ETV Bharat / state

Stolen Items Recovered : চুরি যাওয়া ৫ লক্ষ টাকার সামগ্রী উদ্ধার জলপাইগুড়িতে, গ্রেফতার 4 - 4 men arrested

তদন্তে নেমে প্রথমে রবি পাল এবং চঞ্চল রায় নামে দু'জনকে গ্রেফতার করে তারা । তাদের কাছ থেকে উদ্ধার করা হয় চুরি যাওয়া ৫০ গ্রাম সোনা, যা গলিয়ে ফেলা হয়েছিল । ওই দুই দুুষ্কৃতীর সূত্র ধরেই একটি স্কুটি, ক্যামেরা ও একটি টিভি উদ্ধার করা হয় ।

Stolen Items Recovered
চুরি যাওয়া ৫ লক্ষ টাকার সামগ্রী উদ্ধার জলপাইগুড়িতে
author img

By

Published : Oct 18, 2021, 9:50 PM IST

জলপাইগুড়ি, 18 অক্টোবর : বড়সড় চুরির কিনারা করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ । উদ্ধার হল সরকারি কর্মীর বাড়ি থেকে চুরি যাওয়া সোনা, স্কুটি, টিভি, ক্যামেরা ৷ ঘটনায় 4 জনকে গ্রেফতার করা হয়েছে । পুলিশ জানিয়েছে চুরির পর সোনার গয়না গলিয়ে ফেলেছিল দুষ্কৃতীরা ৷ চুরি যাওয়া প্রায় ৫০ গ্রাম সোনা উদ্ধার হয়েছে গ্রেফতার 4 জনের থেকে।

জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানান, কলকাতার বাসিন্দা অভিজিৎ নন্দন পেশায় কেন্দ্রীয় সরকারি কর্মী । কর্মসূত্রে জলপাইগুড়ি শহরের ৩ নম্বর ওয়ার্ডের হাকিম পাড়ায় থাকেন পরিবারকে নিয়ে । পরিবারকে নিয়ে কলকাতার বাড়িতে গিয়েছিলেন অভিজিৎ নন্দন । গত ৩ জুলাই জলপাইগুড়ির বাড়িতে ফিরে হতবাক হয়ে যান তিনি । ঘরের ভিতরে সব কিছু লণ্ডভণ্ড হয়েছিল । এরপর নজরে আসে একাধিক জিনিস চুরি গিয়েছে । বাড়িতে থাকা স্কুটি, সোনার গয়না, জামাকাপড়, টিভি, ক্যামেরা-সহ অনেক কিছুরই সন্ধান পাননি তারা। অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নামে ৷

তদন্তে নেমে প্রথমে রবি পাল এবং চঞ্চল রায় নামে দু'জনকে গ্রেফতার করে পুলিশ । তাদের কাছ থেকে উদ্ধার করা হয় চুরি যাওয়া ৫০ গ্রাম সোনা, যা গলিয়ে ফেলা হয়েছিল । দুই দুুষ্কৃতীর সূত্র ধরেই পরে একটি স্কুটি, ক্যামেরা ও একটি টিভি উদ্ধার করা হয় । এরপর তাদের জিজ্ঞাসাবাদ করে চুরির লেনদেনের সঙ্গে যুক্ত রাজীব পাল, রাজীব দাস নামে আরও দু'জনকে গ্রেফতার করে পুলিশ ৷ তাদের কাছ থেকে চুরি হওয়া অন্যান্য সামগ্রীও উদ্ধার হয় । ধৃতদের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে ।

সোমবার কোতয়ালি থানায় সাংবাদিক বৈঠক করে জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, "অভিযুক্তদের পুলিশি হেফাজতে নিয়ে জেরা করা হচ্ছে । সাম্প্রতিক সময়ে শহরে বেশ কিছু জায়গায় চুরির ঘটনা ঘটছে । তার কিনারা আমরা করে ফেলব । পুনরায় যাতে এমন ঘটনা না ঘটে তার দিকে নজর দেওয়া হচ্ছে।" কোতোয়ালি থানার সাংবাদিক বৈঠক উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার পলাশ চন্দ ধালি, ডিএসপি সদর সমীর পাল, আই সি অর্ঘ্য সরকার।

জলপাইগুড়ি, 18 অক্টোবর : বড়সড় চুরির কিনারা করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ । উদ্ধার হল সরকারি কর্মীর বাড়ি থেকে চুরি যাওয়া সোনা, স্কুটি, টিভি, ক্যামেরা ৷ ঘটনায় 4 জনকে গ্রেফতার করা হয়েছে । পুলিশ জানিয়েছে চুরির পর সোনার গয়না গলিয়ে ফেলেছিল দুষ্কৃতীরা ৷ চুরি যাওয়া প্রায় ৫০ গ্রাম সোনা উদ্ধার হয়েছে গ্রেফতার 4 জনের থেকে।

জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানান, কলকাতার বাসিন্দা অভিজিৎ নন্দন পেশায় কেন্দ্রীয় সরকারি কর্মী । কর্মসূত্রে জলপাইগুড়ি শহরের ৩ নম্বর ওয়ার্ডের হাকিম পাড়ায় থাকেন পরিবারকে নিয়ে । পরিবারকে নিয়ে কলকাতার বাড়িতে গিয়েছিলেন অভিজিৎ নন্দন । গত ৩ জুলাই জলপাইগুড়ির বাড়িতে ফিরে হতবাক হয়ে যান তিনি । ঘরের ভিতরে সব কিছু লণ্ডভণ্ড হয়েছিল । এরপর নজরে আসে একাধিক জিনিস চুরি গিয়েছে । বাড়িতে থাকা স্কুটি, সোনার গয়না, জামাকাপড়, টিভি, ক্যামেরা-সহ অনেক কিছুরই সন্ধান পাননি তারা। অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নামে ৷

তদন্তে নেমে প্রথমে রবি পাল এবং চঞ্চল রায় নামে দু'জনকে গ্রেফতার করে পুলিশ । তাদের কাছ থেকে উদ্ধার করা হয় চুরি যাওয়া ৫০ গ্রাম সোনা, যা গলিয়ে ফেলা হয়েছিল । দুই দুুষ্কৃতীর সূত্র ধরেই পরে একটি স্কুটি, ক্যামেরা ও একটি টিভি উদ্ধার করা হয় । এরপর তাদের জিজ্ঞাসাবাদ করে চুরির লেনদেনের সঙ্গে যুক্ত রাজীব পাল, রাজীব দাস নামে আরও দু'জনকে গ্রেফতার করে পুলিশ ৷ তাদের কাছ থেকে চুরি হওয়া অন্যান্য সামগ্রীও উদ্ধার হয় । ধৃতদের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে ।

সোমবার কোতয়ালি থানায় সাংবাদিক বৈঠক করে জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, "অভিযুক্তদের পুলিশি হেফাজতে নিয়ে জেরা করা হচ্ছে । সাম্প্রতিক সময়ে শহরে বেশ কিছু জায়গায় চুরির ঘটনা ঘটছে । তার কিনারা আমরা করে ফেলব । পুনরায় যাতে এমন ঘটনা না ঘটে তার দিকে নজর দেওয়া হচ্ছে।" কোতোয়ালি থানার সাংবাদিক বৈঠক উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার পলাশ চন্দ ধালি, ডিএসপি সদর সমীর পাল, আই সি অর্ঘ্য সরকার।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.