিয়মের মধ্যে চলুক ৷ কিন্তু কেউ জুতো কিনতে না পারলে আমরা তাকে স্কুল থেকে বের করে দেব না ৷ অনেকের স্কুল ফি আমরা মকুব করে দিই ৷ তারাও তো স্কুলে পড়াশোনা করছে ৷ কাউকে স্কুল থেকে বের করে দেওয়ার ঘটনা সম্পূর্ণ ভিত্তিহীন এবং ভুয়ো খবর ৷’’

দেখুন ভিডিও
Intro:জলপাইগুড়িঃঃ স্কুলের জুতো পরে স্কুলে না আসায় স্কুলে ক্লাবে করতে দেওয়া হল না ছাত্রকে।স্কুল থেকে ছাত্রকে বের করে দেবার অভিযোগ উঠল স্কুল কতৃপক্ষের বিরুদ্ধে।স্কুলে ক্লাস করতে না পেরে স্কুল থেকে বেরিয়ে গেল ছাত্র এমন অভিযোগ উঠল জলপাইগুড়ির ফনিন্দ্রদেব বিদ্যালয়ের বিরুদ্ধে।এমন ঘটনাকে কেন্দ্র করে প্রশ্নের মুখে প্রধান শিক্ষক।
Body:জলপাইগুড়ি ফণীন্দ্রদেব বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্র গতকাল স্কুলে আসে। কিন্তু স্কুলের জুতো পরে আসে নি।সে অন্য জুতো পরে এসেছিল।গতকাল তাকে জুতো না থাকার কারনে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। আজও সে স্কুলের জুতো পরে আসেন নি আজও তাকে স্কুলের ক্লাস করতে দেওয়া হয়নি বলে অভিযোগ। এরপর ছাত্রের শুভাকাঙ্ক্ষী ও তার মা স্কুলে আসেন কেন তার ছেলেকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে তা জানতে চান। Conclusion:দেবাংশুর মা লিলি সান্যাল জানান তার স্বামী পেশায় টোটোচালক।এই সময়ে তাদের আর্থিক অবস্থা খুব খারাপ।আমি স্কুলে এসে বলেছিলা আমাদেরকে মাস খানেক সময় দেওয়া হোক।কিন্তু স্কুল কর্তৃপক্ষ তা শোনেন নি।আজও ছেলেকে জুতো না থাকার কারনে বের করে দেওয়া হয়েছে স্কুল থেকে।

এদিন ঘটনা জানতে পারেন স্কুলে আসেন জলপাইগুড়ির স্বেচ্ছাসেবী সংগঠন প্রকাশ ফাউন্ডেশনের সভাপতি নব্যেন্দু মৌলিক অভিযোগ করে বলেন স্কুলের জুতো না পরে যাবার ফলে স্কুলে ক্লাস করতে দেওয়া হবে না এটা কেমন কথা।অবিভাবক ডেকে জানানো যেতে পারত। কিন্তু তা না করে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হল এটা ঠিক হয়নি।এরপর ছাত্রটি স্কুলে আসা বন্ধ করে দেবে। সপ্তম শ্রেণীর ঐ ছাত্রও জানিয়েছে স্কুলের জুতো না পরে স্কুলে আসায় তাকে স্কুলে থেকে দুদিন বের করে দেওয়া হয়েছে।

জলপাইগুড়ি ফনিন্দ্রদেব বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রকাশ কুন্ডু জানান অভিযোগ ভিত্তিহীন।তিনি বলেন একটা রটনা রটেছে এমন কোন ঘটনা ঘটেনি।আমাকে জানানো হয়নি তার জুতো নেই তার মা আজ এসে বলল তাদের আর্থিক অবস্থা ভালো নয় তাই জুতো কিনতে পারছেন না।আমি তাকে দরখাস্ত দিতে বলেছি। তিনি বলেন আমি ছাত্রের জুতোর ব্যবস্থা করব। তবে আমি কখনোউ চাই না কোন ছাত্র ড্রপ আউট হোক। ছাত্ররা যাতে স্কুলের নিয়মানুবর্তিতায় আসে তার চেস্টা করছি।
Last Updated : Feb 5, 2020, 7:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.