ETV Bharat / state

লকডাউনে শ্বশুরবাড়ি এসে বিপাকে জামাই, যেতে হল কোয়ারানটিনে

জলপাইগুড়ি সদর হাসপাতাল কর্তৃপক্ষ জামাই সহ ওই পরিবারের পাঁচ জনের সোয়াব নিয়েছে পরীক্ষার জন্য । পাশাপাশি জামাইকে হোম কোয়ারানটিনে থাকার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর ।

লকডাউনে শ্বশুরবাড়ি এসে বিপাকে জামাই, যেতে হল কোয়ারানটিনে
লকডাউনে শ্বশুরবাড়ি এসে বিপাকে জামাই, যেতে হল কোয়ারানটিনে
author img

By

Published : May 8, 2020, 10:27 PM IST

জলপাইগুড়ি, 8 মে: লকডাউনের মধ্যে শ্বশুরবাড়িতে এসেই বিপাকে জামাই । বিয়ের পর প্রথম শ্বশুর বাড়িতে এসেই হোম কোয়ারাটিনে পাঠানো হল জামাইকে । ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির দিনবাজারে । মধ্যপ্রদেশের ইন্দোর থেকে গাড়ি করে জলপাইগুড়িতে এসেই হোম কোয়ারানটিনে গেলেন জামাই ।

জলপাইগুড়ির দিনবাজারের এক ব্যবসায়ীর মেয়ের বিয়ে হয়েছে মধ্যপ্রদেশের ইন্দোরে । বিয়ের পর মেয়ে বাপের বাড়িতে আসে । কিন্তু লকডাউনের জেরে সে জলপাইগুড়িতেই আটকে যায় । আর শ্বশুর বাড়ি ফিরতে পারেনি । তাই লকডাউনের মধ্যেও জামাই ছুটে আসেন স্ত্রীর কাছে । মধ্যপ্রদেশের ইন্দোর থেকে গাড়ি চালিয়ে জলপাইগুড়ির দিনবাজারে এসে পৌঁছান জামাই । এতে বাড়ির লোকে খুশি হলেও খবর পেয়ে হাজির হয় পুলিশ । জিজ্ঞাসাবাদ করার পরই জামাই সহ গোটা পরিবারকে হাসপাতালে পাঠানো হয় । হাসপাতাল থেকে পরিবারের সকলের পরীক্ষার জন্য সোয়াব নেওয়া হয় । জানা গেছে, জলপাইগুড়ি সদর হাসপাতাল কর্তৃপক্ষ জামাই সহ ওই পরিবারের পাঁচ জনের সোয়াব নিয়েছে পরীক্ষার জন্য । পাশাপাশি জামাইকে হোম কোয়ারানটিনে থাকার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর ।

কোয়ারানটিনে পাঠানোর পাশাপাশি জামাই বাবাজির গাড়িটি থানায় নিয়ে এসেছে কোতয়ালি থানার পুলিশ । এতে প্রশ্ন তুলছে স্থানীয় বাসিন্দারা । ইন্দোর থেকে জলপাইগুড়িতে আসা জামাইকে শারীরিক পরীক্ষা ও সোয়াব টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হল । অথচ গাড়িটিকে স্যানিটাইজ় না করেই কীভাবে থানায় নিয়ে এল পুলিশ, তা নিয়ে উঠছে প্রশ্ন । স্থানীয়দের অভিযোগ, থানার বাইরে চলাচলের মূল রাস্তার ধারে গাড়িটিকে রাখা হয়েছে ।

এদিকে জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ মাহাত জানান, "জামাই সহ ওই পরিবারের সোয়াব নেওয়া হয়েছে । মধ্যপ্রদেশ থেকে আসা গাড়িটিকে আগামিকাল স্যানিটাইজ় করা হবে ।"

জলপাইগুড়ি, 8 মে: লকডাউনের মধ্যে শ্বশুরবাড়িতে এসেই বিপাকে জামাই । বিয়ের পর প্রথম শ্বশুর বাড়িতে এসেই হোম কোয়ারাটিনে পাঠানো হল জামাইকে । ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির দিনবাজারে । মধ্যপ্রদেশের ইন্দোর থেকে গাড়ি করে জলপাইগুড়িতে এসেই হোম কোয়ারানটিনে গেলেন জামাই ।

জলপাইগুড়ির দিনবাজারের এক ব্যবসায়ীর মেয়ের বিয়ে হয়েছে মধ্যপ্রদেশের ইন্দোরে । বিয়ের পর মেয়ে বাপের বাড়িতে আসে । কিন্তু লকডাউনের জেরে সে জলপাইগুড়িতেই আটকে যায় । আর শ্বশুর বাড়ি ফিরতে পারেনি । তাই লকডাউনের মধ্যেও জামাই ছুটে আসেন স্ত্রীর কাছে । মধ্যপ্রদেশের ইন্দোর থেকে গাড়ি চালিয়ে জলপাইগুড়ির দিনবাজারে এসে পৌঁছান জামাই । এতে বাড়ির লোকে খুশি হলেও খবর পেয়ে হাজির হয় পুলিশ । জিজ্ঞাসাবাদ করার পরই জামাই সহ গোটা পরিবারকে হাসপাতালে পাঠানো হয় । হাসপাতাল থেকে পরিবারের সকলের পরীক্ষার জন্য সোয়াব নেওয়া হয় । জানা গেছে, জলপাইগুড়ি সদর হাসপাতাল কর্তৃপক্ষ জামাই সহ ওই পরিবারের পাঁচ জনের সোয়াব নিয়েছে পরীক্ষার জন্য । পাশাপাশি জামাইকে হোম কোয়ারানটিনে থাকার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর ।

কোয়ারানটিনে পাঠানোর পাশাপাশি জামাই বাবাজির গাড়িটি থানায় নিয়ে এসেছে কোতয়ালি থানার পুলিশ । এতে প্রশ্ন তুলছে স্থানীয় বাসিন্দারা । ইন্দোর থেকে জলপাইগুড়িতে আসা জামাইকে শারীরিক পরীক্ষা ও সোয়াব টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হল । অথচ গাড়িটিকে স্যানিটাইজ় না করেই কীভাবে থানায় নিয়ে এল পুলিশ, তা নিয়ে উঠছে প্রশ্ন । স্থানীয়দের অভিযোগ, থানার বাইরে চলাচলের মূল রাস্তার ধারে গাড়িটিকে রাখা হয়েছে ।

এদিকে জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ মাহাত জানান, "জামাই সহ ওই পরিবারের সোয়াব নেওয়া হয়েছে । মধ্যপ্রদেশ থেকে আসা গাড়িটিকে আগামিকাল স্যানিটাইজ় করা হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.