ETV Bharat / state

Son Murder his Mother: টাকা চেয়ে না-পেয়ে মা কে খুন করল ছেলে - ছেলের হাতে খুন মা

কয়েকমাস মাস আগে স্ত্রীকে ঘর থেকে বের করে দিয়েছিলেন ‘গুণধর’ যুবক ৷ এবার মা’ কে খুনের অভিযোগ সেই ছেলের বিরুদ্ধে (Son killed His Mother) ৷ অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ ৷

Son Murder his Mother
টাকা চেয়ে না পেয়ে মা কে খুন করল ছেলে
author img

By

Published : Aug 8, 2022, 11:06 PM IST

জলপাইগুড়ি, 8 অগস্ট: টাকা চেয়ে না-পেয়ে মাকে খুন ‘গুণধর’ ছেলের (Son Accused to Murder His Mother) ৷ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ডুয়ার্স এলাকার বানারহাটের তেলি পাড়া এলাকায় ৷ মৃতের নাম বাবলি ওরাও (62) ৷ ছেলে উত্তম ওরাও-এর সঙ্গে থাকতেন তিনি ৷ ইতিমধ্য়েই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷

সূত্রের খবর, অভিযুক্ত উত্তমের বিয়ে হলেও, নেশাগ্রস্ত অবস্থায় প্রতিদিন ওই যুবক তাঁর স্ত্রীর উপর অত্যাচার করত ৷ কয়েকদিন আগে স্ত্রীকেও বাড়ি থেকে বের করে দেয় ওই যুবক ৷ তারপর থেকে বাড়িতে মা ও ছেলে থাকত ৷ প্রতিদিন নেশা করে বাড়ি ফিরত সে ৷ রবিবার রাতে নেশাগ্রস্ত অবস্থায় মায়ের থেকে টাকা চায় অভিযুক্ত যুবক ৷ বাবলি দেবী সেই টাকা দিতে অস্বীকার করেন ৷ তখনই মা ও ছেলের মধ্যে বচসা বাধে ৷ ‘গুণধর’ যুবক মত্ত অবস্থায় ধরালো অস্ত্র নিয়ে চাড়াও হয় মায়ের উপর ৷ দিতে থাকে এলোপাথারি কোপ ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় বাবলি দেবীর ৷

টাকা চেয়ে না পেয়ে মা কে খুন করল ছেলে

আরও পড়ুন: শেরওয়ানি কেনার টাকা না-পেয়ে দাদুকে খুন, আটক 2

স্থানীয় সূত্রে খবর, মৃত বাবলি ওরাও-এর একটি মেয়ে ও এক ছেলে উত্তম ৷ প্রতিদিন সকালে মেয়ের কাছে চা খেতে যেতেন তিনি ৷ সোমবার সকালে তিনি মেয়ের বাড়িতে চা খেতে যাননি ৷ তাতেই মেয়ের সন্দেহ হয় ৷ বাড়িতে খোঁজ নিতে এসে মায়ের দেহ পড়ে থাকতে দেখেন ৷ তিনিই পুলিশকে খবর দেন ৷ বিন্নাগুড়ি থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ ৷ মৃতের মেয়ে ও স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ওই টাকা চেয়ে না পেয়েই মা’কে খুন করেছে অভিযুক্ত ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

জলপাইগুড়ি, 8 অগস্ট: টাকা চেয়ে না-পেয়ে মাকে খুন ‘গুণধর’ ছেলের (Son Accused to Murder His Mother) ৷ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ডুয়ার্স এলাকার বানারহাটের তেলি পাড়া এলাকায় ৷ মৃতের নাম বাবলি ওরাও (62) ৷ ছেলে উত্তম ওরাও-এর সঙ্গে থাকতেন তিনি ৷ ইতিমধ্য়েই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷

সূত্রের খবর, অভিযুক্ত উত্তমের বিয়ে হলেও, নেশাগ্রস্ত অবস্থায় প্রতিদিন ওই যুবক তাঁর স্ত্রীর উপর অত্যাচার করত ৷ কয়েকদিন আগে স্ত্রীকেও বাড়ি থেকে বের করে দেয় ওই যুবক ৷ তারপর থেকে বাড়িতে মা ও ছেলে থাকত ৷ প্রতিদিন নেশা করে বাড়ি ফিরত সে ৷ রবিবার রাতে নেশাগ্রস্ত অবস্থায় মায়ের থেকে টাকা চায় অভিযুক্ত যুবক ৷ বাবলি দেবী সেই টাকা দিতে অস্বীকার করেন ৷ তখনই মা ও ছেলের মধ্যে বচসা বাধে ৷ ‘গুণধর’ যুবক মত্ত অবস্থায় ধরালো অস্ত্র নিয়ে চাড়াও হয় মায়ের উপর ৷ দিতে থাকে এলোপাথারি কোপ ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় বাবলি দেবীর ৷

টাকা চেয়ে না পেয়ে মা কে খুন করল ছেলে

আরও পড়ুন: শেরওয়ানি কেনার টাকা না-পেয়ে দাদুকে খুন, আটক 2

স্থানীয় সূত্রে খবর, মৃত বাবলি ওরাও-এর একটি মেয়ে ও এক ছেলে উত্তম ৷ প্রতিদিন সকালে মেয়ের কাছে চা খেতে যেতেন তিনি ৷ সোমবার সকালে তিনি মেয়ের বাড়িতে চা খেতে যাননি ৷ তাতেই মেয়ের সন্দেহ হয় ৷ বাড়িতে খোঁজ নিতে এসে মায়ের দেহ পড়ে থাকতে দেখেন ৷ তিনিই পুলিশকে খবর দেন ৷ বিন্নাগুড়ি থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ ৷ মৃতের মেয়ে ও স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ওই টাকা চেয়ে না পেয়েই মা’কে খুন করেছে অভিযুক্ত ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.