ETV Bharat / state

ছুটি না পেয়ে পরিদর্শককে মারধরের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে - Dhupguri

গতকাল বিকেলে তাপসবাবুর কাছে ছুটির আবেদন নিয়ে যায় সৌরভ ৷ সে জানায়, প্রধান শিক্ষক তার ছুটির আবেদন মঞ্জুর করছেন না ৷ তাই তাপসবাবু যেন তার ছুটির আবেদন মঞ্জুর করেন ৷ বিষয়টি শোনার পর তাপসবাবু তাকে জানান, সবকিছুর একটা প্রক্রিয়া আছে ৷ ছুটির জন্য প্রধান শিক্ষকের অনুমতি প্রয়োজন ৷ অভিযোগ, এরপরই সৌরভ তাঁকে গালিগালাজ করে ৷ এমন কী তাপসবাবুর গায়েও হাত তোলেন বলে অভিযোগ ৷ চিৎকার চেঁচামেচি শুনে ছুটে যান দপ্তরের কর্মীরা ৷ তাঁরা তাপসবাবুকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করেন ৷ ঘটনার প্রতিবাদে আজ কর্মবিরতি পালন করেন অবর বিদ্যালয় পরিদর্শকের দপ্তরের কর্মীরা ৷

তাপস দাস
author img

By

Published : Sep 4, 2019, 11:22 PM IST

Updated : Sep 4, 2019, 11:30 PM IST

ধূপগুড়ি, 4 সেপ্টেম্বর : ছুটি মঞ্জুর না করায় অবর বিদ্যালয় পরিদর্শককে মারধর ৷ এই অভিযোগ উঠল উত্তর বৈরাতিগুড়ি নিউ প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারি শিক্ষকের বিরুদ্ধে ৷ তার নাম সৌরভ রায় । জখম ওই স্কুল পরিদর্শকের নাম তাপস দাস ৷ ঘটনার পর আজ দুপুরে ধূপগুড়ি থানায় সৌরভের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি ৷

গতকাল বিকেলে তাপসবাবুর কাছে ছুটির আবেদন নিয়ে যায় সৌরভ ৷ সে জানায়, প্রধান শিক্ষক তার ছুটির আবেদন মঞ্জুর করছেন না ৷ তাই তাপসবাবু যেন তার ছুটির আবেদন মঞ্জুর করেন ৷ বিষয়টি শোনার পর তাপসবাবু তাকে জানান, সবকিছুর একটা প্রক্রিয়া আছে ৷ ছুটির জন্য প্রধান শিক্ষকের অনুমতি প্রয়োজন ৷ অভিযোগ, এরপরই সৌরভ তাঁকে গালিগালাজ করে ৷ এমন কী তাপসবাবুর গায়েও হাত তোলেন বলে অভিযোগ ৷ চিৎকার চেঁচামেচি শুনে ছুটে যান দপ্তরের কর্মীরা ৷ তাঁরা তাপসবাবুকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করেন ৷ ঘটনার প্রতিবাদে আজ কর্মবিরতি পালন করেন অবর বিদ্যালয় পরিদর্শকের দপ্তরের কর্মীরা ৷

ভিডিয়োয় শুনুন তাপস দাসের বক্তব্য

এবিষয়ে তাপসবাবু বলেন, "কর্তব্যরত অবস্থায় ঊর্ধ্বতন আধিকারিককে মারধরের ঘটনা আমি মেনে নিতে পারছি না । এই ঘটনায় আমি মর্মাহত । থানায় অভিযোগ জানিয়েছি । বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছি ৷" এবিষয়ে সৌরভের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি ৷

ধূপগুড়ি, 4 সেপ্টেম্বর : ছুটি মঞ্জুর না করায় অবর বিদ্যালয় পরিদর্শককে মারধর ৷ এই অভিযোগ উঠল উত্তর বৈরাতিগুড়ি নিউ প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারি শিক্ষকের বিরুদ্ধে ৷ তার নাম সৌরভ রায় । জখম ওই স্কুল পরিদর্শকের নাম তাপস দাস ৷ ঘটনার পর আজ দুপুরে ধূপগুড়ি থানায় সৌরভের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি ৷

গতকাল বিকেলে তাপসবাবুর কাছে ছুটির আবেদন নিয়ে যায় সৌরভ ৷ সে জানায়, প্রধান শিক্ষক তার ছুটির আবেদন মঞ্জুর করছেন না ৷ তাই তাপসবাবু যেন তার ছুটির আবেদন মঞ্জুর করেন ৷ বিষয়টি শোনার পর তাপসবাবু তাকে জানান, সবকিছুর একটা প্রক্রিয়া আছে ৷ ছুটির জন্য প্রধান শিক্ষকের অনুমতি প্রয়োজন ৷ অভিযোগ, এরপরই সৌরভ তাঁকে গালিগালাজ করে ৷ এমন কী তাপসবাবুর গায়েও হাত তোলেন বলে অভিযোগ ৷ চিৎকার চেঁচামেচি শুনে ছুটে যান দপ্তরের কর্মীরা ৷ তাঁরা তাপসবাবুকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করেন ৷ ঘটনার প্রতিবাদে আজ কর্মবিরতি পালন করেন অবর বিদ্যালয় পরিদর্শকের দপ্তরের কর্মীরা ৷

ভিডিয়োয় শুনুন তাপস দাসের বক্তব্য

এবিষয়ে তাপসবাবু বলেন, "কর্তব্যরত অবস্থায় ঊর্ধ্বতন আধিকারিককে মারধরের ঘটনা আমি মেনে নিতে পারছি না । এই ঘটনায় আমি মর্মাহত । থানায় অভিযোগ জানিয়েছি । বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছি ৷" এবিষয়ে সৌরভের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি ৷

Intro:Body:ছুটি চাওয়াকে কেন্দ্র করে অবর বিদ্যালয় পরিদর্শককে মারধরের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে।ধুপগুড়ি ব্লকের ধূপগুড়ি অবর বিদ্যালয় পরিদর্শকের অফিসে ঘটনাটি ঘটে মঙ্গলবার বিকালে। ঘটনায় বুধবার সকাল থ্রকে অবর বিদ্যালয় পরিদর্শকের দফতরে সমস্ত কর্মীরা কর্মবিরতি পালন করছেন বলে জানা গিয়েছে।মঙ্গলবার বিকালের ঘটনার পর বুধবার দুপুরে ধূপগুড়ি থানায় অভিযোগ দায়ের করেন ঐ বিদ্যালয় পরিদর্শক।অভিযুক্ত শিক্ষক উত্তর বৈরাতিগুড়ি নিউ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বলে জানা গিয়েছে।ঐ শিক্ষকের নাম সৌরভ রায়।অভিযোগ মঙ্গলবার বিকালে ঐ শিক্ষক বিদ্যালয় পরিদর্শক তাপস দাসের কাছে আসেন ছুটির আবেদন নিয়ে।ছুটির বিষয় নিয়ে কথা বলতে এসে তিনি পরিদর্শককে জানান প্রধান শিক্ষক ছুটি মঞ্জুর করছে না।বিদ্যালয় পরিদর্শককে ঐ শিক্ষক ছুটি মঞ্জুর করার বিষয় নিয়ে তর্ক শুরু করেন বলে অভিযোগ।মুহুর্তের মধ্যে ঐ বিদ্যালয় পরিদর্শককে মারধর শুরু করে বলে আরো অভিযোগ।ঘটনাস্থলে উপস্থিত শিক্ষক ও অন্যান্য কর্মীদের সহায়তায় উদ্ধার হয়।নিয়ে যাওয়া হয় ধুপগুড়ি হাসপাতালে বলে দাবি করে বিদ্যালয় পরিদর্শক তাপস দাস।
তাপস দাস আরো বলেন,কর্তব্যরত অবস্থায় উর্দ্ধতন আধিকারিককে মারধরের ঘটনা আমি মেনে নিতে পারছি না।আমি মর্মাহত।থানায় অভিযোগ জানিয়েছি।বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি। Conclusion:
Last Updated : Sep 4, 2019, 11:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.