ETV Bharat / state

TET Recruitment Scam: 2014 সালের চাকরি প্রাপকদের নথি খুঁজতে কালঘাম ছুটছে আধিকারিকদের - রাজ্য শিক্ষা দফতর

টেট দুর্নীতি (TET Recruitment Scam) নিয়ে বিতর্কের মধ্যেই জলপাইগুড়ি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ (District Primary School Council) বা ডিপিএসসি (DPSC)-কে বিশেষ নির্দেশ পাঠাল রাজ্য শিক্ষা দফতর (State Education Department) ৷ 2014 সালে টেট পাশ করে যাঁরা চাকরি পেয়েছিলেন, তাঁদের সম্পর্কে যাবতীয় তথ্য ও নথি চেয়ে পাঠানো হয়েছে ৷

State Education Department directs Jalpaiguri DPSC to submit documents regarding 2014 TET Recruitment
TET Recruitment Scam: 2014 সালের চাকরি প্রাপকদের নথি খুঁজতে কালঘাম ছুটছে আধিকারিকদের
author img

By

Published : Jun 24, 2022, 6:53 PM IST

জলপাইগুড়ি, 24 জুন: 2014 সালে টেট পাশ করে যাঁরা জলপাইগুড়ি জেলার বিভিন্ন স্কুলে চাকরি পেয়েছিলেন, তাঁদের সম্পর্কে বিস্তারিত তথ্য চেয়ে পাঠিয়েছে রাজ্য শিক্ষা দফতর (State Education Department) ৷ সেই নির্দেশ মেনে পুরনো নথি খোঁজার কাজ শুরু করেছে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ (District Primary School Council) বা ডিপিএসসি (DPSC) ৷ সূত্রের দাবি, ধুলো ঝেড়ে নথি বের করতে কালঘাম ছুটে যাচ্ছে সংশ্লিষ্ট আধিকারিকদের ৷ যদিও চেয়ারম্যান লৈখ্যমোহন রায় জানিয়েছেন, এগুলি সবই গুরুত্বপূর্ণ নথি ৷ তাই একটু সময় লাগলেও সেগুলি খুঁজে পেতে কোনও অসুবিধা হবে না ৷

লৈখ্যমোহন জানিয়েছেন, 2014 সালে যাঁরা প্রাথমিক শিক্ষকের চাকরি পেয়েছেন, তাঁদের মৌখিক পরীক্ষা থেকে শুরু করে চাকরিতে যোগ দেওয়া পর্যন্ত সমস্ত নথি খুঁজে বের করা হচ্ছে ৷ এর জন্য কার্যত দিন-রাত এক করে কাজ করতে হচ্ছে কর্মী ও আধিকারিকদের ৷ চাকরিতে যোগ দেওয়া প্রার্থীদের আবেদনপত্র, পরীক্ষার উত্তরপত্র-সহ সমস্ত নথি পুরনো ফাইল থেকে বের করা হচ্ছে ৷ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মেনেই সব কিছু করা হচ্ছে বলে জানিয়েছেন চেয়ারম্যান ৷

দিন-রাত এক করে নথি খুঁজছেন আধিকারিকরা ৷

আরও পড়ুন: TET Recruitment Scam: প্রাথমিকে নিয়োগ দুর্নীতি! মামলাকারীকে ডেকে জিজ্ঞাসাবাদ সিবিআই-এর

প্রসঙ্গত, রাজ্যজুড়ে শিক্ষাক্ষেত্রে নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে ৷ এসএসসি-র পর টেট নিয়েও শুরু হয়েছে মামলা ৷ চলছে তদন্ত ৷ বেআইনিভাবে নিয়োগের অভিযোগে 269 জন শিক্ষক-শিক্ষিকাকে চাকরিও খোয়াতে হয়েছে ৷ সেই ঘটনার প্রেক্ষিতেই জলপাইগুড়ি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের কাছ থেকে প্রয়োজনীয় সমস্ত নথি চেয়ে পাঠানো হয়েছে ৷

জলপাইগুড়ি, 24 জুন: 2014 সালে টেট পাশ করে যাঁরা জলপাইগুড়ি জেলার বিভিন্ন স্কুলে চাকরি পেয়েছিলেন, তাঁদের সম্পর্কে বিস্তারিত তথ্য চেয়ে পাঠিয়েছে রাজ্য শিক্ষা দফতর (State Education Department) ৷ সেই নির্দেশ মেনে পুরনো নথি খোঁজার কাজ শুরু করেছে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ (District Primary School Council) বা ডিপিএসসি (DPSC) ৷ সূত্রের দাবি, ধুলো ঝেড়ে নথি বের করতে কালঘাম ছুটে যাচ্ছে সংশ্লিষ্ট আধিকারিকদের ৷ যদিও চেয়ারম্যান লৈখ্যমোহন রায় জানিয়েছেন, এগুলি সবই গুরুত্বপূর্ণ নথি ৷ তাই একটু সময় লাগলেও সেগুলি খুঁজে পেতে কোনও অসুবিধা হবে না ৷

লৈখ্যমোহন জানিয়েছেন, 2014 সালে যাঁরা প্রাথমিক শিক্ষকের চাকরি পেয়েছেন, তাঁদের মৌখিক পরীক্ষা থেকে শুরু করে চাকরিতে যোগ দেওয়া পর্যন্ত সমস্ত নথি খুঁজে বের করা হচ্ছে ৷ এর জন্য কার্যত দিন-রাত এক করে কাজ করতে হচ্ছে কর্মী ও আধিকারিকদের ৷ চাকরিতে যোগ দেওয়া প্রার্থীদের আবেদনপত্র, পরীক্ষার উত্তরপত্র-সহ সমস্ত নথি পুরনো ফাইল থেকে বের করা হচ্ছে ৷ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মেনেই সব কিছু করা হচ্ছে বলে জানিয়েছেন চেয়ারম্যান ৷

দিন-রাত এক করে নথি খুঁজছেন আধিকারিকরা ৷

আরও পড়ুন: TET Recruitment Scam: প্রাথমিকে নিয়োগ দুর্নীতি! মামলাকারীকে ডেকে জিজ্ঞাসাবাদ সিবিআই-এর

প্রসঙ্গত, রাজ্যজুড়ে শিক্ষাক্ষেত্রে নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে ৷ এসএসসি-র পর টেট নিয়েও শুরু হয়েছে মামলা ৷ চলছে তদন্ত ৷ বেআইনিভাবে নিয়োগের অভিযোগে 269 জন শিক্ষক-শিক্ষিকাকে চাকরিও খোয়াতে হয়েছে ৷ সেই ঘটনার প্রেক্ষিতেই জলপাইগুড়ি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের কাছ থেকে প্রয়োজনীয় সমস্ত নথি চেয়ে পাঠানো হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.