জলপাইগুড়ি, 27 মার্চ: মদ্যপ বাবাকে খুন করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ছেলে (Youth Killed His Father)। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ । রবিবার রাতে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির মালবাজার মহকুমার মেটেলি ব্লকের নাগেশ্বরী চা বাগানে (Crime in Jalpaiguri)। পারিবারিক অশান্তির জেরেই এই খুন বলে অনুমান পুলিশের ৷ মৃতের নাম বান্দে খরিয়া (43)। বাড়ি নাগেশ্বরী চা বাগানের গোপাল লাইনে । ঘটনার পরেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে (Jalpaiguri News)।
জানা গিয়েছে, মৃত ব্যক্তি বান্দে খরিয়া মদ খেয়ে এসে প্রায় প্রতিদিন বাড়িতে অশান্তি করত। একইভাবে রবিবার রাতে মদ খেয়ে বাড়িতে এসে ঝামেলা শুরু করলে ছেলে সতীশের সঙ্গে বচসা শুরু হয় । পরিস্থিতি চরম পর্যায়ে পৌঁছে গেলে হাতাহাতি শুরু হয় বাবা ও ছেলের মধ্যে । সেই সময় রাগের বশে বাবার গলায় থাকা সুতোর মালা দিয়ে ফাঁস লাগিয়ে ছেলে সতীশ তাঁকে মেরে ফেলে বলে অভিযোগ। ঘটনার পরেই পরিবারের লোকেরা চিৎকার করতেই বাড়ি থেকেই পালিয়ে যায় সতীশ (Jalpaiguri Murder)।
পরিবারের লোকেদের সামনেই এমন ঘটনা ঘটায় হতবাক সকলেই । প্রতিবেশীরাও এই ঘটনায় আতঙ্কিত ৷ বচসার জেরে যে এমন ঘটনা ঘটতে পারে, তা কেউই আঁচ করতে পারেননি ৷ ঘটনার পর খবর দেওয়া হয় মেটেলি থানায় ৷ পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায় ৷ বিষয়টি নিয়ে জলপাইগুড়ির পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপত বলেন, "ছেলের হাতে বাবা খুন হয়েছেন। মেটেলি থানার নাগেশ্বরী চা বাগানের ঘটনা। আমরা মামলা রুজু করেছি। খুনি ছেলে পলাতক রয়েছে। তার খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে। বাবার গলায় থাকা সুতোর মালা দিয়ে ফাঁস লাগিয়ে খুন করা হয়েছে। আমরা তদন্ত শুরু করেছি।"
আরও পড়ুন : স্ত্রীর দেহ তিন টুকরো করে পুঁতেছি, জেরায় স্বীকার ব্যক্তির