ETV Bharat / state

Illegal Nursing Centre: খালি সিরিঞ্জ দিয়ে শরীরে ইনজেকশন দেওয়াতেন শান্তনু শর্মা, বিস্ফোরক অভিযোগ ছাত্রীদের - শান্তনু শর্মা

শান্তনু শর্মা খালি সিরিঞ্জ দিয়ে ছাত্রীদের শরীরে ইনজেকশন দেওয়ার প্রশিক্ষণ দিতেন ৷ এমনই বিস্ফোরক অভিযোগ করলেন দিশারী নার্সিং ট্রেনিং সেন্টারের প্রাক্তন ছাত্রীরা ৷

Illegal Nursing Centre
শান্তনু শর্মা
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 26, 2023, 7:53 PM IST

Updated : Sep 26, 2023, 9:27 PM IST

বিস্ফোরক অভিযোগ ছাত্রীদের

জলপাইগুড়ি, 26 সেপ্টেম্বর: দিশারী নার্সিং ট্রেনিং সেন্টারের ছাত্রীদের ইনজেকশন দেওয়ার প্রশিক্ষণ দিতেন শান্তনু শর্মা । খালি সিরিঞ্জ দিয়ে এক ছাত্রীকে অপরজনের শরীরে সূচ ফোটাতে বলা হত ৷ ইনজেকশন দেওয়ার প্রশিক্ষণ নিয়ে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন ওই ট্রেনিং সেন্টারের প্রাক্তন ছাত্রীরা । মঙ্গলবার তাঁরা টাকা ফেরত-সহ শান্তনু শর্মার শাস্তির দাবিতে জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ জানাতে আসেন ৷ তবে জেলাশাসকের দেখা না মিললেও এ বিষয়ে দফতরে লিখিত দিয়েছেন ছাত্রীরা ৷

নার্সিং ট্রেনিং সেন্টারের প্রাক্তন ছাত্রী পিংকি রায় বলেন, "পাশাপাশি দুটো মেয়েকে দাঁড় করিয়ে খালি সিরিঞ্জ একে অপরের শরীরে ইনজেকশন হিসাবে দিতে বলা হত । শান্তনু শর্মাই এই ইনজেকশন দেওয়া শেখাতেন । এর ফলে শরীর হাওয়া ঢুকে যায় পরে আমরা জানতে পারি ৷ এরপর আর আমরা ইনজেকশন দিতাম না ৷ শান্তনু শর্মা বলেছিলেন, সার্টিফিকেট নিলে কাজ পাবে । তাই আমরা কোর্স ফি ছাড়াও 5 হাজার টাকার বিনিময়ে সার্টিফিকেট নিয়েছিলাম । কিন্তু এখন আর কাজ পাচ্ছি না ।"

এ দিন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক অসীম হালদারকে বলেন, "এইভাবে ইনজেকশন দেওয়ানো শেখানো হত, এটা তো মারাত্মক ব্যাপার । আমরা ইতিমধ্যেই পুলিশকে বলেছি তদন্ত করতে ।"

ছাত্রীদের অভিযোগ, টাকার বিনিময়ে সার্টিফিকেট বিক্রি করত দিশারী নার্সিং ট্রেনিং সেন্টার । বিভিন্ন নার্সিংহোমে কাজ করতে গিয়ে এখানকার ছাত্রীরা জানতে পারেন যে সার্টিফিকেটগুলি বৈধ নয় । এমনকী নার্সের বদলে আয়ার কাজও করতে হয়েছে এই ট্রেনিং সেন্টারের শিক্ষিত ছাত্রীদের । শেষে প্রতারিত হয়েছেন বুঝতে পেরে এ দিন শান্তনু শর্মার বিরুদ্ধে জেলাশাসকের দ্বারস্থ হয়েছেন দিশারী নার্সিং ট্রেনিং সেন্টারের প্রাক্তন ছাত্রীরা ।

সুস্মিতা দাসের কথায়, "এখানে শিখে যেখানেই কাজের জন্য যাচ্ছি আমাদের কাজ দিচ্ছে না । আমাদের সার্টিফিকেট জাল বলা হচ্ছে । আমাদের দিশারী ট্রেনিং সেন্টার থেকে এএনএম ট্রেনিং করে এখন বিপদে পরেছি । আমরা আমাদের কষ্টের টাকা ফেরৎ চাই । আমরা ইন্টারভিউ দিতে গিয়েই জানতে পারি আমাদের জাল সার্টিফিকেট দেওয়া হয়েছে । আমরা শান্তনু শর্মার শাস্তি চাই ।" ইয়াসিনা বেগম অভিযোগ করেন, ট্রেনিং শেষ হয়েছে তিন বছর হয়ে গিয়েছে । সার্টিফিকেট নিয়ে বিভিন্ন জায়গা ঘুরেও মেলেনি চাকরি ।

Illegal Nursing Centre
দিশারী নার্সিং ট্রেনিং সেন্টারের সার্টিফিকেট

আরও পড়ুন: গ্রামের ওষুধ বিক্রেতা থেকে নার্সিং ট্রেনিং সেন্টার ! রকেট গতিতে উত্থান শান্তনু শর্মার

জেলা স্বাস্থ্য দফতরের কোনও অনুমতি নেই । অথচ দীর্ঘ কয়েক বছর ধরে শান্তনু শর্মা দিশারী নার্সিং এণ্ড টেকনোলজিক্যাল সেন্টার চালিয়ে আসছিলেন । হাজার হাজার ছেলেমেয়েকে এই সেন্টার থেকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে অভিযোগ । যে সার্টিফিকেট দেওয়া হয়েছে তা ভুয়ো । ইতিমধ্যেই স্বাস্থ্য দফতরের থেকে দেওয়া মুচলেকা দিয়ে শান্তনু শর্মা পাণ্ডাপাড়ার দিশারী নার্সিং ট্রেনিং সেন্টার বন্ধ করেছেন । শান্তনুর দাবি, তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যে ৷

বিস্ফোরক অভিযোগ ছাত্রীদের

জলপাইগুড়ি, 26 সেপ্টেম্বর: দিশারী নার্সিং ট্রেনিং সেন্টারের ছাত্রীদের ইনজেকশন দেওয়ার প্রশিক্ষণ দিতেন শান্তনু শর্মা । খালি সিরিঞ্জ দিয়ে এক ছাত্রীকে অপরজনের শরীরে সূচ ফোটাতে বলা হত ৷ ইনজেকশন দেওয়ার প্রশিক্ষণ নিয়ে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন ওই ট্রেনিং সেন্টারের প্রাক্তন ছাত্রীরা । মঙ্গলবার তাঁরা টাকা ফেরত-সহ শান্তনু শর্মার শাস্তির দাবিতে জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ জানাতে আসেন ৷ তবে জেলাশাসকের দেখা না মিললেও এ বিষয়ে দফতরে লিখিত দিয়েছেন ছাত্রীরা ৷

নার্সিং ট্রেনিং সেন্টারের প্রাক্তন ছাত্রী পিংকি রায় বলেন, "পাশাপাশি দুটো মেয়েকে দাঁড় করিয়ে খালি সিরিঞ্জ একে অপরের শরীরে ইনজেকশন হিসাবে দিতে বলা হত । শান্তনু শর্মাই এই ইনজেকশন দেওয়া শেখাতেন । এর ফলে শরীর হাওয়া ঢুকে যায় পরে আমরা জানতে পারি ৷ এরপর আর আমরা ইনজেকশন দিতাম না ৷ শান্তনু শর্মা বলেছিলেন, সার্টিফিকেট নিলে কাজ পাবে । তাই আমরা কোর্স ফি ছাড়াও 5 হাজার টাকার বিনিময়ে সার্টিফিকেট নিয়েছিলাম । কিন্তু এখন আর কাজ পাচ্ছি না ।"

এ দিন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক অসীম হালদারকে বলেন, "এইভাবে ইনজেকশন দেওয়ানো শেখানো হত, এটা তো মারাত্মক ব্যাপার । আমরা ইতিমধ্যেই পুলিশকে বলেছি তদন্ত করতে ।"

ছাত্রীদের অভিযোগ, টাকার বিনিময়ে সার্টিফিকেট বিক্রি করত দিশারী নার্সিং ট্রেনিং সেন্টার । বিভিন্ন নার্সিংহোমে কাজ করতে গিয়ে এখানকার ছাত্রীরা জানতে পারেন যে সার্টিফিকেটগুলি বৈধ নয় । এমনকী নার্সের বদলে আয়ার কাজও করতে হয়েছে এই ট্রেনিং সেন্টারের শিক্ষিত ছাত্রীদের । শেষে প্রতারিত হয়েছেন বুঝতে পেরে এ দিন শান্তনু শর্মার বিরুদ্ধে জেলাশাসকের দ্বারস্থ হয়েছেন দিশারী নার্সিং ট্রেনিং সেন্টারের প্রাক্তন ছাত্রীরা ।

সুস্মিতা দাসের কথায়, "এখানে শিখে যেখানেই কাজের জন্য যাচ্ছি আমাদের কাজ দিচ্ছে না । আমাদের সার্টিফিকেট জাল বলা হচ্ছে । আমাদের দিশারী ট্রেনিং সেন্টার থেকে এএনএম ট্রেনিং করে এখন বিপদে পরেছি । আমরা আমাদের কষ্টের টাকা ফেরৎ চাই । আমরা ইন্টারভিউ দিতে গিয়েই জানতে পারি আমাদের জাল সার্টিফিকেট দেওয়া হয়েছে । আমরা শান্তনু শর্মার শাস্তি চাই ।" ইয়াসিনা বেগম অভিযোগ করেন, ট্রেনিং শেষ হয়েছে তিন বছর হয়ে গিয়েছে । সার্টিফিকেট নিয়ে বিভিন্ন জায়গা ঘুরেও মেলেনি চাকরি ।

Illegal Nursing Centre
দিশারী নার্সিং ট্রেনিং সেন্টারের সার্টিফিকেট

আরও পড়ুন: গ্রামের ওষুধ বিক্রেতা থেকে নার্সিং ট্রেনিং সেন্টার ! রকেট গতিতে উত্থান শান্তনু শর্মার

জেলা স্বাস্থ্য দফতরের কোনও অনুমতি নেই । অথচ দীর্ঘ কয়েক বছর ধরে শান্তনু শর্মা দিশারী নার্সিং এণ্ড টেকনোলজিক্যাল সেন্টার চালিয়ে আসছিলেন । হাজার হাজার ছেলেমেয়েকে এই সেন্টার থেকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে অভিযোগ । যে সার্টিফিকেট দেওয়া হয়েছে তা ভুয়ো । ইতিমধ্যেই স্বাস্থ্য দফতরের থেকে দেওয়া মুচলেকা দিয়ে শান্তনু শর্মা পাণ্ডাপাড়ার দিশারী নার্সিং ট্রেনিং সেন্টার বন্ধ করেছেন । শান্তনুর দাবি, তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যে ৷

Last Updated : Sep 26, 2023, 9:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.