ETV Bharat / state

ভুল স্বীকার স্বপ্নার ! ভাইরাল ভিডিয়ো

এশিয়াডে সোনা জয়ী স্বপ্না বর্মণের বাড়িতে অভিযান করে কাঠের লগ উদ্ধার করে বনবিভাগ ৷ ভাইরাল হওয়া ভিডিযোতে স্বপ্নাকে বলতে শোনা গেল তিনি ভুল করেছেন ৷

sapna barman
এশিয়াডে সোনা জয়ী স্বপ্না বর্মন
author img

By

Published : Jul 16, 2020, 10:35 PM IST

জলপাইগুড়ি, 16 জুলাই : ভুল করেছি। বলছেন এশিয়াডে সোনা জয়ী স্বপ্না বর্মণ। টাকা কম ছিল তাই এমন করেছি। এটা যে বেআইনি হবে বুঝতেই পারিনি। বনবিভাগের অভিযানে ভাইরাল ভিডিয়োতে এমনই বলতে দেখা গেল স্বপ্না বর্মণকে। ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ETV ভারত ৷

এদিকে স্বপ্নাকে ভালো মেয়ে বলেছেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, ওর কোনও দোষ নেই ৷ এই অভিযানে যাওয়া অফিসারকেও বদলি করা হয়েছে। স্বপ্নার বাড়িতে বনবিভাগ অভিযানে গিয়ে কাঠ উদ্ধার করে।

বনবিভাগের উত্তরবঙ্গের স্পেশাল টাস্ক ফোর্সের প্রধান সঞ্জয় দত্তের নেতৃত্বে অভিযান চালানো হয় । স্বপ্নার বাড়ি থেকে বেশ কয়েকটি বড় বড় গাছের লগ উদ্ধার হয় বলেও বলবিভাগ সূত্রে জানা গিয়েছে । বনবিভাগের পক্ষ থেকে স্বপ্নাকে 30 দিনের মধ্যে কাঠের কাগজ দেখানোর নির্দেশ দেওয়া হয়। বনবিভাগের পক্ষ থেকে সঞ্জয় দত্ত সার্চ ওয়ারেন্ট নিয়ে স্বপ্নার নির্মীয়মাণ বাড়িতে অভিযানে যান।

এশিয়াডে সোনা জয়ী স্বপ্না বর্মন

বনবিভাগের অভিযানের সময়ের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ ভিডিয়োতে স্বপ্নাকে বলতে শোনা যায়, টাকা কম থাকায় এটা তিনি করেছেন। যারা এই কাঠ দিয়েছে তারা বলেছিল পুলিশ আসবে না ৷ "আমরা কাঠের জন্য টাকাও দিয়ে দিয়েছি" এই কথা স্বপ্নাকে ভাইরাল হওয়া ভিডিয়োতে বলতে শোনা যায় । এদিকে এই ভিডিয়ো প্রকাশ হতেই চাঞ্চল্য ছড়ায়। ভাইরাল ভিডিয়ো নিয়ে স্বপ্না কোনও মন্তব্য করতে চাননি। উত্তরবঙ্গের স্পেশাল টাস্ক ফোর্সের প্রধান সঞ্জয় দত্তের বদলির বিষয়ে উত্তরবঙ্গের মুখ্য বনপাল গঙ্গা প্রসাদ ছেত্রী বলেন, "আমি এখনও জানি না। তবে আইন মেনেই কাজ করা হয়েছিল। সঞ্জয় যদি বদলিও হয়, আইন আইনের পথেই চলবে।"

জলপাইগুড়ি, 16 জুলাই : ভুল করেছি। বলছেন এশিয়াডে সোনা জয়ী স্বপ্না বর্মণ। টাকা কম ছিল তাই এমন করেছি। এটা যে বেআইনি হবে বুঝতেই পারিনি। বনবিভাগের অভিযানে ভাইরাল ভিডিয়োতে এমনই বলতে দেখা গেল স্বপ্না বর্মণকে। ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ETV ভারত ৷

এদিকে স্বপ্নাকে ভালো মেয়ে বলেছেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, ওর কোনও দোষ নেই ৷ এই অভিযানে যাওয়া অফিসারকেও বদলি করা হয়েছে। স্বপ্নার বাড়িতে বনবিভাগ অভিযানে গিয়ে কাঠ উদ্ধার করে।

বনবিভাগের উত্তরবঙ্গের স্পেশাল টাস্ক ফোর্সের প্রধান সঞ্জয় দত্তের নেতৃত্বে অভিযান চালানো হয় । স্বপ্নার বাড়ি থেকে বেশ কয়েকটি বড় বড় গাছের লগ উদ্ধার হয় বলেও বলবিভাগ সূত্রে জানা গিয়েছে । বনবিভাগের পক্ষ থেকে স্বপ্নাকে 30 দিনের মধ্যে কাঠের কাগজ দেখানোর নির্দেশ দেওয়া হয়। বনবিভাগের পক্ষ থেকে সঞ্জয় দত্ত সার্চ ওয়ারেন্ট নিয়ে স্বপ্নার নির্মীয়মাণ বাড়িতে অভিযানে যান।

এশিয়াডে সোনা জয়ী স্বপ্না বর্মন

বনবিভাগের অভিযানের সময়ের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ ভিডিয়োতে স্বপ্নাকে বলতে শোনা যায়, টাকা কম থাকায় এটা তিনি করেছেন। যারা এই কাঠ দিয়েছে তারা বলেছিল পুলিশ আসবে না ৷ "আমরা কাঠের জন্য টাকাও দিয়ে দিয়েছি" এই কথা স্বপ্নাকে ভাইরাল হওয়া ভিডিয়োতে বলতে শোনা যায় । এদিকে এই ভিডিয়ো প্রকাশ হতেই চাঞ্চল্য ছড়ায়। ভাইরাল ভিডিয়ো নিয়ে স্বপ্না কোনও মন্তব্য করতে চাননি। উত্তরবঙ্গের স্পেশাল টাস্ক ফোর্সের প্রধান সঞ্জয় দত্তের বদলির বিষয়ে উত্তরবঙ্গের মুখ্য বনপাল গঙ্গা প্রসাদ ছেত্রী বলেন, "আমি এখনও জানি না। তবে আইন মেনেই কাজ করা হয়েছিল। সঞ্জয় যদি বদলিও হয়, আইন আইনের পথেই চলবে।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.