ETV Bharat / state

ভুয়ো টিকাকাণ্ডে বিক্ষোভ এসএফআই, ডিওয়াইএফআই-এর - এসএফআই

সবার জন্য টিকা, ভুয়ো টিকা প্রদানকারীদের শাস্তির দাবিতে আন্দোলন শুরু করল এসএফআই (SFI) ও ডিওয়াইএফআই (DYFI)। জলপাইগুড়িতে কোতোয়ালি থানার গেটের সামনে বিক্ষোভ দেখাল তারা ৷

sfi-dyfi-agitation-on-coronavirus-and-vaccine
ভুয়ো টিকাকাণ্ডে বিক্ষোভ এসএফআই, ডিওয়াইএফআই-এর
author img

By

Published : Jun 30, 2021, 7:24 PM IST

জলপাইগুড়ি, 30 জুন : সবার জন্য টিকা, ভুয়ো টিকা প্রদানকারীদের শাস্তির দাবিতে আন্দোলনে নামল এসএফআই (SFI) ও ডিওয়াইএফআই (DYFI)। আজ জলপাইগুড়ি শহরে মিছিল করে কোতোয়ালি থানার গেটের সামনে বিক্ষোভে সামিল হন বাম ছাত্র ও যুব নেতা-কর্মীরা ।

এ দিন এসএফআই ও ডিওয়াইএফআই-এর পক্ষ থেকে কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করা হয় । ডিওয়াইএফআই-এর জেলা সম্পাদক প্রদীপ দে অভিযোগ করেন, টিকা ও করোনা পরীক্ষা নিয়ে সাধারণ মানুষের সঙ্গে ছেলেখেলা চলছে ।

আরও পড়ুন: বিচ্ছিন্ন ঘটনা, রাজ্য সরকারের সঙ্গে যোগ ওড়ালেন মমতা

তিনি আরও বলেন, "রাজ‍্যের সব জেলার সঙ্গে জলপাইগুড়িতে থানার সামনে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে । রাজ্যের একজন সাংসদও ভুয়ো টিকা নিয়ে প্রতারিত হয়েছেন । এই ভুয়ো টিকাকাণ্ডে শাসক দলের নেতারাও জড়িত আছেন বলে আমি মনে করি ।"

আরও পড়ুন: দশম শ্রেণি থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা

অন্যদিকে, এ দিন ছাত্র ও যুব নেতাদের উপর পুলিশের আক্রমণের অভিযোগ এনে প্রতিবাদ জানানো হয় । এ দিনের আন্দোলন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই জেলা সম্পাদক প্রদীপ দে, দীপশুভ্র সান্যাল-সহ অন্যরা ।

জলপাইগুড়ি, 30 জুন : সবার জন্য টিকা, ভুয়ো টিকা প্রদানকারীদের শাস্তির দাবিতে আন্দোলনে নামল এসএফআই (SFI) ও ডিওয়াইএফআই (DYFI)। আজ জলপাইগুড়ি শহরে মিছিল করে কোতোয়ালি থানার গেটের সামনে বিক্ষোভে সামিল হন বাম ছাত্র ও যুব নেতা-কর্মীরা ।

এ দিন এসএফআই ও ডিওয়াইএফআই-এর পক্ষ থেকে কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করা হয় । ডিওয়াইএফআই-এর জেলা সম্পাদক প্রদীপ দে অভিযোগ করেন, টিকা ও করোনা পরীক্ষা নিয়ে সাধারণ মানুষের সঙ্গে ছেলেখেলা চলছে ।

আরও পড়ুন: বিচ্ছিন্ন ঘটনা, রাজ্য সরকারের সঙ্গে যোগ ওড়ালেন মমতা

তিনি আরও বলেন, "রাজ‍্যের সব জেলার সঙ্গে জলপাইগুড়িতে থানার সামনে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে । রাজ্যের একজন সাংসদও ভুয়ো টিকা নিয়ে প্রতারিত হয়েছেন । এই ভুয়ো টিকাকাণ্ডে শাসক দলের নেতারাও জড়িত আছেন বলে আমি মনে করি ।"

আরও পড়ুন: দশম শ্রেণি থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা

অন্যদিকে, এ দিন ছাত্র ও যুব নেতাদের উপর পুলিশের আক্রমণের অভিযোগ এনে প্রতিবাদ জানানো হয় । এ দিনের আন্দোলন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই জেলা সম্পাদক প্রদীপ দে, দীপশুভ্র সান্যাল-সহ অন্যরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.