ETV Bharat / state

Dhupguri : ভ্যাকসিন নিতে প্রবল হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে আহত 15 - ভ্যাকসিন নিতে হুড়োহুড়ি

বড় লোহার গেটে ভিড় আছড়ে পড়ে ৷ যার জেরে ভেঙে যায় গেটের তালা ৷ ফলে একে অপরের উপর হুমড়ি খেয়ে পড়েন টিকা নিতে আসা মানুষজন ৷ ভিড়ের চাপে পদপিষ্ট হওয়ার মতো অবস্থা হয় ৷ তাতেই আহত হন 15 জন ৷

vaccine
vaccine
author img

By

Published : Aug 31, 2021, 3:38 PM IST

Updated : Aug 31, 2021, 5:53 PM IST

ধূপগুড়ি, 31 অগস্ট : ভ্যাকসিন গ্রহণ কেন্দ্রে প্রবল হুড়োহুড়ি ৷ কোভিড ভ্যাকসিন নিতে গিয়ে পদপিষ্ট হওয়ার মতো অবস্থা হল ৷ তার জেরে আহত হলেন 15 জন ৷ কেউ ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়লেন ৷ কারও শরীর থেকে রক্ত ঝরল ৷ মঙ্গলবার ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ধূপগুড়ির বানারহাট ব্লকের শালবাড়ির 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় ৷ আহতদের মধ্যে পুলিশ কর্মীও রয়েছেন ৷ গুরুতর আহতদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷

এলাকার দুরামারি চন্দ্রকান্ত উচ্চবিদ্যালয়ে কোভিড ভ্যাকসিনেশন সেন্টার করা হয়েছে ৷ মঙ্গলবার সকাল থেকে টিকাকেন্দ্রের বাইরে লম্বা লাইন ছিল ৷ বেলা যত বাড়তে থাকে ভিড় তত বাড়ে ৷ এতটাই ভিড় বেড়ে যায় যে গেটের দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা ভিড় সামাল দিতে স্কুলের ছোট গেটটি খুলে দেয় ৷ তাতে হুড়োহুড়ি আরও বাড়ে ৷ বড় লোহার গেটে ভিড় আছড়ে পড়ে ৷ যার জেরে ভেঙে যায় গেটের তালা ৷ ফলে একে অপরের উপর হুমড়ি খেয়ে পড়েন টিকা নিতে আসা মানুষজন ৷ ভিড়ের চাপে পদপিষ্ট হওয়ার মতো অবস্থা হয় ৷ তাতেই আহত হন 30 জন ৷ তার মধ্যে গুরুতর আহত হয়েছেন চারজন ৷ হুড়োহুড়িতে আহত হয়েছেন কয়েকজন পুলিশকর্মীও ৷

আরও পড়ুন : Corona in India : একদিনে সংক্রমণ কমে 30 হাজারের ঘরে, কেরালা একাই সাড়ে 19 হাজার

আহতদের উদ্ধার করে প্রথমে বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতাল এবং ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পরে গুরুতর আহতদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দেয় এলাকায় । তবে এই দুর্ঘটনার পরেও ভ্যাকসিনেশন ক্যাম্পে ভিড়ের চাপ কমেনি ।

ধূপগুড়ি, 31 অগস্ট : ভ্যাকসিন গ্রহণ কেন্দ্রে প্রবল হুড়োহুড়ি ৷ কোভিড ভ্যাকসিন নিতে গিয়ে পদপিষ্ট হওয়ার মতো অবস্থা হল ৷ তার জেরে আহত হলেন 15 জন ৷ কেউ ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়লেন ৷ কারও শরীর থেকে রক্ত ঝরল ৷ মঙ্গলবার ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ধূপগুড়ির বানারহাট ব্লকের শালবাড়ির 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় ৷ আহতদের মধ্যে পুলিশ কর্মীও রয়েছেন ৷ গুরুতর আহতদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷

এলাকার দুরামারি চন্দ্রকান্ত উচ্চবিদ্যালয়ে কোভিড ভ্যাকসিনেশন সেন্টার করা হয়েছে ৷ মঙ্গলবার সকাল থেকে টিকাকেন্দ্রের বাইরে লম্বা লাইন ছিল ৷ বেলা যত বাড়তে থাকে ভিড় তত বাড়ে ৷ এতটাই ভিড় বেড়ে যায় যে গেটের দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা ভিড় সামাল দিতে স্কুলের ছোট গেটটি খুলে দেয় ৷ তাতে হুড়োহুড়ি আরও বাড়ে ৷ বড় লোহার গেটে ভিড় আছড়ে পড়ে ৷ যার জেরে ভেঙে যায় গেটের তালা ৷ ফলে একে অপরের উপর হুমড়ি খেয়ে পড়েন টিকা নিতে আসা মানুষজন ৷ ভিড়ের চাপে পদপিষ্ট হওয়ার মতো অবস্থা হয় ৷ তাতেই আহত হন 30 জন ৷ তার মধ্যে গুরুতর আহত হয়েছেন চারজন ৷ হুড়োহুড়িতে আহত হয়েছেন কয়েকজন পুলিশকর্মীও ৷

আরও পড়ুন : Corona in India : একদিনে সংক্রমণ কমে 30 হাজারের ঘরে, কেরালা একাই সাড়ে 19 হাজার

আহতদের উদ্ধার করে প্রথমে বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতাল এবং ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পরে গুরুতর আহতদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দেয় এলাকায় । তবে এই দুর্ঘটনার পরেও ভ্যাকসিনেশন ক্যাম্পে ভিড়ের চাপ কমেনি ।

Last Updated : Aug 31, 2021, 5:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.