ETV Bharat / state

খবর পছন্দ না হওয়ায় সাংবাদিককে তৃণমূল বিধায়কের থাপ্পড় ! - Complaint against TMC MLA of Mainaguri Ananta Deb Adhikari

ঘটনায় নিন্দার ঝড় বইছে শাসক দলের অন্দরেই । যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক অনন্তদেব অধিকারী ৷

mainaguri-ananta-deb-adhikari
mainaguri-ananta-deb-adhikari
author img

By

Published : Jan 5, 2021, 8:27 PM IST

Updated : Jan 5, 2021, 10:19 PM IST

জলপাইগুড়ি, 5 জানুয়ারি : সংবাদ পছন্দ না হওয়ায় সাংবাদিককে থাপ্পড় মারলেন বিধায়ক। বহুল প্রচারিত এক দৈনিক কাগজের সাংবাদিককে থাপ্পড় মারার অভিযোগ উঠল ময়নাগুড়ির তৃণমূল বিধায়ক অনন্তদেব অধিকারীর বিরুদ্ধে । যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক । ঘটনায় নিন্দার ঝড় বইছে দলের অন্দরেই।

অভিযোগ, একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত খবর বিধায়কের মন মতো হয়নি ৷ এরপর মঙ্গলবার ময়নাগুড়ি ফুটবল ময়দানে সরকারি অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে খবর সংগ্রহ করতে যান ওই পত্রিকার সাংবাদিক । সে সময় মাঠেই উপস্থিত ছিলেন ময়নাগুড়ির বিধায়ক অনন্তদেব অধিকারী ৷ সঙ্গে ছিলেন ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি শিবম রায় বসুনিয়াও। সাংবাদিক বিধায়কের কাছাকাছি পৌঁছাতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন বিধায়ক ৷ অভিযোগ করেন, আমার বিরুদ্ধে উলটোপালটা লেখো কেন ? অন্য কেউ তো এমন খবর করে না, বলেই সাংবাদিকের গালে সপাটে থাপ্পড় মারেন তিনি । ঘটনায় হতভম্ভ হয়ে যান ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি শিবম রায় বসুনিয়াও ।

আরও পড়ুন: "দু'পয়সার সাংবাদিক": মহুয়ার মন্তব্যের প্রতিবাদে সভা উত্তর দিনাজপুর প্রেসক্লাবের

যদিও বিধায়ক অনন্তদেব অধিকারী তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেন, "আমি থাপ্পড় মারিনি ৷ তবে ও আমার বিরুদ্ধে উলটাপালটা লেখে । যে ভাষায় সংবাদ লেখে তা দেখে যে কোনও মানুষের রাগ হওয়াটা স্বাভাবিক ৷"

গোটা ঘটনা যাঁর সামনে ঘটেছে সেই ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি শিবম রায় বসুনিয়া বলেন, "দুঃখজনক ঘটনা । এটা কাম্য ছিল না । সাংবাদিকের গায়ে হাত দেওয়া ঠিক হয়নি ।"

জেলা তৃণমূলের সদস্য শশাঙ্ক বসুনিয়া বলেন, "একজন বিধায়কের সাংবাদিকের গায়ে হাত দেওয়া মানায় না । একজন দায়িত্বশীল বিধায়ক এটা করতে পারেন না । সামনে বিধানসভা নির্বাচন এতে দলের ক্ষতি হবে ।"

পঞ্চায়েত সমিতির সদস্য বিমলেন্দু চৌধুরি, তৃণমূল নেতা গোবিন্দ পাল-সহ স্থানীয় তৃণমূল নেতারা ঘটনার নিন্দা করেছেন ।

জলপাইগুড়ি, 5 জানুয়ারি : সংবাদ পছন্দ না হওয়ায় সাংবাদিককে থাপ্পড় মারলেন বিধায়ক। বহুল প্রচারিত এক দৈনিক কাগজের সাংবাদিককে থাপ্পড় মারার অভিযোগ উঠল ময়নাগুড়ির তৃণমূল বিধায়ক অনন্তদেব অধিকারীর বিরুদ্ধে । যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক । ঘটনায় নিন্দার ঝড় বইছে দলের অন্দরেই।

অভিযোগ, একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত খবর বিধায়কের মন মতো হয়নি ৷ এরপর মঙ্গলবার ময়নাগুড়ি ফুটবল ময়দানে সরকারি অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে খবর সংগ্রহ করতে যান ওই পত্রিকার সাংবাদিক । সে সময় মাঠেই উপস্থিত ছিলেন ময়নাগুড়ির বিধায়ক অনন্তদেব অধিকারী ৷ সঙ্গে ছিলেন ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি শিবম রায় বসুনিয়াও। সাংবাদিক বিধায়কের কাছাকাছি পৌঁছাতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন বিধায়ক ৷ অভিযোগ করেন, আমার বিরুদ্ধে উলটোপালটা লেখো কেন ? অন্য কেউ তো এমন খবর করে না, বলেই সাংবাদিকের গালে সপাটে থাপ্পড় মারেন তিনি । ঘটনায় হতভম্ভ হয়ে যান ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি শিবম রায় বসুনিয়াও ।

আরও পড়ুন: "দু'পয়সার সাংবাদিক": মহুয়ার মন্তব্যের প্রতিবাদে সভা উত্তর দিনাজপুর প্রেসক্লাবের

যদিও বিধায়ক অনন্তদেব অধিকারী তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেন, "আমি থাপ্পড় মারিনি ৷ তবে ও আমার বিরুদ্ধে উলটাপালটা লেখে । যে ভাষায় সংবাদ লেখে তা দেখে যে কোনও মানুষের রাগ হওয়াটা স্বাভাবিক ৷"

গোটা ঘটনা যাঁর সামনে ঘটেছে সেই ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি শিবম রায় বসুনিয়া বলেন, "দুঃখজনক ঘটনা । এটা কাম্য ছিল না । সাংবাদিকের গায়ে হাত দেওয়া ঠিক হয়নি ।"

জেলা তৃণমূলের সদস্য শশাঙ্ক বসুনিয়া বলেন, "একজন বিধায়কের সাংবাদিকের গায়ে হাত দেওয়া মানায় না । একজন দায়িত্বশীল বিধায়ক এটা করতে পারেন না । সামনে বিধানসভা নির্বাচন এতে দলের ক্ষতি হবে ।"

পঞ্চায়েত সমিতির সদস্য বিমলেন্দু চৌধুরি, তৃণমূল নেতা গোবিন্দ পাল-সহ স্থানীয় তৃণমূল নেতারা ঘটনার নিন্দা করেছেন ।

Last Updated : Jan 5, 2021, 10:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.