জলপাইগুড়ি, ৮ ফেব্রুয়ারি : চূড়াভাণ্ডারে আসছেন প্রধানমন্ত্রী। চারিদিকে সাজো সাজো রব। কড়া হচ্ছে নিরাপত্তা। এর মাঝে সে বসে থাকে কী করে। হোক না পায়ে চোট। অগত্যা পায়ে মোজা পরেই শুরু হল ডিউটি। লক্ষ্য প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্ছিদ্র করা।
সে হল লিনা। জলপাইগুড়ি জেলা পুলিশের স্নিফার ডগ। পিছনের বাঁ পায়ে আঘাত। চিকিৎসার জন্য বসে থাকতে হয়েছে ১৫ দিন। কিন্তু প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব পড়াতেই ডিউটিতে ফেরানো হল তাকে। গতকাল সকাল থেকেই কাজ শুরু করেছে। পায়ে ব্যথা থাকায় কিছুটা হাঁটিয়ে বিশ্রাম দেওয়া হচ্ছে লিনাকে।
ডগ মাস্টার আনন্দ লামা জানান, লিনার পায়ে ব্যথা। প্রধানমন্ত্রী আসবেন। তাই কাজটা তো করতেই হবে। কষ্ট হলেও লিনাকে বিশ্রাম দিয়ে কাজ করানো হচ্ছে।