জলপাইগুড়ি, 19 জুলাই: জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের শিকার পুর গ্রামপঞ্চায়েতের আমারবাড়ি পানাশগুড়ি জুনিয়ার হাইস্কুল কয়েকমাস ধরেই শিক্ষকের অভাবে বন্ধ হয়ে রয়েছে। এই খবর সোমবার ইটিভি ভারতে প্রকাশ হওয়ার সঙ্গে-সঙ্গে আজ মঙ্গলবার অস্থায়ীভাবে স্কুল খোলার আশ্বাস দেওয়া হল (School Problem in Jalpaiguri)৷
এর আগে প্রতিদিন ছাত্রছাত্রীরা স্কুলে এলেও স্কুল ঘর খোলা হয় না শিক্ষকের অভাবে। প্রতিদিন এই আশা নিয়েই ছাত্রছাত্রীরা আসে যে আজ বোধ হয় স্কুল খুলবে। কিন্তু ছাত্রছাত্রীরা স্কুলে এসে দেড়, দুই ঘণ্টা স্কুলের বারান্দায় সময় কাটিয়ে বাড়ি ফিরে যায়। ওরা চায় স্কুলে শিক্ষক আসুক।
স্থানীয়দের অভিযোগ, শিকারপুর গ্রামপঞ্চায়েতে যেখানে এই সমস্যা সেই এলাকাতেই বাড়ি সভাধিপতি উত্তরা বর্মন, তৃণমূল কংগ্রেসের বিধায়ক খগেশ্বর রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা রায়ের বাড়ি। তাহলে কেন এই এলাকায় স্কুলটি বন্ধ হয়ে পড়ে রয়েছে ৷ রাজগঞ্জের আমারবাড়ি পানাশগুড়ি জুনিয়ার হাই স্কুলটির যত তাড়াতাড়ি খোলা যায় সেই ব্যবস্থা করার দাবি জানাচ্ছেন স্থানীয়রা।
আরও পড়ুন: শিক্ষকের দেখা নেই ! স্কুলে গিয়ে ফিরে আসছে পড়ুয়ারা
এলাকাবাসী বৃন্দাবন রায় ও নিরোদ রায় বলেন, "আমাদের এখানের স্কুল দির্ঘদিন ধরে বন্ধ। আমরা চাই স্কুলে শিক্ষক আসুক। প্রতিদিন বাচ্চাদের নিয়ে এসে আবার বাড়ি চলে যায়। সরকার শিক্ষকের ব্যবস্থা করুক এটাই চাই।" জলপাইগুড়ি জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) বালিকা গোলে বলেন, "আমাদের জেলায় 10-20টি স্কুল রয়েছে আর এই স্কুলগুলি কেবলমাত্র একজন শিক্ষক দিয়ে চলছে। আমরা বিস্তারিত রিপোর্ট এসআইদের কাছে চেয়েছি। আমরা চেষ্টা করছি স্থানীয় স্তরে অস্থায়ীভাবে স্কুলগুলোকে চালানো যায় কি না। আজই সেখানে পার্শ্ববর্তী স্কুল থেকে প্যারা টিচার বা গেস্ট টিচারদের দিয়ে স্কুল চালানোর ব্যবস্থা করছি।"